প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম।
অনেক প্রতিক্ষার পর গতকাল ১২ সেপ্টেম্বর ২০১৭, স্টিভ জবস থিয়েটার এ উন্মেচিত হল বহুল আকাক্ষিত iPhone X (বা iPhone 10) এবং সেইসাথে iphone 8 এবং iPhone 8 plus। অর্থাৎ iPhone 9 আমরা দেখতে পারবো না। iPhone X হল একটি বেজেল-মুক্ত আশ্চর্যজনক, কোন হোম বাটন ছাড়া, কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়া স্মার্টফোন। একই দিনে iPhone 8 এবং iPhone 8 plus এর ঘোষণা করা হয়েছে, এবং গত বছরের ডিভাইসগুলি থেকে অন্য পরিবর্তনগুলির মধ্যে Wireless Charging অন্যতম।
সম্পুর্ন ভিডিও রিভিউ দেখতে এখানে ক্লিক করুন
এক নজরে iPhone X এ কি কি থাকছে দেখে নিন:
আমি আব্দুল্লাহ আল মান্নান রিয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা জানি তা অন্যকে জানাতে পারলে নিজের কাছে ভাললাগে।