প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, আইওএস ৯-এর আগের সবগুলো সংস্করণে শিফট বা ক্যাপস লক অন বা অফ যেভাবেই থাকুক না কেন, ডিসপ্লেতে কিবোর্ডের অক্ষরগুলো সব সময়ই ক্যাপিটাল হয়ে থাকত।
টাচ স্ক্রিন কিবোর্ডের ক্ষেত্রে সবসময় শিফট চেপে রেখে টাইপ করা যে বেশ কঠিন কাজ সেটা বলার অপেক্ষা রাখে না। আঙুল নাড়তে নাড়তে শিফট আড়ালে পরে গেলে, বা বাটনটিতে চাপা হয়েছিল কি না ভুলে গেলে অপ্রয়োজনীয় সময় নষ্ট হওয়ার ঘটনাও নতুন কিছু নয়।
অবশেষে আইওএস ৯-এর বদৌলতে আইফোনে টাইপ করার সময় শিফট আর ক্যাপস লকের উপর সবসময় খেয়াল রাখার ঝক্কি থেকে রেহাই মিলছে ব্যবহারকারীদের।
সম্প্রতি ব্যবহারকারীদের জন্য আইওএস ৯-এর বেটা সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। সাধারণ ব্যবহারকারীর জন্য অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ উন্মুক্ত করার প্রথম ঘটনা এটি। চলতে বছরেই বাজারে আসবে অ্যাপলের মোবাইল ডিভাইসগুলোর জন্য তৈরি অপারেটিং সিস্টেমটির বাণিজ্যিক সংস্করণ।
সম্প্রতি ব্যবহারকারীদের জন্য আইওএস ৯-এর বেটা সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। সাধারণ ব্যবহারকারীর জন্য অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ উন্মুক্ত করার প্রথম ঘটনা এটি। চলতে বছরেই বাজারে আসবে অ্যাপলের মোবাইল ডিভাইসগুলোর জন্য তৈরি অপারেটিং সিস্টেমটির বাণিজ্যিক সংস্করণ।
আমি রাসেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য