আসসালামুয়ালাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আপনারা যারা iOS ইউজ়ার তাদের জন্য এই পোস্ট। আশাকরি ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রথমেই বলে রাখা ভালো iTunes/Google Play গিফট কার্ডের মাধ্যমে আপনি App Store/Google Play থেকে পেইড অ্যাপস সহ যেকোন কিছু কিনতে পারবেন। আজকে আমরা দেখবো কি করে freemyapps ব্যাবহার করে শুধু মাত্র অ্যাপ ডাউনলোড করেই আইটিউন্স, গুগল প্লে, অ্যামাজন গিফট কার্ড সহ ভিসা প্রিপেইড কার্ড সংগ্রহ করবেন। freemyapps এ app download credit সংগ্রহ এবং Redeem করার জন্য আপনার iTunes Account টি must be U.S.A'র হতে হবে।
★ ★ ★ ★ যা যা থাকা লাগবেঃ iOS 6 or later, Non Jailbroken আইফোন/আইপেড/আইপড, অ্যান্ড্রএড, Wifi বা Unlimited Cellular Data এবং আপনার ফেসবুক একাউন্টটি অবশ্যই এই ডিভাইস থেকে verified করা থাকতে হবে। ★ ★ ★ ★
Freemyapps: freemyapps এর মাধ্যমে Sponsored Apps ডাউনলোড করে আপনাকে credit জমাতে হবে। 3000 credits জমা হলেই আপনি $10 ডলার মূল্যের আইটিউন্স গিফট কার্ড, গুগল প্লে, অ্যামাজন গিফট কার্ড সহ এমনকি ভিসা প্রিপেইড কার্ডও সংগ্রহ করতে পারবেন। আমি নিজে মাত্র চার দিনেই $10 ডলা্রের আইটিউন্স গিফট কার্ড সংগ্রহ করেছি।
▓ ▓ নিচে দেয়া ছবিগুলোতে দেখুন, ৩০০০ ক্রেডিটস freemyapps এ জমানোর পর আমি $10 এর আইটিউন্স গিফট Card রিডিম করেছি। সবশেষ ছবিতে দেখুন আইটিউন্স একাউন্টে এখন $10.00 ডলার ক্রেডিট জমা দেখাচ্ছে। 🙂
★ ★ ★ কীভাবে করবেনঃ
▓ ▓ ১. প্রথমে আপনার ডিভাইসের (Android/iPhone/iPad/iPod) Safari Browser থেকে এই লিঙ্কে প্রবেশ করুন। (Android ইউজাররা সেটের default Browser থেকে)
▓ ▓ ২. অ্যাপল ইউজার হলে Profile ইন্সটল করতে বলা হলে সেটি ইন্সটল করুন। চিন্তা করবেন না এটা Verified. (Android ইউজারদের google play থেকে ইন্সটল করতে বলা হবে)
▓ ▓ ৩.উপরের ছবির মতো Freemyapps ওপেন করার পর দেখবেন App offer এর ভিতর কত গুলো অ্যাপ আছে এবং তার পাশে credits দেয়া আছে। আর সেই অ্যাপ ডাউনলোড করার পর ৩০/৬০ সেকেন্ড শুধু আপনাকে খেলতে/ইউজ করতে হবে।যার মাধ্যমে আপনার Credits জমা হবে। তবে আগেই বলে রাখি আপনি যদি আগে কখনও ওই অ্যাপটি ডাউনলোড করে থাকেন তাহলে কোণো Credit পাবেন না। Credit পাওয়ার পর উক্ত অ্যাপটি ডিলিট করে দিলেও কোন প্রবলেম নেই। আর এভাবেই অ্যাপ ডাউনলোড করে করে আপনি Credit সংগ্রহ করবেন। Freemyappps এ প্রতিটি অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে মোটামূটি ১০০/২০০ Credits দিয়ে থাকে।
▓ ▓ ৪. Sponsor App offer এর পয়েন্ট নিতান্তই কম হলে অ্যাপ স্টোর/গুগল প্লে থেকে যেকোনো VPN Apps ইন্সটল করে US region ইউজ করতে পারেন, তাহলে অনেক ভাল APP Offer পাবেন।VPN এর জন্য অ্যাপল ইউজাররা Hotspot Shield VPN for iPhone এবং Android ইউজাররা Hotspot Shield VPN Android অ্যাপটি ইন্সটাল করু্, অথবা AppStore/Google Play থেকে নিজেরাই খুজে ইন্সটল করুন। আর সবসময় VPN App ইউজ করতে না চাইলে সেক্ষেত্রে just freemyapps ওপেন করার পুরবে VPN Apps Connect করে নিবেন।
▓ ▓ ৫. App offer যেহেতু সবসময় থাকে না তাই দিনে ২/১ বার Freemyapps ওপেন করে চেক করবেন আর নতুন কোন Sponsor App Offer থাকলে ডাউনলোড করেবন। অ্যাপল ইউজার হলে সাফারি থেকে https://m.freemyapps.com/ Add to home Screen/বুকমার্ক করে রাখবেন সবসময় এর জন্য।আপনার বন্ধুকে রেফার করেও ২০০ Credits সংগ্রহ করতে পারেন।
আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। এই কামনায়.......................................................................................................আল্লাহ্ হাফেয
আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...
ভাই আমার andorid এ instal দেওয়ার পর apps ওপেন করলে কিছুই আসে না