সম্পূর্ন Security Free একটি Anti Virus এখনি Download করে নিন !!!

আজ আমি এমন একটি টিউন করতে যাচ্ছি যেটি আনেকেই ব্যবহার করেন আবার অনেকেই ব্যবহার করেন না । আর যারা ব্যবহার করেন না তাদের জন্য আমার এ টিউন । আর আমরা সকলেই চাই যে এমন একটি Anti Virus ব্যবহার করবো যেটিতে কোন Security এবং Register অথবা পরে আবার যেন কোন $ /টাকা খরচ করে না কিনতে হয় । কারন এমন বিরম্বনা কেউই পছন্দ করতে পারিনা । তাই এ Anti Virus টি এখন সম্পূর্ন Security Free কিন্তু কিছুদিন পর এটি হয়ে যাবে Paid Apps তখন আপনাকে আমাকে এটি ব্যবহারের জন্য ক্রয় করতে হবে । আর এখন যদি Download এবং Register করে নেন তাহলে পরবর্তীতে আর ক্রয় করতে হবে না । তবে মনে রাখবেন এটি শুধু Iphone এবং Ipad এর জন্য ।

যেভাবে Download করবেন আপনার মোবাইল থেকে:

আপনার Iphone এর গিয়ে Avira Mobile Security লিখে  Search করে Download/Install করে নিন । তা যদি সম্ভব না হয় এখান থেকে Download করে নিন ।

যেভাবে Register করবেন: App টি Install করার পর Open করুন ।  দেখুন লেখা আছে Register এবং  Sing In লিখা আছে , আপনী Register এ ক্লিক করুন ।

  • দেখুন Create Account লিখা একটি ফরম আসছে  সেখানে Email এ আপনার যেকোন Valid একটি Email লিখুন, সবচেয়ে ভালো হবে  আপনী Apple ID  যে Email  দিয়ে ব্যবহার করতেছেন সেটি লিখলে ।

এবং Password এর ক্ষেত্রে আপনার ইচ্ছে মতো Password দিতে পারেন । অথবা আপনার  Apple ID  র Password ব্যবহার করতে পারেন , এতে অতি সহজে ভুলে যাওয়ার সম্ভাবনা খুব কম । লেখা হলে Next এ ক্লিক করে পরবর্তী ধাপ দেখুন ।

  • এখানে দেখুন লেখা আছে  Your Details অর্থাৎ আপনার বিস্তারিত ।  First Name এ আপনার নামের প্রথম অংশ এবং Last Name এ আপনার নামের শেষ অংশ লিখুন । এখন দেখুন পাশে একটি যোগ চিহ্ন এবং মানুষের ছবির মতো,  এখানে আপনার ছবি Add করতে হবে তাই যোগ চিহ্ন তে ক্লিক করুন । এবং আপনী ইচ্ছে করলে আপনার ছবি সরাসরি উঠিয়ে অথবা পূর্বের উঠানো কোন ছবি যদি আপনার মোবাইলে থাকে তাহলে Camera Roll থেকে নিতে পারবেন ।

  • ছবি ‍Select করা শেষ হলে Go তে Click  করুন ।

  • উপরে Finish লিখায় ক্লিক করুন । এরপর দেখুন আপনাকে Location Services এর কথা বলা হবে আপনী ওখানে OK দিয়ে Next এ করুন । পরবর্তী পেজে দেখুন Would like to send you push Notifications এমন একটি Message আছে আপনী এখানেও OK তে Click করে Next এ Click করুন ।

  • এখানে Introducing Avira Answers লিখা Page টির উপরে দেখুন Finish লিখা আছে, Finish এ Click করুন । তার পর দেখুন আপনার মোবাইলটি Scanning হচ্ছে ।

  • Scanning শেষ হয়ে যাওয়ার পর দেখুন আপনার ছবির নিচে Protected এবং একটি টিক চিহ্ন চলে আসছে । এখন থেকে আপনী যখনী আপনার মোবাইল open করবেন তখনী আপনার মোবাইলে Anti Virus কাজ করবে । আর কোন ভাইরাস আক্রমন করতে পারবে না ।

