সকলকে আমার সালাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ছোট একটি টিউটোরিয়াল বা যাকে বলতে পারেন ইনফোরমিং টিউন নিয়ে।
আমরা অনেকেই আইফোন ইউজ করি কিন্তু জানি না আই ক্লাউড কি। তাদের জন্য আজকের এই টিউন।
iCloud কি?
অ্যাপল তাদের নিজেদের একটি ক্লাউড-ভিত্তিক স্টোরেজ সেবা সরবরাহ করে, যা iCloud নামে পরিচিত। যা আমাদের সকল আইফোন, আইপ্যাড, এবং ম্যাক ডিভাইসে আমাদের ফাইল (ছবি, গান, ভিডিও ইত্যাদি) এবং ফাইলগুলিকে সিঙ্ক করতে পারে। এই ফাইলগুলি অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত প্রোগ্রামটি iCloud ড্রাইভ (iOS 11 এ এর নাম File)।
এটি আসলে এমন একটি সেবা যেখানে আপনি আপনার ফাইল গুলো রাখতে পারবেন। এখানে ফাইল রাখলে আপনার ফাইল গুলো সুরক্ষিত থাকবে। iCloud ড্রাইভের জন্য একটি এপল আইডি হলেই চলে। এই আইডি দিয়ে আপনি আইক্লাউড এর সাইট থেকে আপনার ফাইল গুলো এক্সেস করতে পারবেন।
এখানে ফাইল রাখলে তা সুরক্ষিত থাকবে এবং আপনি ছাড়া কেউ তা ব্যবহার করতে পারবে না। আর আপনার ফোন চুরি হলে বা হারিয়ে গেলেও আপনার গুরুত্বপূর্ণ ফাইল গুলো আপনি পেয়ে যাবেন।
এটি আমার প্রথম টিউন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে।
আমি তাকিব খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।