আই ফোন সেভেন আর সেভেন প্লাস এর দাম কেন এত বেশি ? দেখুন বিস্তারিত

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভাল আছি।

গত বছর বাজারে আসা আইফোন ৬ আর ৬ প্লাস স্মার্টফোন ভোক্তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এজন্য শোনা যাচ্ছে অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেটে আসছে বড় ধরনের পরিবর্তনে এনেছে আই ফোন সেভেন আর সেভেন প্লাস।

এতে থ্রিডি টাচ স্কিনসহ থাকবে নানা সুবিধা। বিশ্লেষকরা বলছেন, নতুন ডিজাইনের সঙ্গে স্বাভাবিক হোম বাটনের পরিবর্তে এই প্রথম থ্রিডি টাচ স্কিন নিয়ে আসছে অ্যাপলের আইফোন সেভেন।

আইফোন সিক্সপ্লাস এবং আইফোনের সিক্সের থেকে আইফোন সেভেন সম্পূর্ণ আলাদা ডিজাইনের হবে বলে জানিয়েছেন ডিজাইনার মারেক ওয়েডলিস।

আইফোন সিক্সপ্লাস এবং সিক্সের চেয়ে আইফোন সেভেনের ব্যাটারির স্থায়িত্ব হবে দ্বিগুণ। আইফোন সেভেনের ব্যাটারি একবার চার্জে মোবাইল চলবে ৫-১০ ঘণ্টা। অ্যাপল আশা করছে, এটি হবে মোবাইল জগতের সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারি।

থ্রিডি টাচ স্কিনের আইফোন সেভেন হবে খুবই পাতলা। যার নাম দেয়া হচ্ছে ‘সুপারথিন’।

 

জেনে আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস-এর এই ৯ বৈশিষ্ট্য—
১. আইফোন ৭-এর ডিসপ্লে স্ক্রিন ৪.৭ ইঞ্চির এবং থ্রি-ডি টাচের হবে। আইফোন ৭ প্লাস-এর ডিসপ্লে স্ক্রিন করা হয়েছে ৫.৫ ইঞ্চির।
২. আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাসে থাকছে অ্যাপেল-১০ প্রসেসর। আইফোন ৭-এ থাকছে ২জিবি র‌্যাম এবং আইফোন ৭ প্লাসে থাকছে ৪ জিবি র‌্যাম।

৩. আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাসের স্টোরেজ অন্তত ৩২ জিবি করা হয়েছে এবং ব্যাসায়িক ফোনে ২৫৬ জিবি পর্যন্ট স্টোরেজ ফেসিলিটি দেওয়া হবে।
৪. আইফোন ৭-এর রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। আইফোন ৭ প্লাস-এর রেয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল করা হয়েছে।
৫. এই দুই আইফোনেই নতুন আইওএস ১০ ব্যবহার করা হয়েছে।

৬. আইফোন ৭-এর ব্যাটারি ৩,০০০এমএএইচ-এর রাখা হয়েছে।আইফোন ৭ প্লাসের ব্যাটারি রাখা হয়েছে ৪,০০০ এমএএইচ-এর।
৭. ৩.৫ এমএম-এর হেডফোন-এর সঙ্গে এবার একটি অ্যাডাপ্টরও ফ্রি দেবে আইফোন।
৮. এই দুই নতুন আইফোনে এবার বড় শক্তিশালী ব্যাটারি দেওযা হচ্ছে, আর তাই দ্রুত চার্জিং-এর সুবিধাও মিলবে এই মডেলে।
৯. এই প্রথম অ্যাপেল তাঁদের দুই নিউ ভার্সানের মোবাইল ফোনে ‘ওয়াটার প্রুফ’ সুবিধা রাখা হয়েছে

 

তবে আমূল পরিবর্তনের এই আইফোন সেভেন হাতে পাবে, ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বরে নতুন এই আইফোন।

আইফোন 7 এর দাম,পরিচয় এবং উপস্থাপনা (বাংলা পর্যালোচনাই) দেখন ভিডিওতে 

Level 0

আমি নাজমুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস