পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
iPhone 3GS এ যাদের Old Bootrom আছে তাদের আইফোনে সর্বশেষ ভার্সন iOS6.1.3 ইন্সটল করে জেইলব্রেক কিভাবে করবেন তাই আমি আজ আপনাদের জানাব। iPhone 3GS এ Old and New এই দুই ধরনের Bootrom থাকে। Settings-General-About এ গিয়ে Serial Number থেকে ৩য়,৪র্থ,৫ম Digit দিয়ে বলা যায় Old নাকি New Bootrom। যেমন ধরুন- Serial Number যদি 88926.... হয় তবে এটা হবে ২০০৯ সালের ২৬তম সপ্তাহের তৈরি আইফোন। যদি ৩য় ডিজিট 9 না হয়ে 0,1,2,3 হয় তাহলে এটা New Bootrom। iPhone 3GS যদি ২০০৯ সালের ৪৫তম সপ্তাহ(..945...) বা তার পরে হয় তাহলেও New Bootrom। আর ৪০ থেকে ৪৫তম সপ্তাহে সেটা Old অথবা New Bootrom যেকোনো টা হতে পারে। iPhone 3GS যদি ২০০৯ সালের ৪০তম সপ্তাহের আগে হয় তাহলে Old Bootrom। ১০০% নিশ্চিত হয়ে নিন আপনারটা কোন Bootrom. যাদের New Bootrom তারা দয়া করে এই পোস্ট ফলো করবেন না। তাহলে আপনার আইফোনটাই নষ্ট হয়ে যেতে পারে। Old or New Bootrom ভালভাবে জানতে এখানে ক্লিক করুন।
iPhone নিয়ে যেকোনো সমস্যার সমাধান পেতে এখানে ক্লিক করুন।
যাদের iPhone 3GS ফ্যাক্টরি আনলক না তারা এই পোস্টটি না দেখলেও চলবে। ফ্যাক্টরি আনলক করা কিনা জানতে *#06# ডায়াল করে 15 ডিজিটের IMEI নাম্বার দিয়ে অথবা Settings > General > About> IMEI দিয়ে এখানে ক্লিক করে জানতে পারবেন। যদি SIM Status: Lock দেখায় তাহলে ফ্যাক্টরি আনলক না। Unlock দেখালে ফ্যাক্টরি আনলক। যেকোনো সিম চললেই তা ফ্যাক্টরি আনলক নয় যদি এখানে Lock দেখায়।
যা যা লাগবেঃ
* হোম বাটন আর পাওয়ার বাটন ১০০% কাজ করতে হবে। মাঝে মাঝে কাজ করলেও হবে না।
* কম্পিউটারে সবসময় ইন্টারনেট লাগবে। কম্পিউটারে iTunes 11.0.4 ইন্সটল থাকতে হবে। সর্বশেষ ভার্সনের আইটুনস আপডেট করা থাকলে তা Uninstall করে এখান থেকে iTunes 11.0.4 ডাউনলোড করে ইন্সটল করে নিন। কারণ Latest iTunes দিয়ে Error আসতে পারে।
* এখান থেকে 786 MB ফার্মওয়ার ফাইল ডাউনলোড করে আপনার কম্পিউটারে সেভ করুন।
* এখান থেকে Sn0wbreze 2.9.14 কম্পিউটারে ডাউনলোড করে Extract বা Unzip করে নিন। যা 22 MB
Step 1: যদি আপনার আইফোনে iOS6.1.3 করা না থাকে তাহলে এই স্টেপ দেখে করে নিন। আপডেট করার আগে অবশ্যই আগের সব ফাইল, ফোন নাম্বার, গান, ভিডিওসহ সকল তথ্য কম্পিউটারে সেভ বা ব্যাকআপ করে নিতে ভুলবেন না। কম্পিউটারে আইফোন সংযোগ করে আইফোন বন্ধ করুন। এখন আইফোনের লক/পাওয়ার বাটন চেপে যখন অ্যাপেল লোগো দেখা যাবে তখন লক এবং হোম এই দুই বাটন একসাথে চেপে ধরুন। এভাবে ধরে রাখলে একসময় স্ক্রীন থেকে অ্যাপেল লোগো চলে যাবে। তখন কোন বাটন থেকে হাত না সরিয়ে আরও ৪ সেকেন্ড ধরে রাখুন। এবার শুধু পাওয়ার/লক বাটন ছেড়ে দিয়ে আরও ৭-১০ সেকেন্ড হোম বাটন ধরে রাখুন। তাহলে মোট ১৩ সেকেন্ড লক বাটন আর ১৭-২০ সেকেন্ড হোম বাটন টানা ধরে রাখতে হবে, ছেড়ে ছেড়ে ধরলে হবে না। একসময় দেখবেন কম্পিউটারে লেখা আসবে Installing Device Software…. এই জাতীয় কিছু তখন সব বাটন থেকে হাত সরিয়ে নিন। একবার না হলে আবার চেষ্টা করুন। এবার ইন্টারনেট সংযোগসহ কম্পিউটারে iTunes ওপেন করুন। কম্পিউটারে ইন্টারনেট না থাকলে হবে না। এখন iTunes এ Ok চাপুন। এবার আপনার কম্পিউটারের কীবোর্ড থেকে Shift চাপ দিয়ে ধরে একই সাথে iTunes এর Restore iPhone এ ক্লিক করুন। এবার যে বক্স আসবে তাতে উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা iOS6.1.3 ফার্মওয়ার সিলেক্ট করে ওপেন করুন। সবকিছু ঠিক থাকলে iOS6.1.3 ইন্সটল হয়ে যাবে।
Step 2: আপনার কম্পিউটারে Sn0wbreeze 2.9.14 ওপেন করুন। এবার OK চেপে Next তারপর Browse for an IPSW তে ক্লিক করুন।
Step 3: যে বক্স আসবে তাতে আপনার ডাউনলোড করা iOS6.1.3 Firmware টি দেখিয়ে দিন। তারপর Old Bootrom সিলেক্ট করুন।
Step 4: এবার IPSW Verified! লেখা দেখালে Next এ যান। এখন Simple Mode সিলেক্ট করুন।
Step 5: এখানে Do you want to activate your iPhone? এর উত্তর No সিলেক্ট করুন। যদি Yes সিলেক্ট করেন তাহলে সমস্যায় পড়বেন। এবার ৩-১০ মিনিট অপেক্ষা করে Custom Firmware (sn0wbreeze_iPhone_3GS-6.1.3-10B329_oldbootrom) বানিয়ে নিন। বানানো শেষ হলে আপনার ডেক্সটপের মেইন স্ক্রীনে sn0wbreeze_iPhone_3GS-6.1.3-10B329_oldbootrom নামে একটা নতুন ফার্মওয়ার দেখতে পাবেন। তারপর OK চাপুন।
Step 6: এবার কম্পিউটারের সাথে আইফোন সংযোগ করুন। ঠিকমত সংযোগ হবার পর আইফোন অফ করে Start চাপুন। এখন যা করতে হবে আগে খুব খেয়াল করে বুঝে নিন। প্রথমে বলবে প্রস্তুতি নেয়ার জন্য সেখানে দেখাবে ৫ সেকেন্ড তখন কিছুই করতে হবে না। তারপর বলবে হোম বাটন আর পাওয়ার বাটন একসাথে ১০ সেকেন্ড ধরে রাখার জন্য। ১০ সেকেন্ড পর বলবে শুধু পাওয়ার বাটন ছেড়ে দিয়ে হোম বাটন আরও ধরে রাখার জন্য। তার মানে পাওয়ার বাটন ১০ সেকেন্ড আর হোম বাটন টানা ১৭-২০ সেকেন্ড বা তার বেশি ধরে রাখতে হবে। এসব করার পর Sn0wbreeze এ দেখাবে ডাউনলোড এর মত কিছু একটা হয়ে iTunes এ সংযোগ দেয়ার জন্য। এখানে OK চেপে Sn0wbreeze বন্ধ করে দিন।
Step 7: এবার আপনার কম্পিউটারের iTunes ওপেন করলে বলবে আইফোন টি Recovery Mode এ আছে, Restore করতে হবে। Ok চেপে কম্পিউটারের কীবোর্ড এর Shift এ চাপ দিয়ে ধরে রেখে একই সাথে iTunes এর Restore এ চাপুন।
Step 8: এখন একটা বক্স আসবে যাতে sn0wbreeze_iPhone_3GS-6.1.3-10B329_oldbootrom ফাইলটি দেখিয়ে দিবেন যা Sn0wbreeze দিয়ে বানিয়েছেন। আসল ফার্মওয়ার সিলেক্ট করলে হবে না। যদি বক্স না আসে তাহলে আবার চেষ্টা করুন। সবকিছু ঠিক থাকলে ৫-১৫ মিনিটের মধ্যে কোন সমস্যা ছাড়াই আপনার আইফোনে iOS6.1.3 ইন্সটল হয়ে যাবে। সাথে Cydia অ্যাপস থাকবে যাকে জেইলব্রেক করা বলে।
জেইলব্রেক করলে কি কি সুবিধা তা দেখতে এখানে ক্লিক করুন।
আইফোন ৩জিএস ব্যাবহারকারীদের জন্য অন্য পোস্টগুলো দেখতে নিচের দেয়া পোস্ট লিঙ্ক ক্লিক করে দেখে নিনঃ
* iPhone 3GS এর (6.1.3,New BR,05.1x.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
* iPhone 3GS এর (6.1.3,New BR,06.15.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
* iPhone 3GS এর (Old BR,6.1.3, ফ্যাক্টরি আনলক) কে জেইলব্রেক করবেন যেভাবে
* iPhone 3GS এর (6.1.3,Old BR,05.xx.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
* iPhone 3GS এর (6.1.3,Old BR,06.15.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
* যেকোনো iPhone 3GS এ 06.15.00 থাকার পর ফ্যাক্টরি আনলক করলে যা করবেন
আমি লোকমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নিজের বানানো একটা ফেসবুক পেজ আছে যেখানে আইফোন সম্পর্কে সব ধরনের তথ্য পাবেন। পেজটি দেখতে www.facebook.com/banglaiphone ভিসিট করতে পারেন।
dada, amar ta iphone 4
ios:6.1.3
ami ki apnar deya process diye jail break korte parbo?