পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আমি আজ আপনাদেরকে জানাব কিভাবে বিভিন্ন অ্যাপসের ডাউনলোড করা রিংটোন, গান, ভিডিও বা ফাইল iTunes দিয়ে কম্পিউটারে সেভ করা যায়। এবং তা আবার iTunes দিয়ে আইফোনের আসল রিংটোন, গান , ভিডিও অ্যাপসগুলোতে নেয়া যায়। রিংটোন ডাউনলোড করে কিভাবে আইফোনে ভরবেন তার ছবিসহ দেখানোর চেষ্টা করেছি। অন্য কিছুর জন্য প্রায় একই নিয়ম। আশা করি কাজে লাগবে।
iTunes এর সেটিং সুন্দরমত করে নিতে এখানে ক্লিক করুন।
প্রথমে ইন্টারনেট থেকে বিভিন্ন অ্যাপস দিয়ে রিংটোন, গান, ভিডিও, ফাইল ডাউনলোড করে নিন। এবার আপনার আইফোন কম্পিউটারের সাথে সংযোগ করে iTunes ওপেন করুন। iTunes ওপেন করলে আপনার আইফোনের নামের উপর ক্লিক করে উপর থেকে Apps সিলেক্ট করুন। এবার ডানদিক থেকে স্ক্রল করে করে নিচের দিকে যান।
এখন যে যে অ্যাপস থেকে ফাইল শেয়ার করা যাবে শুধু ঐ অ্যাপসগুলোর লিস্ট দেখতে পাবেন। তা থেকে আপনি যে অ্যাপসের ফাইল সেভ করবেন তাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ডাউনলোড করা ফাইল, রিংটোন, গান, ভিডিও দেখাচ্ছে কিনা। যদি দেখায় তাহলেই শুধু সেভ করতে পারবেন। যদি এখানে না দেখায় তাহলে ঐ ফাইল সেভ করা যাবে না তার মানে ঐ অ্যাপস থেকে শেয়ার করা বা সেভ করা যায় না। এবার ফাইলে ক্লিক করে Save to... তে ক্লিক করুন।
এখন আপনি যে ফোল্ডারে সেভ করবেন তা দেখিয়ে দিন। একটা একটা করে সেভ করতে হবে। আমি একটা ফোল্ডারে কিভাবে সেভ করবেন তা দেখিয়েছি। আপনি আপনার ইচ্ছামত যেকোনো জায়গায় সেভ করে নিতে পারেন। যাতে কোথায় সেভ করছেন পরে মনে থাকে।
এবার দেখুন ফাইল, গান, ভিডিও, রিংটোন ঠিকমত সেভ হয়েছে কিনা।
ফাইল, ভিডিও, রিংটোন, গান সেভ হয়ে থাকলে তা Import করে iTunes এ নিয়ে নিন। iTunes > File > Add Folder to library তে ক্লিক করে পুরা ফোল্ডার বা Add file to library তে ক্লিক করে একটা একটা করে নিয়ে আসতে পারবেন। তাও যদি না বুঝেন তবে ফাইল সিলেক্ট করে iTunes এর উপরে এনে ছেড়ে দিলেও তা iTunes এ ঠিক জায়গায় গিয়ে দেখাবে। রিংটোন হলে Tones, গান হলে Music, ভিডিও হলে Movies তে চলে যাবে।
এবার বামদিক থেকে আপনার নামের আইফোনে গিয়ে উপর থেকে Tones এ যান। All Tones সিলেক্ট করে বা যেটা যেটা নিবেন তা সিলেক্ট করে নিচে ডানে Sync এ ক্লিক করলেই আপনার আইফোনে রিংটোনগুলো চলে যাবে। এভাবে আপনি Music, Movies অপশন থেকে গান, ভিডিও আইফোনে ভরতে পারবেন।
আইফোন নিয়ে যেকোনো সমস্যার সমাধান পেতে এখানে ক্লিক করুন।
আমি লোকমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নিজের বানানো একটা ফেসবুক পেজ আছে যেখানে আইফোন সম্পর্কে সব ধরনের তথ্য পাবেন। পেজটি দেখতে www.facebook.com/banglaiphone ভিসিট করতে পারেন।