পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
যাদের আইফোন ৩জিএস আছে তাদের জেইলব্রেক করার জন্য অবশ্যই জানতে হয় Old না New Bootrom. এটা জানার জন্য Settings > General > About এ গিয়ে Serial Number থেকে ৩য়,৪র্থ,৫ম Digit দিয়ে বলা যায় Old নাকি New Bootrom। যেমন ধরুন- Serial Number যদি 88926.... হয় তবে এটা হবে ২০০৯ সালের ২৬তম সপ্তাহের তৈরি আইফোন। যদি ৩য় ডিজিট 9 না হয়ে 0,1,2,3 হয় তাহলে এটা New Bootrom। iPhone 3GS যদি ২০০৯ সালের ৪৫তম সপ্তাহ(..945...) বা তার পরে হয় তাহলেও New Bootrom। আর ৪০ থেকে ৪৫তম সপ্তাহে সেটা Old অথবা New Bootrom যেকোনো টা হতে পারে। iPhone 3GS যদি ২০০৯ সালের ৪০তম সপ্তাহের আগে হয় তাহলে Old Bootrom।
কিন্তু তারপরও পুরুপুরি নিশ্চিত কিভাবে হবেন তা জানানোর জন্যই এই পোস্ট। এখান থেকে আপনার কম্পিউটারে ফাইলটি ডাউনলোড করে নিন। আইফোন বন্ধ করে কম্পিউটারের সাথে সংযোগ দিন। এবার আইফোনের Power Button ৩ সেকেন্ড চাপ দিয়ে ধরে আইফোন এ অ্যাপেল লোগো দেখার পর আইফোনের Power Button আর Home Button একসাথে আরও ১০ সেকেন্ড চাপ দিয়ে ধরে শুধু Power Button ছেড়ে দিয়ে আরও ৭-১০ সেকেন্ড Home Button ধরে রাখলে আইফোন DFU Mode হবে। মনে রাখবেন Power Button সব মিলিয়ে ১৩ সেকেন্ড আর Home Button সব মিলিয়ে ১৭-২০ সেকেন্ড টানা ধরে রাখতে হবে। ছেড়ে ছেড়ে ধরলে হবে না। এবার DFU Mode হলে iDetector ওপেন করে Is my Bootrom Old or New? তে ক্লিক করলেই জানতে পারবেন Old নাকি New Bootrom
দেখা হয়ে গেলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হোম আর পাওয়ার বাটন ১০ সেকেন্ড টানা ধরে রেখে সব বাটন থেকে হাত সরিয়ে পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোন অন করে নিন।
আইফোন ৩জিএস ব্যাবহারকারীদের জন্য পোস্টগুলো দেখতে নিচের দেয়া পোস্ট ক্লিক করে দেখে নিনঃ
* iPhone 3GS এর (6.1.3,New BR,05.1x.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
* iPhone 3GS এর (6.1.3,New BR,06.15.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
* iPhone 3GS এর (Old BR,6.1.3, ফ্যাক্টরি আনলক) কে জেইলব্রেক করবেন যেভাবে
* iPhone 3GS এর (6.1.3,Old BR,05.xx.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
* iPhone 3GS এর (6.1.3,Old BR,06.15.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
* যেকোনো iPhone 3GS এ 06.15.00 থাকার পর ফ্যাক্টরি আনলক করলে যা করবেন
আমি লোকমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নিজের বানানো একটা ফেসবুক পেজ আছে যেখানে আইফোন সম্পর্কে সব ধরনের তথ্য পাবেন। পেজটি দেখতে www.facebook.com/banglaiphone ভিসিট করতে পারেন।
ভাই আমার iPHNE এর version 6.1.6(10B500)
আমি কী 7.++ IOS এ update করতে পারব?