আজ আমি এমন একটি টিউন করতে যাচ্ছি যেটি আনেকেই ব্যবহার করেন আবার অনেকেই ব্যবহার করেন না । আর যারা ব্যবহার করেন না তাদের জন্য আমার এ টিউন । আর আমরা সকলেই চাই যে এমন একটি Anti Virus ব্যবহার করবো যেটিতে কোন Security এবং Register অথবা পরে আবার যেন কোন $ /টাকা খরচ করে না কিনতে হয় । কারন এমন বিরম্বনা কেউই পছন্দ করতে পারিনা । তাই এ Anti Virus টি এখন সম্পূর্ন Security Free কিন্তু কিছুদিন পর এটি হয়ে যাবে Paid Apps তখন আপনাকে আমাকে এটি ব্যবহারের জন্য ক্রয় করতে হবে । আর এখন যদি Download এবং Register করে নেন তাহলে পরবর্তীতে আর ক্রয় করতে হবে না । তবে মনে রাখবেন এটি শুধু Iphone এবং Ipad এর জন্য ।
আপনার Iphone এর গিয়ে Avira Mobile Security লিখে Search করে Download/Install করে নিন । তা যদি সম্ভব না হয় এখান থেকে Download করে নিন ।
এবং Password এর ক্ষেত্রে আপনার ইচ্ছে মতো Password দিতে পারেন । অথবা আপনার Apple ID র Password ব্যবহার করতে পারেন , এতে অতি সহজে ভুলে যাওয়ার সম্ভাবনা খুব কম । লেখা হলে Next এ ক্লিক করে পরবর্তী ধাপ দেখুন ।
যদিও গবেষকদের মতে ios এ Virus আক্রমন না করার সম্ভাবনা 75% । তার পর ও একটু Save এ থাকা ভালো ।
পরবর্তী যে কোন সময় যদি আপনী Scan করতে চান তাহলে Security তে Click করে Scan এ Click করুন । তারপর দেখুন Scan হবে এবং নিচে Scan Results Show করবে ।
আমার পূর্বের টিউনগুলো পড়তে এখানে ক্লিক করুন ।
আমি Md.Younus Miah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রবাসে (Saudi arabia) থাকি । একটি কোম্পানীতে Manager এর দায়ীত্বে আছি, তাই আমি অন্য টিউনারদের মতো টেকটিউনস এ সময় দিতে পারিনা । তবে আমি টেকটিউনসকে অনেক ভালোবাসি তাই টিউন না করার মতো সময় না থাকলেও প্রতিদিন একবার হলেও ভিজিট করি । সবাইর উৎসাহ পেলে আমি ভবিশ্যতে আশাকরি আপনাদের ভালো...
মোবাইলের জন্য অনেক লাইসেন্স ফ্রি ANTI VIRUS সফটওয়্যার আছে। যেমন AVG, AVAST ইত্যাদি এই রকম আরও অনেক আছে। তাই আমার মনে হয় না এটার আলাদা কোন গুরুত্ব আছে। পারলে পিসির জন্য কোন বিশ্বাসযোগ্য লাইসেন্স ফ্রি ANTI VIRUS সফটওয়্যারের খোজ দিতে পারেন। বিশ্বাসযোগ্য বলছি কারণ নেটে কিছু ফ্রি ANTI VIRUS সফটওয়্যার আছে যারা প্রথমে ফ্রি বলে ঢুকে পরে পরে নাকানি চোবানি খাওয়ায়।