আমি একটা ওয়েবসাইট খুলেছি ডোমেইন এবং হোস্টিং ক্রয় করে। এবং ওয়ার্ডপ্রেস দিয়ে চালাই। সবই ঠিক ছিল কিন্তু ফেইজবুক লাইক বক্স অ্যাড করি ওয়েবসাইটে এবং ফেইজবুকে পেইজ খুলে আমার ওয়েব সাইটের post গুলির লিংক আপলোড দি পেইজ post এ। সবই ঠিক ছিল কিন্তুর হঠাৎ আমার পেইজ ডিলিট করে দেয় ফেইজবুক এবং বলতেছে এটা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড পরীপন্থী। আমি নতুন পেইজ খুলে ওখানে আমার ওয়েবাসাইট অ্যাড ও করতে পারছি না। এমতাবস্থায় কি করতে পারি। দয়াকরে সাহায্য করুন কেউ।
Ki r korben