পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।
আইফোনের কীবোর্ড দিয়ে সরাসরি বাংলা লেখা যায় না। কিন্তু আমি আজ আগে থেকে সেভ করে সরাসরি কীবোর্ড দিয়ে কিভাবে সহজে বাংলা লিখবেন তা জানাব। অনেকেই হয়ত জানেন, যারা জানেন না তাদের জন্য। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। পোস্টের ছবি বা নিয়ম iOS7+ এর দিয়ে করা। অন্য ভার্সন থাকলে প্রায় একই রকম ভাবেই করতে পারবেন। অন্য যেকোনো অ্যাপস থেকেও বাংলা লিখে করতে পারবেন। অন্য অ্যাপস থেকে বাংলা লিখে করতে চাইলে স্টেপ ২ থেকে দেখুন।
আইফোন নিয়ে আরও সকল পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।
Step 1: যাদের iAvroPad আইকন অ্যাড করা আছে তারা Step 2 থেকে দেখুন। প্রথমে আপনার সাফারি ব্রাউজার ওপেন করে http://www.omicronlab.com/iavropad/ এ যান। যাদের iOS6 আছে তারা এখান থেকে ছবিসহ দেখতে পারেন কিভাবে ইন্সটল করবেন iAvroPad. এই ওয়েবসাইটে যাবার পর এমন ব্লাঙ্ক পেজ আসবে যা দেখে ঘাবড়ানোর কিছু নেই। এটা ব্লাঙ্কই থাকে। এখন তীর দেয়া অপশনে ক্লিক করুন। iOS6 বা তার নিচের সফটওয়্যার ভার্সন থাকলে তীর দেয়া জায়গায় যে অপশন থাকবে তাতে ক্লিক করলেই হবে।
এবার এখান থেকে Add to Home Screen এ টাচ করুন।
এখান থেকে Add এ টাচ করুন।
এবার আপনার হোম স্ক্রীনে দেখবেন এমন একটা অ্যাপস আইকন অ্যাড হবে।
Step 2: এবার iAvroPad আইকন ওপেন করে যেকোনো বাংলা সেটা এক শব্দের বা কয়েক শব্দের হলেও সমস্যা নেই। লেখা শেষে কয়েক সেকেন্ড লেখার উপরে টাচ করলে এমন অপশন আসবে যা থেকে Select All এ টাচ করুন।
এবার Copy তে টাচ করুন।
এখন হোম বাটন ক্লিক করে মেইন স্ক্রীনে গিয়ে Settings > General > Keyboard > Add New Shortcut এ যান। এখন নিচের ছবির মত সেট করে নিন।
এবার Phrase এ কিছুক্ষণ টাচ করে ধরে রাখলে Paste অপশন আসবে তাতে টাচ করলে আপনার Copy করা বাংলা লেখা দেখতে পাবেন। Shortcut এ আপনার ইচ্ছামত ইংরেজি লেটার লিখে সেভ করে নিন।
এবার যেকোনো অ্যাপস, ফেসবুক, মেসেজ এ গিয়ে যেখানে কীবোর্ড আসবে সেখানে Shortcut এ লেখা Letter গুলো (যেমন aod লিখাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখা এসেছে) লিখলেই আপনার সেই সেভ করা পুরা অংশ আসবে। যদি সেটা না লিখতে চান তাহলে ক্রসে ক্লিক করে বাদ দিতে পারবেন। এভাবে বাংলা ইংরেজি বা অন্য যেকোনো ভাষা লিখে ব্যাবহার করতে পারবেন।
আমি লোকমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নিজের বানানো একটা ফেসবুক পেজ আছে যেখানে আইফোন সম্পর্কে সব ধরনের তথ্য পাবেন। পেজটি দেখতে www.facebook.com/banglaiphone ভিসিট করতে পারেন।