মাইক্রোসফট অফিসে ল্যান্ডস্কেপ টু কলাম পেজ প্রিন্টিং এ সমস্যা

মাইক্রোসফট অফিস

আসসালামুআলাইকুম

মাইক্রোসফট অফিস ২০০৭ এ একটি পেজ প্রিন্ট করার সময় পেজের ডান পাশের কিছু অংশ কেটে যাচ্ছে। আমার পেজটি ছিল ল্যান্ডস্কেপ মোডে, টু কলাম নিয়েছিলাম। প্রিন্ট করার আগে আমি খুব ভালো ভাবেই চেক করেছিলাম যে এটার পেজ সেট আপ এ ফোর এ ছিল। প্রিন্ট অপেশনে যাবার পর ওকে বাটনে ক্লিক করার আগেও চেক করেছিলাম এটা এ ফোর এ ছিল।

কিন্তু কোনভাবেই এটা ভালোভাবে প্রিন্ট করতে পারছি না।

উত্তর জানালে উপকৃত হবো।


দেখা
975
উত্তর
1
6 বছর 8 মাস আগে

আপনি প্রিন্টারের সফটওয়্যারের অপশন চেক করুন এবং মাইক্রোসফট অফিসে প্রিন্ট অপশন চেক করুন প্রিন্ট দেবার সময়। দুইটি একই থাকছে কিনা। আরেকটি বিষয় খেয়াল করুন আপনার ফিজিকাল পেপার যাতে প্রিন্ট করছেন সেটি A4 সাইজে আছে কিনা।