আমার ল্যাপটপে আমি এডবি ইলাষ্ট্রেটর সিসি ব্যবহার করি। অনেক দিন ব্যবহান করছি কোন সমস্যা ছিল না। হটাৎ একদিন কি কমান্ড পড়ে অটোমেটিক ব্রাউজার অপেন হয়। তারপর থেকে ব্রাউজার পেজ বাড়তে বাড়তে ২০০/৭৫০ পেজ অপেন হয়।
হতে হতে এক পযায়ে পিসি কাজ করতে চায় না। পরবতীতে রিষ্টাট দিলেও অটোমেটিক ব্রাউজার পেজ অপেন হতেই থাকে। পিসি বন্ধ করে পরে অপেন করলেও একই অবস্থা হয়। অটো ব্রাউজার কেন অপেন হয় এর থেকে পরিত্রান কি?
বিষেজ্ঞদের পরামশ চাই।
ব্রাউজার ওপেন হবার পর ওয়েব এড্রেস কি দেখায়?