স্যার গত ২০১০ সাল থেকে আমি একটা ফেইসবুক আইডি ব্যবহার করছি, কিন্তু দুঃখের বিষয় অনেক কষ্টের সাথে জানাচ্ছি যে গত ১৪ তারিখ রাত ৯.৩০ করে আমার আইডি টা তারা ডিজেবল করে দিয়েছে একেবারের জন্য।
আমি একটা ওয়ে তে আমি আমার ফেইবুকের হেল্প অপশন থেকে ভোটার আইডি কার্ড পাঠিয়েছি তারপরে ও কাজ হয় নি। আরেকটা জিনিস হলো কিছু দিন আগে আমি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে আপলোড দিয়েছিলাম তারা আমাকে দুই বার ৩ দিন করে চ্যাট, স্ট্যাটাস, লাইক, টিউমেন্ট অফ করে দিয়েছে। এখন স্যার আমাকে কিভাবে সাহায্য করা যায় একটু বলবেন দয়া করে।
Facebook ID disable hole perot powa muskil…….try korte taken again …..hoito pete o paren.
Thanks