iPhone 3GS ব্যাবহারকারীদের জন্য কিছু জরুরী তথ্য

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

ফ্যাক্টরি আনলকঃ প্রথমেই জেনে নিন আপনার আইফোন ফ্যাক্টরি আনলক কিনা। যা জানতে *#০৬# ডায়াল করে ১৫ ডিজিটের IMEI নাম্বার দিয়ে অথবা Settings > General > About> IMEI দিয়ে এখান থেকে জানতে পারবেন। যদি সিম স্ট্যাটাস লক দেখায় তাহলে ফ্যাক্টরি আনলক না। আনলক দেখালে ফ্যাক্টরি আনলক। যেকোনো সিম চললেই তা ফ্যাক্টরি আনলক নয় যদি এখানে লক দেখায়। তবে এই ওয়েবসাইট মাঝেমধ্যে কাজ করে না।

আইফোন নিয়ে আরও সকল পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।

iPad Baseband কিনাঃ আইফোনের Settings > General > About > Modem Firmware এ গিয়ে যদি দেখেন 06.15.00 লেখা আছে তাহলে সেটা iPad Baseband. এটা আইফোনের সিম আনলক করতে দরকার হয়। যাদের আইফোনে এটা আছে তারা দ্রুত এখান থেকে পোস্ট দেখে সমাধান করে নিন। এছাড়া অন্য যত নাম্বার আছে তাদের চিন্তার কোন কারণ নাই। এই Baseband থাকলে কখনো সরাসরি ফার্মওয়ার বা সফটওয়্যার ভার্সন রিস্টোর দিতে যাবেন না।

Bootrom কোনটিঃ iPhone 3GS এ Old and New এই দুই ধরনের Bootrom থাকে। Settings > General > About > এ গিয়ে Serial Number থেকে ৩য়,৪র্থ,৫ম Digit দিয়ে বলা যায় Old নাকি New Bootrom যেমন ধরুন- Serial Number যদি 88926.... হয় তবে এটা হবে ২০০৯ সালের ২৬তম সপ্তাহের তৈরি আইফোন। যদি ৩য় ডিজিট 9 না হয়ে 0,1,2,3 হয় তাহলে এটা New Bootrom iPhone 3GS যদি ২০০৯ সালের ৪৫তম সপ্তাহ(..945...) বা তার পরে হয় তাহলেও New Bootrom আর ৪০ থেকে ৪৫তম সপ্তাহে সেটা Old অথবা New Bootrom যেকোনো টা হতে পারে। iPhone 3GS যদি ২০০৯ সালের ৪০তম সপ্তাহের আগে হয় তাহলে Old Bootrom। তারপরও ১০০% নিশ্চিত হবার জন্য এখানে ক্লিক করুন।
Old Bootrom এর সুবিধা হচ্ছে যেকোনো সময় iOS6.1.3 Restore করে জেইলব্রেক করা যাবে। কিন্তু New Bootrom হলে তা সম্ভব নয়।

ভার্সন সংক্রান্তঃ iPhone 3GS এর জন্য সর্বশেষ ভার্সন হল iOS6.1.3 এই ভার্সনের পর আর কোন নতুন ভার্সন আর বের হবে না। যেকোনো সময় রিস্টোর করতে চাইলে শুধু iOS4.1 & iOS6.1.3 তে রিস্টোর করার অনুমতি দিবে অ্যাপেল। তবে যদি SHSH Blobs থাকে তাহলে যার যার ফোনের SHSH Blobs অনুযায়ী রিস্টোর করতে পারবেন।

পরিশেষে যাদের iPhone 3GS এ New Bootrom আছে এবং ভার্সনকে আপডেট করার কথা ভাবছেন তাদেরকে বলব আর কয়দিন অপেক্ষা করুন। আপনাদের জন্য বিভিন্ন হ্যাকার চেষ্টা করছেন iOS6.1.3 কে জেইলব্রেক করার জন্য। আর যাদের Old Bootrom তারা সঠিক নিয়ম জেনে যেকোনো সময় iOS6.1.3 আপডেট করে জেইলব্রেক করতে পারবেন। নিচের পোস্টগুলো দেখতে পারেন আরও ভাল জানার জন্যঃ

আইফোন ৩জিএস ব্যাবহারকারীদের জন্য পোস্টগুলো দেখতে নিচের দেয়া পোস্ট ক্লিক করে দেখে নিনঃ

iPhone 3GS এর (6.1.3,New BR,05.1x.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়

iPhone 3GS এর (6.1.3,New BR,06.15.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়

iPhone 3GS এর (Old BR,6.1.3, ফ্যাক্টরি আনলক) কে জেইলব্রেক করবেন যেভাবে

iPhone 3GS এর (6.1.3,Old BR,05.xx.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়

iPhone 3GS এর (6.1.3,Old BR,06.15.xx) কে জেইলব্রেক করে আনলক করার উপায়

যেকোনো iPhone 3GS এ 06.15.00 থাকার পর ফ্যাক্টরি আনলক করলে যা করবেন

 

Level 0

আমি লোকমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নিজের বানানো একটা ফেসবুক পেজ আছে যেখানে আইফোন সম্পর্কে সব ধরনের তথ্য পাবেন। পেজটি দেখতে www.facebook.com/banglaiphone ভিসিট করতে পারেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো জেনে । ধন্যবাদ , আমি ভুলে আমার আইফোন 3gs , জেল ব্রেক করা ,এর reset all content & setting e ক্লিক করে erase করি ,তারপর আর আমার আইফোন open হচ্ছেনা ,শুধু অ্যাপেল লোগো আসে একটি সাদা চক্র গুরে গুরে হ্যং হয়ে থাকে ,এ মুহুরতে কি করে ,কি ভাবে আমার সেট টি পুর্বের অবস্থায় আনতে পারি? pls help .