যেকোনো iPhone 3G কে 4.2.1 ভার্সনে আপডেট করে জেইলব্রেক+আনলক করবেন যেভাবে:

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

প্রথমেই বলে নেই যাদের হোম বাটন আর পাওয়ার বাটন কাজ করে না তারা ভুলেও চেষ্টা করবেন না। তাহলে আপনার ফোনটাই বাতিল হয়ে যেতে পারে। ১০০% কাজ করতে হবে। মাঝে মাঝে কাজ করলেও হবে না। আইফোনের পিছনে বডিতে যদি Model No A1241 লেখা থাকে তাহলে এই পোস্ট আপনার জন্য। অন্য কোন মডেল নাম্বার থাকলে সেটা আইফোন ৩জি না। সম্পূর্ণ পোস্ট খুব খুব ভালভাবে পড়ে তারপর কাজ করবেন। যদি এসব সম্পর্কে ভাল আইডিয়া না থাকে তাহলে চেষ্টা করবেন না। এই পোস্ট দেখে আপনি আপনার iPhone 3G কে সর্বশেষ iOS4.2.1 তে আপডেট করে জেইলব্রেক এবং সিম আনলক করতে পারবেন। আইফোন ৩জি এর সর্বশেষ সফটওয়্যার ভার্সন iOS4.2.1

iPhone নিয়ে যেকোনো সমস্যার সমাধান পেতে এখানে ক্লিক করুন।

যা যা লাগবেঃ

* আইফোনের  Settings > General > About > Modem Firmware যদি 05.11.07, 05.12.01, 05.13.04, 06.15.00 তাহলে এই পোস্ট আপনার জন্য। এই কয়টার বাইরে যদি অন্য কোন নাম্বার যেমন 05.14.02, 05.15.04 থাকে তাহলে এই পোস্ট দেখার কোন দরকার নেই। যদি আপনার আইফোন ফ্যাক্টরি আনলক থাকে তাহলে এই পোস্ট দেখার দরকার নেই। 

* কম্পিউটারে iTunes ইন্সটল থাকতে হবে। যদি না থাকে তাহলে এখান থেকে iTunes 10.6 ডাউনলোড করে ইন্সটল করে নিন, যা 71.49MB

* কম্পিউটারে ইন্টারনেট সংযোগ লাগবে যখন Apple থেকে iTunes দিয়ে Firmware Verify করবে।

* কম্পিউটারে আপনার আইফোনের জন্য এখান থেকে iOS4.2.1 ভার্সন ডাউনলোড থাকতে হবে (322 MB)

* এখান থেকে iFunBox কম্পিউটারে ডাউনলোড করে Extract বা Unzip করে নিন। যা 20 MB

* এখান থেকে Sn0wbreze 2.9.14 কম্পিউটারে ডাউনলোড করে Extract বা Unzip করে নিন। যা 22 MB

* এখান থেকে 121 KB ফাইলটি ডাউনলোড করে Extract বা Unzip করে নিন।

আপনার কম্পিউটারে উপরের ফাইল দুটো ডাউনলোড থাকলে Sn0wbreeze Extract করে ওপেন করুন। এবার OK চেপে Next তারপর Browse for an IPSW তারপর যে বক্স বা নতুন উইন্ডো আসবে তাতে আপনার ডাউনলোড করা iOS4.2.1 Firmware টি দেখিয়ে দিন। এবার iPhone 3G 4.2.1(8C148) IPSW Verified! লেখা দেখালে Next এ যান। এখন Simple Mode সিলেক্ট করুন। এবার No এ ক্লিক করে অপেক্ষা করুন। সম্পূর্ণ হয়ে গেলে আপনার কম্পিউটারের মেইন স্ক্রীনে sn0wbreeze_iPhone_3g-4.2.1-8C148 নামে একটি নতুন Firmware File দেখতে পাবেন।

এবার কম্পিউটারের সাথে আইফোন সংযোগ দিয়ে sn0wbreeze এ OK চাপুন। তারপর আইফোন অফ করে Start চাপুন। এখন যা করতে হবে আগে খুব খেয়াল করে বুঝে নিন। প্রথমে বলবে প্রস্তুতি নেয়ার জন্য সেখানে দেখাবে ৫ সেকেন্ড তখন কিছুই করতে হবে না। তারপর বলবে হোম বাটন আর পাওয়ার বাটন একসাথে ১০ সেকেন্ড ধরে রাখার জন্য। ১০ সেকেন্ড পর বলবে পাওয়ার বাটন ছেড়ে দিয়ে শুধু হোম বাটন আরও ধরে রাখার জন্য। তার মানে পাওয়ার বাটন ১০ সেকেন্ড আর হোম বাটন টানা ২০ সেকেন্ড বা তার বেশি ধরে রাখতে হবে। এসব করার পর sn0wbreeze এ দেখাবে ডাউনলোড এর মত কিছু একটা হয়ে iTunes এ সংযোগ দেয়ার জন্য। এখান থেকে OK চেপে sn0wbreeze বন্ধ করে দিন।

এবার আপনার কম্পিউটারের iTunes ওপেন করলে বলবে আইফোন টি Recovery Mode এ আছে, Restore করতে হবে। এখন কম্পিউটারের কীবোর্ড এর Shift এ চাপ দিয়ে ধরে রেখে একই সাথে iTunes এর Restore এ চাপুন। এখন একটা বক্স আসবে যাতে sn0wbreeze_iPhone_3g-4.2.1-8C148 ফাইলটি দেখিয়ে দিবেন।
যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার আইফোন Firmware Restore হবে। এখন আইফোন এ Cydia অ্যাপস আসবে যাকে জেইলব্রেক বলে।

iTunes বন্ধ করে দিয়ে আইফোন কম্পিউটারের সাথে সংযোগ করে উপরে দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করা iFunbox ইন্সটল করে ওপেন করুন। এবার iFunbox Classic এ ক্লিক করে নিচের দিকে Cydia App Install এ অপশনে যান। এখন উপর দিক থেকে Copy From PC তে ক্লিক করলে যে বক্স ওপেন হবে তাতে পূর্বে ডাউনলোড করা 121 KB Ultrasn0w_1.2.8 এর ভিতর যে তিনটি ফাইল আছে তার সবগুলো সিলেক্ট করে ওপেন এ ক্লিক করুন। তিনটি ফাইল কপি হলে নিচের দিকে থাকা Device Safe Removal এ ক্লিক করে আইফোনটি কম্পিউটার থেকে ডিসকানেক্ট করুন। Settings > General > Cellular > Enable 3G অফ করে যেকোনো সিম লাগিয়ে দেখুন কাজ করবে। নিচের ছবি থেকে আইডিয়া নিয়ে নিতে পারেন। হুবহু এরকম হবে না। শুধু সিস্টেম দেখার জন্য ছবিটা দেয়া।

জেইলব্রেক করলে কি কি সুবিধা তা দেখতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি লোকমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নিজের বানানো একটা ফেসবুক পেজ আছে যেখানে আইফোন সম্পর্কে সব ধরনের তথ্য পাবেন। পেজটি দেখতে www.facebook.com/banglaiphone ভিসিট করতে পারেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস