পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
যাদের iPhone 3GS ফ্যাক্টরি আনলক না তারা এই পোস্টটি না দেখলেও চলবে। ফ্যাক্টরি আনলক করা কিনা জানতে *#06# ডায়াল করে 15 ডিজিটের IMEI নাম্বার দিয়ে অথবা Settings > General > About> IMEI দিয়ে এখান থেকে জানতে পারবেন। যদি SIM Status: Lock দেখায় তাহলে ফ্যাক্টরি আনলক না। Unlock দেখালে ফ্যাক্টরি আনলক। যেকোনো সিম চললেই তা ফ্যাক্টরি আনলক নয় যদি এখানে Lock দেখায়।
ফ্যাক্টরি আনলক থাকলে এবার আইফোনের Settings > General > About > Modem Firmware এ গিয়ে যদি দেখেন 06.15.00 আছে তাহলে এই পোস্টটা আপনার জন্য। যদি অন্য কোন নাম্বার থাকে তাহলে এই পোস্ট দেখার কোন দরকার নাই। ফ্যাক্টরি আনলক ঠিকভাবে কাজ করার জন্য অবশ্যই 06.15.00 কে প্রথমে 05.13.04 তে Downgrade করতে হবে। আপনি নিজে করেন বা কাউকে দিয়ে হলেও Downgrade করে নিন। তা না হলে ফ্যাক্টরি আনলক কোন কাজেই লাগবে না। 06.15.00 থাকার কারণ গত কয়েক বছর iPhone 3GS কে Unlock করার অন্যতম উপায় ছিল iPhone 3GS এর Modem Firmware (Baseband) কে 06.15.00 তে Upgrade করে তারপর আইফোন কে জেইলব্রেক করে Ultrasn0w দিয়ে। এই Baseband কে iPad Baseband বলে। এখন এটাকে 05.13.04 এ Downgrade না করলে ধরে নিন আপনি বিপদে পড়বেন যখন আপনি সরাসরি সফটওয়্যার আপডেট করবেন। যদি সফটওয়্যার আপডেট করেন দেখবেন খালি অ্যাপেল লোগো আসছে আর কিছু আসে না। ইতিমধ্যে অনেকে এই সমস্যায় পড়েছে। তাই সময় থাকলে বা সম্ভব হলে করে নিন।
আইফোন সম্পর্কে সব সমস্যার সমাধান জানতে এখানে ক্লিক করুন।
যা যা লাগবেঃ
* আইফোনের Settings > General > About > Version এ গিয়ে যে সফটওয়্যার ভার্সন বা Firmware পাবেন তা কম্পিউটারে ডাউনলোড থাকতে হবে। যাদের 6.0/6.0.1/6.1/6.1.2/6.1.3 আছে তাদের শুধু 6.0 ডাউনলোড থাকলেই হবে। এখান থেকে সকল ফার্মওয়ার বা সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
* এখান থেকে RedSn0w 0.9.15b3 কম্পিউটারে ডাউনলোড করে Extract or Unzip করে নিন। যা 17 MB
* কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে।
* হোম বাটন আর পাওয়ার বাটন ১০০% কাজ করতে হবে। মাঝে মাঝে কাজ করলেও হবে না।
* অবশ্যই আইফোন এর Settings-General-About-Modem Firmware এ গিয়ে দেখে নিবেন আপনার আইফোনের Baseband 06.15.00 আছে কিনা।
Step 1: RedSn0w 0.9.15b3 কম্পিউটারে ডাউনলোড করে Extract করে ওপেন করুন। RedSn0w ওপেন করলে Jailbreak এবং Extras অপশন পাবেন। Extras এ ক্লিক করে Select IPSW তারপর যে বক্স আসবে তাতে আপনার আইফোনের সফটওয়্যার ভার্সন বা Firmware তা সিলেক্ট করুন। আর যাদের আইফোন এ 6.0/6.0.1/6.1/6.1.2/6.1.3 ভার্সন আছে তারা শুধু 6.0 ভার্সন টি সিলেক্ট করুন।
Step 2: এবার দেখবেন লেখা আসবে Successfully Identified তারপর ok চাপুন।
Step 3: iPhone 3GS এ Old and New এই দুই ধরনের Bootrom থাকে। Settings-General-About এ গিয়ে Serial Number থেকে ৩য়,৪র্থ,৫ম Digit দিয়ে বলা যায় Old নাকি New Bootrom যেমন ধরুন- Serial Number যদি 88926.... হয় তবে এটা হবে ২০০৯ সালের ২৬তম সপ্তাহের তৈরি আইফোন। যদি ৩য় ডিজিট 9 না হয়ে 0,1,2,3 হয় তাহলে এটা New Bootrom iPhone 3GS যদি ২০০৯ সালের ৪৫তম সপ্তাহ(..945...) বা তার পরে হয় তাহলেও New Bootrom আর ৪০ থেকে ৪৫তম সপ্তাহে সেটা Old অথবা New Bootrom যেকোনো টা হতে পারে। iPhone 3GS যদি ২০০৯ সালের ৪০তম সপ্তাহের আগে হয় তাহলে Old Bootrom এখন Old Bootrom হলে No আর New Bootrom হলে Yes সিলেক্ট করুন।
Step 4: এবার Back এ Click করে Jailbreak তারপর Install Cydia থেকে টিক মার্ক উঠিয়ে দিয়ে শুধু Downgrade from iPad baseband এ টিক দিয়ে Next ক্লিক করুন।
