১৩ সেপ্টেম্বর ২০১৭,
আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমরা আলোচনা করব নতুন আইফোন দশ (iPhone X) নিয়ে। তবে আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি...
নতুন আইফোনে যা যা নতুনঃ
"সম্পুর্ন ভিডিও রিভিউ দেখতে এখানে ক্লিক করুন"
০১. হোম বাটন আর থাকছে না। নিজ থেকে সোয়াইপ করলেই চলে যাবে হোমে
০২. চার্জ ও ইয়ারফোন সুবিধা হয়ে যাচ্ছে তারবিহীন। ফলে ইয়ারফোনের তারের প্যাঁচ লাগার ঝামেলা থেকে মুক্তি মিলবে
০৩. আঙুলের চাপের বদলে ফোন আনলক হবে চেহারা দিয়ে। যাকে বলা হচ্ছে ফেস আইডি
০৪. ইমোজি হবে প্রাণবন্ত। নিজের মুখের ভাব চলমান ইমোজি দিয়ে প্রকাশ করতে পারবেন
"সম্পুর্ন ভিডিও রিভিউ দেখতে এখানে ক্লিক করুন"
০৫. সত্যিকারের ছবির মধ্যে ঢুকে যাবে কল্পনার ডাইনোসর
০৬. স্টুডিওর লাইটিং সুবিধা পাওয়া যাবে। ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যাবে আলো
০৭. ছবি তোলার আগে অবজেক্টের গতি ও অবস্থা বুঝে তারপর তুলবে ডুয়াল ক্যামেরা। ফলে ছবি অনেকটা পেশাদার আলোকচিত্রীদের তোলা ছবির মতো
০৮. ওলেড প্রযুক্তি থাকছে। ফোন হাতে নিলেন বা স্ক্রিনে স্পর্শ করলেই স্লিপ মুড থেকে অন হবে ফোন। বাটন আর চাপতে হবে না
"সম্পুর্ন ভিডিও রিভিউ দেখতে এখানে ক্লিক করুন"
আশা করছি সবার ভাল লেগেছে। টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
আমি আব্দুল্লাহ আল মান্নান রিয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা জানি তা অন্যকে জানাতে পারলে নিজের কাছে ভাললাগে।