আপনার iPhone এর Assistive Touch এর সম্পূর্ন ব্যবহার শিখুন আর আপনার মোবাইলের Home/Volume/Silent Button সুরক্ষিত রাখুন

বন্ধুরা কেমন আছেন ? আশা রাখি অবশ্যিই ভালো আছেন । আর আমার প্রত্যাশা আপনারা ভালো থাকুন এবং আমাকে ভালো থাকার জন্য দোয়া করুন । অনেকদিন পর টেকিটিউনে আমি আবার টিউন করতে যাচ্ছি । আর আজ যে বিষয়টি নিয়ে টিউন করবো এটি আমার বিশ্বাষ অনেকেই জানেন আবার অনেকেই এর সম্পুর্ন ব্যবহার জানেন না । তাই আমি আজ এর কাজগুলো যেন অতি সহজে নিজের আয়ত্বে নেওয়া যায় তাই যতটুকু সম্ভব সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি । বাকিটা আপনাদের ভালো লাগলেই আমি তার সার্থকতা খুজে পাব , এবং পরবর্তী টিউন করার উৎসাহ পাব।

Home/Volume/Silent Button যেভাবে সুরক্ষিত রাখবেন:

আপনাকে home/volume/silent button কে সুরক্ষিত রাখার জন্য আপনাকে আপনার মোবাইলের Assistive Touch open/on করতে হবে। যেভাবে করবেন, ‍Settings>General>Accessibility>Assistive Touch >On

Assistive Touch নিয়ে যেগুলোর বিস্তারিত থাকছে:

  1. Home (বাড়ি)
  2. Device (যন্ত্র/আকৃতি)
  3. Favorite (প্রয়)

Siri/Voice Control (আওয়াজ /স্বর নিয়ন্ত্রক)1. Home (বাড়ি): আমরা বাড়ির বাহিরে যে যাই করিনা কেন কাজ শেষে বাড়িতে অবশ্যই ফিরি । আইফোনেও ঠিক তেমনী আপনী যে Program মেই কাজ করেননা কেন আপনাকে পেছনে যেতে হলে Home ব্যবহার করতে হবে । আবার মোবাইলকে Open করার সময়ও  Home এর প্রয়োজনীয়তা আবশ্যক ।

2. Device (যন্ত্র/আকৃতি):   অনেকগুলো কার্যের সমন্বয়ে একটি যন্ত্র বা Device প্রস্তুত হয়ে থাকে । এর দ্বার আমরা সাধারনত আমরা অনেক প্রয়োজনীয় কাজ করে থকি ।

 

