আনুষ্ঠানিক ঘোষণার আগে নির্মাণাধীন পণ্যবিষয়ে কঠোর গোপনীয়তার রেওয়াজ রয়েছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফাঁস হওয়া ছবি দেখে বর্তমান আইফোন ৬-এর সঙ্গে আইফোন ৬এস-এর তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় নি। তবে ৬এসের আভ্যন্তরীণ যন্ত্রাংশে বড় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
৪.৭ ইঞ্চির আইফোন ৬এস দেখতে প্রায় আইফোন ৬-এর মতোই হবে বলে জানিয়েছে সিএনএন। তবে ক্যামেরার অবস্থানে ছোট পরিবর্তনের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে সাইটটি। সত্যতা মেলেনি ৬এস-এ ডুয়াল-লেন্স ক্যামেরা থাকার গুজবের। ফাঁস হওয়া ছবিগুলোর ৬প্লাস-এর কেসিংয়ের মাউন্টিং পোর্টের অবস্থানের পরিবর্তনের কারণে ধারণা করা হচ্ছে নতুন লজিক বোর্ড থাকবে স্মার্টফোন গুলোতে।
আইফোন ৬-এর কিনারা ঘেষে রাখা ‘অ্যান্টেনা লাইন’-এর অনুপস্থিতি থাকবে ৬এসে-- এমন গুজবও শোনা যাচ্ছিল প্রযুক্তি পণ্যের বাজারে। তবে ফাঁস হওয়া ছবিগুলো বিশ্লেষণের পর নাইনটুফাইভম্যাকের মত-- ৬এসেও থাকবে ‘অ্যান্টেনা লাইন’।
এখন পর্যন্ত আই ফোন ৬এস-এর সব চেয়ে আলোচিত ফিচার হিসেবে বিবেচনা করা হচ্ছে এর ‘ফোর্স টাচ’ ফিচার। এর মাধ্যমে টাচ স্ক্রিনে আঙুলের চাপের মাত্রা বুঝতে পারবে ডিভাইসটি।
ফেসবুকে আমিA.S.Munna.
ভাই-ব্রাদার,
আপনাদের মত IT mobile computer Tech আমারও fascination.
Tech ভালো লাগে। তাই আপনাদের promotional help আশা করছি।
আমি একটা iPhone ব্যবহার করি & PC. যারফলে iOS & Mac অপারেটিং অনেকটা বুঝি । আমার একটা BUSINESS আছে। Apple ID / iTunes ID sale Business। বেকার Student হিসাবে কিছু টাকা পাই । clickbd,বিক্রয় ডটকম, এখানেই ডটকম.-এ আমার ৪ খানা Add চলে । অনুরোধ এই যে, আপনাদের পরিচিত Apple (iphone, ipad, ipod) user’দের আমার কাছ থেকে apple user ID ক্রয় করার আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জানি যে ব্যাপারখানা ১০০% বাণিজ্যিক। এখানে দেয়া হয়তো অমানাসই। তদুপরি অনেকের মত এটাই আমার BUSINESS.
আশা রাখি ভাই-ব্রাদরদের মতই promotional help পাবো।
আপনার আইফোন, আছে এপ্লিকেশন ডাউনলোড দিতে পাছেন না, মাত্র 100 টাকার বিনিময়ে আইডি খুলে নিন, আপনার একটা জিমেইল আইডি লাগবে,
২ ঘন্টার মধ্যে ডেলিভারী. ফোনের কোনপ্রকার Softwer সমস্যায় আমাকে জানাতে পারেন
So, I may your 100% trusted service provider.
Thank you.