কাজের জিনিস।আইফোনের দরকারি টিপস ।

মেইলের ফরম্যাট পরিবর্তন

আইফোন দিয়ে ই-মেইলে কোনো কিছু লেখার সময় সেই লেখার ফরম্যাট পরিবর্তন করা সম্ভব। লেখার যে অংশটির ফরম্যাট পরিবর্তন করতে চান, সেটি highlight করুন। Arrow থেকে B/U বোতামটি বের করুন। Bold, Italics অথবা Underline, কোন ফরম্যাটে আপনার লেখা পরিবর্তন করতে চান, সেটা নির্ধারণ করুন।

 iphone-tips-passbook-2

টাইমার দিয়ে গান থামান

রাতে ঘুমানোর আগে অনেকেই গান শুনতে পছন্দ করেন, কিন্তু ঘুমিয়ে পড়লে সারা রাত গান চলতে থাকে সেটে। চাইলে আপনার আইফোনের টাইমার অপশনটি ব্যবহার করে খুব সহজেই নির্দিষ্ট সময় পর চলতে থাকা গান থামিয়ে দিতে পারেন। Clock-এ গিয়ে Timer অপশনটিতে যান। সেখানে When Timer End অপশনে গিয়ে Scroll নামিয়ে Stop Playing অপশনটিতে যান।

এরপর সেখানে সময় নির্ধারণ করে দিয়ে (যেমন ৩০ মিনিট) Start চাপুন। এখন আপনি গান শুনতে থাকলে এটি ৩০ মিনিট পর আপনা-আপনি বন্ধ হয়ে যাবে।

 

ক্যালকুলেটর অ্যাপে ভুল সংশোধন
ধরুন, ক্যালকুলেটর অ্যাপে কাজ করার সময় ভুল করে অন্য সংখ্যা লিখেছেন। এখন সংখ্যাটি মুছে ফেলার জন্য Clear(c) বোতামটি চাপার পরিবর্তে সেই সংখ্যাটিকে একটু চেপে ধরে ডান বা বাঁয়ে সরিয়ে দিন। সংখ্যাটি মুছে যাবে।
কঠিন পাসকোড
আপনার আইফোনের নিরাপত্তা নিশ্চিত করতে অক্ষর ও সংখ্যার (আলফা নিউমারিক) সমন্বয়ে একটি পাসওয়ার্ড সেট করুন। এটি সক্রিয় করতে Setting-এর General Setting অপশনে যান। সেখানে Pass code Lock অপশনে গিয়ে Simple Pass code অপশনটি বন্ধ করলেই Alphanumeric পাসওয়ার্ড প্রবেশ করার জন্য আপনাকে বলা হবে।
এসএমএসের প্রিভিউ বন্ধ করুন
নতুন কোনো মেসেজ এলে SMS alerts হিসেবে বার্তাটির একটি প্রিভিউ দেখা যায় আইফোনে। আপনার সেটটি অন্য কেউ ব্যবহারের সময় নতুন কোনো মেসেজ এলে সেটি যাতে অন্য কেউ পড়তে না পারে, সে জন্য Settings-এ গিয়ে Notifications অপশনে যান। সেখানে Messages অপশনে ঢুকলে Show Preview অপশনটি পাবেন। এটি Off করে দিন।

 

ধরে রাখুন ব্যাটারির চার্জ

আইফোনের ব্যাটারির চার্জপ্রায় তলানিতে এসে ঠেকেছে ।  এ অবস্থায় আপনার ফোন যাতে বন্ধ হয়ে না যায়, সে জন্য Settings-এ গিয়ে নিচের কাজগুলো দ্রুত সেরে ফেলুন ।  এতে অন্তত ফোন রিসিভ করা, এসএমএস লেখা এবং ইন্টারনেট চালানোর জন্য ব্যাটারির চার্জ আরও কিছুক্ষণ ধরে রাখতে পারবেন।
Settings>Wi-Fi>Off
Settings>Bluetooth>Off
Settings>Privacy>Location Services>Off
Settings>General>Cellular>Enable 3G>Off
Settings>General>Cellular>Enable LTE>Off
Settings>Sounds>Vibrate on Ring & Silent>Off

Settings>Brightness & Wallpaper>Auto Brightness>Off

Settings>Mail, Contacts, Calendars>Fetch New Data>Offbateria

 

ছবি তুলতে হেডফোন

ছবি তোলার সময় ফোনটি কেঁপে যেতে পারে। এ জন্য হেডফোন ব্যবহার করতে পারেন। আইফোনের সঙ্গে লাগিয়ে হেডফোনের Up অথবা Down বোতামটি ব্যবহার করে ছবি তুলতে পারবেন।

 

ওয়েব পেজে শব্দ খুঁজে বের করা

আইফোনের সাফারি ব্রাউজারে ওপরে ডান দিকের কোনায় search বারে গিয়ে কাঙ্ক্ষিত শব্দটি লিখে Search দিন। Scroll করে নিচে নামলেই হলুদ রঙে highlight হয়ে সেই শব্দগুলো দেখতে পারবেন।

 

মেসেজ মুছুন সহজেই

কোনো বার্তার লেখাগুলো মুছে ফেলতে চান কিন্তু আঙুল চেপে মুছতে ইচ্ছে করছে না? আপনার আইফোনটি একটু ঝাঁকিয়ে নিন। Undo Typing অপশন এলে সেটি চাপুন। সব লেখা মুছে যাবে। মুছে দেওয়া লেখা আবার ফিরে Redo Typing অপশনটি চাপুন। Original মেসেজটি ফিরে আসবে।

 

প্যানোরোমা মোডে ছবি তোলা

ছবি তোলার দিক নির্ধারণ করতে Panorama মোডে গিয়ে তির চিহ্ন টানুন, যাতে ডান থেকে বামে বা বাম থেকে ডানে প্যানোরোমা ছবি নেওয়া যায়।

source:pchelplinebd

আমার ব্লগ এ ঘুরে আশবেন।add me on facebook

Level 0

আমি appabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস