আমার পুরাতন একটি ল্যাপটপের বেটারি আছে যেটির সাথে ওয়াইফাই রাউটার (12v & 1.25A) এর সরাসরি কানেকশান দিয়ে 5-8 ঘন্টা ব্যাকআপ পেয়েছি। এখন কেউ কী আমাকে একটা ডায়াগ্রাম দিতে পারবেন যেটির সাহায্যে নিরবিচ্ছিন্নভাবে একই সাথে চার্জ ও হবে এবং রাউটার ও চলবে আবার বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক ব্যাটারি দ্বারা রাউটারটি চলবে। এবং সাথে লং টাইম চলবে অর্থাৎ 24/7। সহজভাবে বলতে গেলে দিনে/রাতে সবসমই রান করতে থাকবে আবার অটো চার্জহওয়ার সময় ওভার চার্জিং যেন না হয়।
আর সিম্পলভাবে সরাসরি রেকটিফায়ার দিয়ে চার্জিং একমুখী করে এই সম্পূর্ণ ব্যাপারটা করা যায়। তবে ২টি বিষয়ে খুব কনফিউজ হচ্ছি
০১- ওভারচার্জিং হলে কী ঘটবে?
০২- সব সময় চলাকালে কী কোন দূর্ঘটনা ঘটবে নাকি? (কারন ব্যবহারের সময় খেয়াল করলাম বেটারি কিছুটা গরম হয়
প্লিজ কেউ হেল্প করেন! অগ্রিম ধন্যবাদ!
contact me..01734662465