আমার টেবিল ফ্যানটা ঘুরছে না, ক্যাপাসিটর চেঞ্জ করছি, সাহায্য প্রয়োজন

ইলেকট্রনিক্স

আমার টেবিল ফ্যানটা ঘুরছে না প্রথমে ক্যাপাসিটর চেঞ্জ করছি, তবুও হয়নি তারপর কয়েলের ভেতর যে ফিউজ থাকে সেটার দুই প্রান্তও জোড়া লাগাইছি এখন পাওয়ার কানেকশন দিলে এক ধরনের ভাইব্রেশন হচ্ছে কিন্তু রোটর আটকে যাচ্ছে যেটাকে হাত দিয়ে চেষ্টা করেও আর ঘোরানো যাচ্ছে না পাওয়ার অফ থাকলে কিন্তু রোটর ঘুরে কেউ সমাধান দিতে পারলে উপকৃত হতাম, যে গরম পরতেছে


দেখা
1,190
উত্তর
1
6 বছর 7 মাস আগে