Step 5: এবার আপনার আইফোন কে কম্পিউটারের সাথে Connect করে আইফোন অফ করুন। এখন আইফোন কে DFU Mode এ নিতে হবে। আইফোনের Power Button মানে উপরের বাটন ৩ সেকেন্ড চাপ দিয়ে ধরে আইফোন এ অ্যাপেল লোগো দেখা যাবার পর আইফোনের Power Button আর Home Button একসাথে আরও ১০ সেকেন্ড চাপ দিয়ে ধরে শুধু Power Button ছেড়ে দিয়ে আরও ১০ সেকেন্ড Home Button ধরে রাখলে আইফোন DFU Mode হবে। মনে রাখবেন Power Button সব মিলিয়ে ১৩ সেকেন্ড আর Home Button সব মিলিয়ে ২০ সেকেন্ড টানা ধরে রাখতে হবে। আরও সহজ ভাবে বোজার জন্য RedSn0w তে Next চেপে একবার দেখে নিতে পারেন। একবার এ না হলে আবার চেষ্টা করুন। এখন RedSn0w তার কাজ শেষ করে যখন Done আসবে। তখন বাকি কাজ আইফোন করবে। তাতে ৩-৫ মিনিট লাগবে। এবার আইফোন বন্ধ হয়ে নিজে নিজে চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
আইফোন এর Settings > General > About > Modem Firmware লেখা অপশনে গিয়ে দেখুন Baseband 05.13.04 হয়েছে কিনা। না হলে আবার Step 1 থেকে চেষ্টা করুন।
05.13.04 করার পর যেকোনো ভার্সন থেকে iOS6.1.3 তে আপডেট করে নিতে যা করা লাগবে:
আপডেট করার আগে অবশ্যই আগের সব ফাইল তথ্য কম্পিউটারে সেভ বা ব্যাকআপ করে নিতে ভুলবেন না। কম্পিউটারে আইফোন সংযোগ করে আইফোন বন্ধ করুন। এখন আইফোনের লক/পাওয়ার বাটন চেপে যখন অ্যাপেল লোগো দেখা যাবে তখন লক এবং হোম এই দুই বাটন একসাথে চেপে ধরুন। এভাবে ধরে রাখলে একসময় স্ক্রীন থেকে অ্যাপেল লোগো চলে যাবে। তখন কোন বাটন থেকে হাত না সরিয়ে আরও ৪ সেকেন্ড ধরে রাখুন। এবার শুধু পাওয়ার/লক বাটন ছেড়ে দিয়ে আরও ৭-১০ সেকেন্ড হোম বাটন ধরে রাখুন। তাহলে মোট ১৩ সেকেন্ড লক বাটন আর ১৭-২০ সেকেন্ড হোম বাটন টানা ধরে রাখতে হবে, ছেড়ে ছেড়ে ধরলে হবে না। একসময় দেখবেন কম্পিউটারে লেখা আসবে Installing Device Software…. এই জাতীয় কিছু তখন সব বাটন থেকে হাত সরিয়ে নিন। একবার না হলে আবার চেষ্টা করুন। এবার ইন্টারনেট সংযোগসহ কম্পিউটারে iTunes ওপেন করুন। কম্পিউটারে ইন্টারনেট না থাকলে হবে না। এখন iTunes এ Ok চাপুন। এবার আপনার কম্পিউটারের কীবোর্ড থেকে Shift চাপ দিয়ে ধরে একই সাথে iTunes এর Restore iPhone এ ক্লিক করুন। এবার যে বক্স আসবে তাতে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করা iOS6.1.3 ফার্মওয়ার সিলেক্ট করে ওপেন করুন। সবকিছু ঠিক থাকলে iOS6.1.3 ইন্সটল হয়ে যাবে।
* এখান থেকে 786 MB ফার্মওয়ার ফাইল iOS6.1.3 ডাউনলোড করতে পারবেন।
আইফোন ৩জিএস ব্যাবহারকারীদের জন্য অন্য পোস্টগুলো দেখতে নিচের দেয়া পোস্ট লিঙ্ক ক্লিক করে দেখে নিনঃ
* iPhone 3GS এর (6.1.3,New BR,05.1x.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
* iPhone 3GS এর (6.1.3,New BR,06.15.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
* iPhone 3GS এর (Old BR,6.1.3, ফ্যাক্টরি আনলক) কে জেইলব্রেক করবেন যেভাবে
* iPhone 3GS এর (6.1.3,Old BR,05.xx.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
* iPhone 3GS এর (6.1.3,Old BR,06.15.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়
* যেকোনো iPhone 3GS এ 06.15.00 থাকার পর ফ্যাক্টরি আনলক করলে যা করবেন
আমি লোকমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নিজের বানানো একটা ফেসবুক পেজ আছে যেখানে আইফোন সম্পর্কে সব ধরনের তথ্য পাবেন। পেজটি দেখতে www.facebook.com/banglaiphone ভিসিট করতে পারেন।
ভাই আমার এত কিছু করার সাহস নাই, গুলিস্থানের আসে পাসে আপনার জানা মতে ভাল কুনো দুকান থাকলে জানাবেন প্লিজ।