যদিও গবেষকদের মতে ios এ Virus আক্রমন না করার সম্ভাবনা 75% । তার পর ও একটু Save এ থাকা ভালো ।

পরবর্তী যে কোন সময় যদি আপনী Scan করতে চান তাহলে Security তে Click করে Scan ‍এ Click করুন । তারপর দেখুন ‍Scan হবে এবং নিচে Scan Results Show করবে ।

আমার পূর্বের টিউনগুলো পড়তে এখানে ক্লিক করুন ।

Level 0

আমি Md.Younus Miah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি প্রবাসে (Saudi arabia) থাকি । একটি কোম্পানীতে Manager এর দায়ীত্বে আছি, তাই আমি অন্য টিউনারদের মতো টেকটিউনস এ সময় দিতে পারিনা । তবে আমি টেকটিউনসকে অনেক ভালোবাসি তাই টিউন না করার মতো সময় না থাকলেও প্রতিদিন একবার হলেও ভিজিট করি । সবাইর উৎসাহ পেলে আমি ভবিশ্যতে আশাকরি আপনাদের ভালো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোবাইলের জন্য অনেক লাইসেন্স ফ্রি ANTI VIRUS সফটওয়্যার আছে। যেমন AVG, AVAST ইত্যাদি এই রকম আরও অনেক আছে। তাই আমার মনে হয় না এটার আলাদা কোন গুরুত্ব আছে। পারলে পিসির জন্য কোন বিশ্বাসযোগ্য লাইসেন্স ফ্রি ANTI VIRUS সফটওয়্যারের খোজ দিতে পারেন। বিশ্বাসযোগ্য বলছি কারণ নেটে কিছু ফ্রি ANTI VIRUS সফটওয়্যার আছে যারা প্রথমে ফ্রি বলে ঢুকে পরে পরে নাকানি চোবানি খাওয়ায়।

    @writerbuddha: @ ভাই আমি টেকটিউনস এ একই ধরনের টিউন করি না / করার চেষ্টাও করিনা । এখানে অনেক টিউনার IDM নিয়ে টিউন করেছে , তাই আমি এ নিয়ে টিউন করিনী । আপনার কথা রাখতে পারলাম না । আর আপনাকে কমেন্টস করার জন্য ধন্যবাদ ।

ভাই, এটা আসলে কাজ করে একটু বললে ভাল হত। আইফোনে কোন Anti Virus দরকার আছে বলে মনে হয় না। তারপরও আপনার পোস্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ।

    @লোকমান: ভাই অবশ্যই কাজ করে , আপনী হয়তো আমার টিউনের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন । আমি ব্যবহার করেই তার পর টিউন করেছি । আর শুধু আইফোনে না আমি মনে করি যে কোন মোবালই Anti Virus ছাড়া চলে ।তবে আপনার কথাও ঠিক আইফোনে Anti Virus খুব একটা প্রয়োজনীয় না । কারন যেখানে Android 45% আর Iphone 75% ভাইরাস আক্রমন না করার সম্ভাবনা থাকে ।আমি কিন্তু ঐ বাকি 25% এর কথা মাথায় রেখেই টিউনটি করেছি ।ধন্যবাদ আপনাকেও ।

@Md.Younus Miah – আমি কি আমার কমেন্টে একই ধরনের টিউন করতে বলেছি? আর আপনাকে যে আমার কথা রাখতেই হবে, এরকম কিছু বলেছি? আমি পারলে শব্দটা লিখেছি। না পারলে কিভাবে লিখবেন।

    @writerbuddha: ভাই আপনার যদি প্রয়োজন পড়ে আমাকে বলবেন আমি আপনাকে এমন Anti virus দিব যেন আপনার আর নাকানি চোবানী না খেতে হয় ।আর টেকটিউনে লিখিনী কারন আমি পারিনীতো তাই ।কারন এখানে তো শুধু শিখার জন্য এসেছি ।তবে আপনাকে ঠিকই Anti Virus দেব তার জন্য যোগাযোগ করবেন- [email protected]