  • Lock Screen (তালা বন্ধ): আপনার মোবাইল যেন নিজের অজান্তে কোন নাম্বারে ফোন অথবা কোন Program না খুলে যায় । এবং নিজের অজান্তে অন্য কেউ আপনার মোবাই ল ব্যবহার না করতে পারে। সে জন্য মোবাইলকে Screen Lock করে রাখা ভালো।
  • Volume Up (শব্দ বাড়ানো ): আপনী আপনার মোবাইলে কথা বলার সময় কিংবা গান/খবর শোনার সময় আপনার ইচ্ছে মতো শব্দ বাড়াতে পারবেন ।
  • Volume Down (শব্দ কমানো): আপনার মোবাইল দ্বারা কথা/গান/খবর শোনার সময় আপনার ইচ্ছে মতো শব্দ কমাতে পারবেন।
  • Rotate Screen (পর্দা ঘুরানো): আপনী যখন কোন ছবি কিংবা গান দেখার সময় পর্দা ঘুড়িয়ে দেখতে চান তখন আপনার মোবাইল না ঘুড়িয়ে Rotate Screen এ Click করলেই হবে ।
  • Mute(বোবা/শব্দহীন): আমরা অনেকেই যখন কোন অফিসিয়াল কজে কিংবা ঘুমে /মসজিদে অথবা কোন রোগীর কাছে থাকি তখন Mute করলে মোবাইটি আর শব্দ/রিংটোন বাজবে না । আবার Unmute করে দিলে পুনারায় শব্দ শোনা যাবে ।
  • More (আরও): আরও বরতে আমরা অনেকটা প্রত্যাশিত মনে করি যে অনেক কিছু এমন । হ্যা এবা এখানে আমাদের মোবাইলের অনেক ভালো ভালো কাজ এখানেই ।
  • Screenshot (পর্দার আলোকচিএ) : আপনার মোবাইলের যেকোন কিছু মোবাইল থেকে Copy করা সম্ভব না হলে আপনী আলোকচিএ/Screenshot এর মাধ্যমে করে নিতে পারবেন ।
  • Shake(নাড়াচাড়া): আপনী আপনার মোবাইলের কোন মেসেজ অথবা কোন কিছু লিখার সময় জদি নাড়া খায় তহলে আপনাকে ঐ শব্দটিকে একটি মেসেজ এর মাধ্যমে জানাবে আপনী এটি রাখবেন না রাথবেন না । অথবা আপনী Assistive Touch এর Shake দ্বারা ও দেখতে পারেন ।
  • Multitasking (বহু কাজ হচ্ছে ): আপনী যদি আপনার মোবাইলের কোন Program Open করে খাকেন তাহলে সেগুলো অবশ্যই বন্ধ করা উচিৎ, না হয় অযথা  মোবাইলের চার্জ অপচয় হবে অর্থৎ কমে যাবে । তাই মোবাইল ব্যবহারের পর Multitasking ব্যবহার করুন। এবং হাতের আঙ্গুল দিয়ে উপরের দিকে উঠিয়ে দিন আর যাহারা IOS7 পূর্বের Version (IOS6) এ আছেন তাহারা লাল চিন্হিত বিয়োগে টাচ করুন  ।
  • Gesture (সংকেত): এটির ব্যবহার আমরা সাধারনত Newspaper/Facebook/Note Etc পড়ার সময় করে থাকি । কারন আমাদের কোন  পত্রিকার উপর-নিচ ডান-বাম দিকে যেতে হাতের আঙ্গুলে টেনে নিতে হয় । Gesture ব্যবহার করলে শুধু ইশারা/সংকেত দিলেই হবে । আর তার জন্য আপনাকে  Gesture Create করতে হবে । Gesture Create করতে আপনাকে প্রথমে , Settings>General>Assistive Touch>Create New Gesture । নিচের ছবির মতো আকুন সেভ করুন এবং দেখুন আপনি যে নামে সেভ করেছেন সে নামে Favorite গিয়ে পাবেন ।  আর এছারাতো Gesture পূর্বের কিছু আছেই দু-তিন আঙ্গুল দারা যেগুলো আপনী ব্যবহার করতে পারবেন ।

3. Siri/Voice Control ( আওয়াজ বা স্বর নিয়ন্ত্রক): আপনার মোবাইলের যে কোন Program আথবা another Video কোন কিছু ইন্টারনেট এর মাধ্যমে খুজার জন্য ব্যবহার করতে পারেন , শুধু মুখে বললেই হবে । Siri তবে ব্যবহার করতে আপনাকে অবশ্যই  English ভাষায় বলতে হবে এবং মোবাইলে অবশ্যই internet থাকতে হবে ।

4. Favorite (প্রিয়): এখানে একটি  pinch দেওয়া থাকে সেটি দ্বারা আপনী যেকোন শব্দকে বড় অথবা ছোট করে দেখতে পারবেন । এবং আপনার আকা Gesture গুলো এখানে পাবেন ।

আমার পুরোনো টিউনগুলো পড়তে এখানে ক্লিক করুন ।

Level 0

আমি Md.Younus Miah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি প্রবাসে (Saudi arabia) থাকি । একটি কোম্পানীতে Manager এর দায়ীত্বে আছি, তাই আমি অন্য টিউনারদের মতো টেকটিউনস এ সময় দিতে পারিনা । তবে আমি টেকটিউনসকে অনেক ভালোবাসি তাই টিউন না করার মতো সময় না থাকলেও প্রতিদিন একবার হলেও ভিজিট করি । সবাইর উৎসাহ পেলে আমি ভবিশ্যতে আশাকরি আপনাদের ভালো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর লিখেছেন। ধন্যবাদ 🙂

    @কম্পিউটার লাভার: ভাই আপনাকে অনেক ধন্যবাদ । আর আপনাকে আমি আরও বেশী বেশী ধন্যবাদ জানাই আপনার উপদেশ পেয়ে আমি নিজেকে Improve করার চেষ্টা করে যাচ্ছি ।

ভাই, কাজের টিপস। ভালো লাগলো। এগিয়ে যান। – ব্লগার মারুফ

    @ব্লগার মারুফ: আপনাকেও ধন্যবাদ । আপনার উৎসাহ আমাকে আরও ভালোভাবে টিউন Present করার সাহস যোগাবে ।

Level 0

Thanks ,

    @salimccf: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ টিউমেন্ট এর জন্য ।