আমি Blogspot দিয়ে একটি ই-কমার্স সাইট বানাতে চাচ্ছি। কিন্তু Add to cart বাটনে কিভাবে Affiliate লিংক বসাতে হয় তা বুঝতে পারতেছি না। অর্থাৎ কেউ যদি Add to cart বা shop now বাটনে ক্লিক করে তাহলে যাতে সরাসরি alliexpress বা amazon সা্ইটে নিয়ে যায়। এ বিষয়ে আপনাদের যদি কোন Tutorial থাকে তাহলে প্লিজ একটু লিংকটা শেয়ার করবেন। বা কোন পরামর্শ দিলে খুবই উপকৃত হব।
চাইলে সাইটটি এবার ঘুরে আসতে পারেন।
Amar sate contact korte paren jodi valo mone hoy……Donnobad