গতকাল বন্ধুরা মিলে সিলেটের মায়াবী ঝর্ণা দেখতে গিয়েছিলাম! সেখানে গিয়ে আমার মোবাইল প্রচুর পরিমাণে ছবি ও ভিডিও ক্লিপ সবাই তুলি, কিন্তু বাসায় এশে দেখি ক্যামেরা ফাইল এর সব গায়েব হয়ে গিয়েছে :-(আমি SD Card রিকোভারি পিসি অ্যাপস দিয়েও ট্রাই করেছি পুরনো ছবি গুলা আসছে রিকোভার হয়ে কিন্তু আজকের একটিও আসছে না!
এখন আমার করণীয় কি জানালে উপকৃত হতাম?
ডেটা রিকভারি সব সময় কাজ করে না এবং ১০০% ডেটা রিকভার করা সম্ভব নয়। ডেটা রিকভারি এর জন্য বেশ কিছু ফেক্টর রয়েছে। আপনি EaseUS Data Recovery Software http://go.techtunes.io/FaZp6f ব্যবহার করে দেখতে পারেন। তবে মনে রাখবেন Recovery যত দ্রুত করা যায় তত বেশি আপনার ডেটা রিকভারির চান্স থাকে। আপনি যদি আপনার SD কার্ড ফরমেট করে SD কার্ড ব্যবহার করতে থাকেন তবে আপনার রিকভারেবল ডেটার অংশ নতুন ডেটা দিয়ে রিপ্লেস হতে থাকে এবং এর ফলে রিকভারেবল ডেটা আর ফিরে পাওয়া যায় না।