আমি SMS এর মাধ্যমে ১টি কলেজে HSC ভর্তি আবেদন করেছি। সার্ভার আমাকে ১০ ডিজিট সিকিউরিটি পিন কোড দিয়েছে। এখন অন লাইনে অতিরিক্ত কলেজের নাম এড করতে গেলে ৬ ডিজিট পিন কোড চায়। এখন কি করা যায়?