সকল iPhone ব্যাবহারকারীরা অবশ্যই অবশ্যই দেখুন (১০ ফেব্রুয়ারী ২০১৪)

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

আমি আজ আপনাদেরকে জানাব কিভাবে খুব সহজে আইফোনে কোন কিছু ভরা বা আইফোন থেকে কম্পিউটারে নেয়া যায়। তার জন্য অ্যাপেল অনুমোদিত সিস্টেম হচ্ছে iTunes দিয়ে। কিন্তু আমি আজ জানাব কিভাবে iTunes এর বিকল্প iTools ব্যাবহার করবেন। অনেকেই হয়ত জানেন, তাও পুরা পোস্টটি পড়ে নিন কাজে লাগবে আশা করি। এখানে আইটুলস সম্পর্কে বিস্তারিত বাংলায় জানানোর চেষ্টা করেছি। কোন কিছু ভুল বা বাদ গিয়ে থাকলে আমাকে অবহিত করতে পারেন।

আইফোন নিয়ে আরও সকল পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।

কিভাবে ডাউনলোড করবেন iTools:

আপনার কম্পিউটারে iTools ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। যা ৫ মেগাবাইটের নিচে। যদি কোন কারণে ডাউনলোড করতে না পারেন তাহলে এখান থেকে পুরান ভার্সন ইন্সটল করে ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় iTools ওপেন করলেই আপডেট করতে বলবে। তখন আপডেট করে নিলেই হবে। যদি iTunes সংক্রান্ত কোন Error আসে তাহলে আইটুনস আপডেট করে নিতে পারেন।
iTools দিয়ে আইফোনে থাকা সবকিছু পিসিতে সেভ করবেন যেভাবেঃ

বাকি পোস্টসহ সবকিছু জানতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি লোকমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নিজের বানানো একটা ফেসবুক পেজ আছে যেখানে আইফোন সম্পর্কে সব ধরনের তথ্য পাবেন। পেজটি দেখতে www.facebook.com/banglaiphone ভিসিট করতে পারেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice & informative tune. Thanks for sharing 🙂

Thanks. Jodio Bishoy gula amer jana ache tobu tune korar janoo apnake dhonnobad vai. Jodi paren 7.0.4 er jailbreak bar hoiche kina aktu janaben plz.