Payza থেকে টাকা তুলতে পারছিনা কেন?

ফ্রিল্যান্সিং

বেশ কিছু দিন থেকে টাকা তুলতে পারছিনা। Payza এডমিন পরিবর্তন হবার পর থেকেই এই সমস্যা হচ্ছে। Payza হেল্পলাইন ও ঠিক মত কাজ করছে না। PayzaBD এর কাছে জানতে চেয়েও কনো সঠিক উত্তর পাচ্ছি না। এই কারনে এইখানে জানতে চাচ্ছি। এই বিষয়ে কেউ ডিটেইল কিছু জানলে দয়া করে জানাবেন। ধন্যবাদ।


দেখা
2,165
উত্তর
3
6 বছর 8 মাস আগে

আপনার কী সমস্যা হচ্ছে তা https://snag.gy/ ব্যবহার করে স্ক্রিনসট আপলোড করে এই টিউমেন্ট এর রিপ্লাই এ লিংক দিন।

    Payza এডমিন US company এর ছিল কিন্তু বর্তমানে এডমিন UK company তাই তারা USD$ payment দিচ্ছে না। Payment তুলতে গেলে https://snag.gy/Y3PwDC.jpg (Due to Payza restructuring USD withdrawal to BDT is suspended until further notice.) এমন নোটিফিকেশন পাচ্ছি।

      তাহলে তো বুঝতেই পারছেন যে সমস্যাটা ওদের নোটিস না দাওয়া পর্যন্ত ঠিক হবে না। ওদের সাপোর্টে যোগাযোগ রাখুন।