আসসালামু অলাইকুম,, আশা করি সবাই আল্লার রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি ব্যবস্তার কারণে কোন টিউন দিতে পারি না। তাই এই অল্প সময়ে একটা আজাইরা টিউন দিলাম !!!!!!! অনেক দিন যাবত অ্যাপল নিয়ে বিভিন্ন ওয়েব সাইটে নানা রকম লেখা লেখি হচ্ছে। অ্যাপল কি করছে কত টুকু ভালো বা মন্দ করছে। কত দামে ছাড়ছে, কবে ছাড়ছে, ফোনে কি ব্যবহার করা হয়েছে, এই টিউনা ও তার বিপরীতে নয়। তো শুরু করি
অনলাইনে ছড়িয়ে পরেছে তথাকথিত নতুন আইফোন ডিসপ্লের ছবি। প্রযুক্তিভিত্তিক বিভিন্ন ওয়েবসাইটে বলা হচ্ছে প্রকাশিত ছবিগুলো নির্মাণ কারখানায় তোলা ‘আইফোন ৬এস’-এর ডিসপ্লের। ম্যাকরিউমার্স ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, অগাস্টের প্রথম সপ্তাহেই অনলাইনে ছড়িয়ে পরে তথাকথিত নতুন প্রজন্মের ‘আইফোন ৬এস’-এর ডিসপ্লের ছবিগুলো। পরবর্তীতে অস্ট্রেলিয়ান ওয়েবসাইট ম্যাকফিক্সইট আরও বেশ কিছু ছবি প্রকাশ করেছে। নতুন ছবিগুলোর সঙ্গে সপ্তাহের শুরুতে প্রকাশিত ছবিগুলো মিলিয়ে বিভিন্ন সাইটের টিউমেন্ট একই নির্মাণ কারখানা থেকে তোলা ওই ছবিগুলো। ম্যাকফিক্সইটের প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটিতে কোয়ালিটি কন্ট্রোল স্টিকারে ২৯ জুলাই তারিখটি চোখে পরে সহজেই। গত কয়েক বছরে সেপ্টেম্বর মাসে নতুন আইফোন উন্মোচনের প্রথা মেনে চলেছে অ্যাপল। সেই হিসেবে তথাকথিত আইফোন ডিসপ্লের ছবিগুলো নতুন আইফোনের হতে পারে বলে জানিয়েছে ম্যাকরিউমার্স। বিভিন্ন সূত্র থেকে ফাঁস হওয়া তথাকথিত নতুন আইফোনের ছবি ও বাজারের চলতি গুজব বিশ্লেষণ করে সাইটটি জানিয়েছে, আইফোনের নতুন মডেল আগেরটির থেকে খানিকটা হলেও পুরু হতে পারে। পরিবর্তন আসতে পারে ক্যামেরার অবস্থান বা বাহ্যিক ডিজাইনেও।
আমি অল্প জ্ঞানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই সবাইকে বলছি আমার একটা অনুরুদ আপ্নারা এই সাইট এ ১বার ১০মিনিট কাজ করে দেখেন http://www.buxproof.com/?ref=rubelnirob আমার রেফার ছারাউ করতে পারেন। সুধু এড ভিও করে প্রাই ১৪ ডলার মাসে ১২০ ডলার,আমি হলপ করে বলতে পারি আপনি আপনি সমুস্ত P T C সাইট ছেরে দিবেন,৪বছর ধরে পেমেন্ট দিচ্ছে।। ১০হলে পে আউট করতে পারবেন, ২দিনে ৪০ডলার হয়ে যাবে তহন আপনি add funds এ জান এখন নিচ থেকে ডলার পারচেছ করিয়ে নিন…এখন আপনি রেফার কিনতে পারেন অথবা ডলার আউট করতে পারেন…। আল্লাহ হাফেজ…। ভুল হলে ক্ষমা করবেন । সত্য সবসময় সুন্দর… Facebook এ আমি rubel.nirob.399