আপেল কোম্পানির আইফোন!! সরি! অ্যাপল কোম্পানির আইফোন! বিগত ৫ বছর ধরে বছরের শেষ দিকে সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি অ্যাপল তাদের নতুন মডেলের আইফোন বাজারে মুক্তি দিয়ে আসছে। আর এ বছরেরও শেষে আমরা নতুন আইফোন ৮ পেতে যাচ্ছি। আজকের টিউনে আইফোন ৮ এর প্রিভিউ নিয়ে আমি গেমওয়ালা চলে আসলাম টেকটিউনসে! আইফোন ৮ সম্পর্কে যাবতীয় গুঞ্জণ, অ্যাপল কতৃর্ক রিলিজকৃত যাবতীয় ডিজাইন কোডসহ সবকিছুই থাকছে আজকের এই টিউনে।
অ্যাপল এর ঘাড়ে এবার প্রেসার অনেক বেশি রয়েছে। কারণ এবার আইফোনের ১০ বছর পূর্তি হতে যাচ্ছে। ২০০৭ সালে প্রথম আইফোন বাজারে মুক্তি দেওয়া হয়েছিল। তাই এবারের আইফোনে অ্যাপল রিডিজাইন করে বড়সড় চমকের আয়োজন করেছে বলে শোনা যাচ্ছে। অ্যাপল সাধারণত তাদের আপকামিং কোনো প্রোডাক্ট নিয়ে আগে থেকেই কোনো কিছু বলে না, তবে এবার এর উল্টো টা হয়েছে। কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাচ্ছি।
অ্যাপলের আপকামিং আইফোন ৮ নিয়ে যা যা বলা যাচ্ছে আজকের প্রিভিউতে সেগুলো হলোঃ
১) আইফোন ৮ এর স্ট্যাটাস বারে Notch ফিচারটি থাকবে। যেটি স্ট্যাটাস বারকে দুটি ভাগে ভাগ করে দিবে।
২) এবার অ্যাপল এক সাথে ৩টি আইফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে, একটি রিডিজাইনড আইফোন এবং বাকিদুটি বর্তমান আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস এর দুটি আপডেট সংস্করণ হিসেবে বাজারে আসবে। রিডিজাইনকৃত আইফোনটি বাজারে আইফোন প্রো, আইফোন এডিশন, OLED iPhone কিংবা আইফোন ৮ নামে মুক্তি পেতে পারে।
৩) রিডিজাইনকৃত আইফোনটিকে এক্সট্রা ফিচার দিয়ে বাজারে ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে। শোনা যাচ্ছে এই আইফোনে Edge-to-Edge, Curved Screen থাকবে এবং বর্তমান আইফোন ৭ এর থেকেও ছোট সাইজের Bezels থাকবে। আইফোন ৮ এর স্ক্রিণে নতুন ধরণের ডিসপ্লে টেকনোলজি OLED থাকছে যেটায় কম পাওয়ার ব্যবহার করবে এবং উন্নত কোয়ালিটির স্ক্রিণ ইউজারদের উপহার দিবে।
৪) আইফোন ৮ এর ডিজাইন এই রকম হবে বলে অ্যাপল কর্নফাম করেছে। দেখুন এখানে স্ট্যাটাস বারে Notch ফিচার টি রয়েছে।
৫) আইফোন ৮ এর ডিসপ্লে সাইজকে বড় করে দেওয়া হয়েছে। একই সাইজের ফোনে আগের থেকে বড় সাইজের স্ক্রিণ থাকছে এবারের নতুন আইফোনে।
৬) এই বড় সাইজের ডিসপ্লের রেজুলেশন 1125 x 2436 হবে বলে ধারণা করা যাচ্ছে।
৭) এবারের আইফোন ৮য়ের ফ্রন্ট ক্যামেরায় থ্রিডি সেন্সিং এবং মডেলিং ফাংশন থাকবে। আর সামনের ক্যামেরায় টচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কে সরিয়ে ফেলা হতে পারে এবং সেখানে Facial recognition দেওয়া হতে পারে।
৮) অ্যাপলের কোড অনুযায়ী আইফোন ৮ য়ে ফোন আনলকের জন্য ফেস-আনলকিং এবং তাদের নিজস্ব BiometricKit ফিচারটি অন্তর্ভূক্ত করা হবে।
৯) পেছনের ক্যামেরায় আইফোন ৭ প্লাস এর মতো দুটি লেন্স থাকবে।
১০) নতুন edge-to-edge ডিজাইনের জন্য আইফোন ৮ থেকে অ্যাপল হোম বাটনটি তুলে নিবে এবং হোম বাটনের ফাংশনগুলোকে স্ক্রিণে বসিয়ে দেবে।
১১) অ্যাপল বলছে যে তাদের নতুন আইফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে স্ক্রিণের ভিতর বিল্ট ইন হিসেবে দেওয়া হবে, তবে Face ID ফিচারটির পরিবর্তনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টি দেওয়া হবে কিনা সে ব্যাপারে এখনো ক্লিয়ার হওয়া যায় নি।
১২) নতুন আইফোন ৮ অ্যাপলের নতুন আইওএস ১১ অপারেটিং সিস্টেমে চলবে।
১৩) iOS 11 তে রিডিজাইনড কনট্রোল সেন্টার, নতুন স্ক্রিণশট ওয়ার্কফ্লো এবং Siri তে বড় ধরণের পরিবর্তন থাকছে।
১৪) আইফোন ৮ য়ে থাকছে Wireless চার্জিং ফিচার। তবে গুঞ্জণ রয়েছে যে ওয়ারলেস চার্জিং সুবিধার সাথে অ্যাপল ওয়াচের চার্জিং স্টাইলের চার্জারের মতো সেকন্ডারি চার্জিং অপশন আইফোন ৮য়ে দেওয়া থাকতে পারে।
১৫) আইফোন ৮ এর আপডেটেড ফিচার এবং রিডিজাইনের জন্য ধারণা করা হচ্ছে এর দাম এক হাজার ডলারের বেশি হতে পারে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজারের বেশি।
১৬) তবে গুজব রয়েছে যে এবারের আইফোন ৮ আসতে একটু দেরি হতে পারে। কারণ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইস্যুতে অ্যাপল তাদের নতুন আইফোনের মডেলটি বাজারে ছাড়তে একটু দেরি করতে পারে।
১৭) এবারের আইফোন ৮ টি শুধুমাত্র কালো রংয়ের জন্য পাওয়া যেতে পারে।
১৮) এবং আইফোন ৮য়ে কোনো হেডফোন জ্যাক থাকবে না! তো, এবারের নতুন ধাঁচের আইফোন মডেল টি কি কিনবেন আপনি? তাহলে হাতে ৮০ হাজারের বেশি বাজেট রাখুন!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!