আমার কম্পিউটার এর ল্যান কানেকশন পাচ্ছে না. বলছে রিয়েলটেক ইস ডিপ স্লিপ মুড. আমার মাদারবোর্ড হলো ইন্টেল জি ৪১ অরজিনাল। কোন ড্রাইভার ও ইন্সটল নিচ্ছেনা। ডিপ স্লিপ মুড দেখাচ্ছে দয়া করে সাহায্য করবেন।
রিয়েলটেক ড্রাইভার আপডেট করছি নেয় না।
বলে ডিপ স্লিপ মুড।
র্যাম খুলে আবার লাগাইছি তাও কাজ করেনা। একচুয়াল হেল্প করবেন। প্লিস
আপনি এই টিউন টি ট্রাই করতে পারেন আশা করি আপনার কাজে লাগতে পারে https://www.techtunes.io/other/tune-id/588740