পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আইফোন সম্পর্কে এরকম আরও সব পোস্ট দেখতে ভিসিট করুনঃ http://www.facebook.com/banglaiphone
* Settings > Cellular > Use Cellular Data For থেকে সকল অ্যাপস অফ করে রাখুন, যেটা দরকার নেই।
• Settings > Wallpapers & Brightness > Choose Wallpaper এ গিয়ে Stills অথবা আপনার নিজের কোন ফটো সিলেক্ট করুন। Dynamic wallpaper সিলেক্ট করবেন না।
• Settings > General > Background App Refresh > Turn Off করুন।
• যখনি সম্ভব হয় হোম বাটন পরপর দুইবার চেপে অ্যাপসগুলো উপরের দিকে স্লাইড করে বন্ধ করুন।
• Settings > General > Accessibility > Reduce Motion এ গিয়ে Turn On করুন।
• Settings > iTunes and App Store > Automatic Downloads থেকে Updates সহ সবকিছু অফ করে রাখুন।
• Settings > Notification Center এ গিয়ে প্রথম ৭-৮টা অপশনের সবগুলো অফ করে দিন।
• Settings > Privacy > Location Services এ গিয়ে অফ করে দিন। কারণ এটা অন থাকলে অ্যাপস ওপেন হতে কিছুটা দেরি হয়। খুবই দরকার থাকলে শুধু যেটা দরকার সেটা অন রাখুন।
• Settings > General > Spotlight Search থেকে প্রয়োজন না থাকলে সবগুলো টিক উঠিয়ে দিন। Applications & Contacts টিক দিয়ে রাখতে পারেন।
• Settings > Notification Center থেকে সবগুলো অ্যাপসের Show in Notification Center অফ রাখুন। যে যে অ্যাপসের Notification একেবারে দরকার নেই সেই অ্যাপসের Badge App Icon, Sounds, Show on Lock Screen অফ করে রাখুন এবং Alert Style None সিলেক্ট করুন।
• এছাড়া Bluetooth, Wifi, Siri, Data, Personal Hotspot এই অপশনগুলো যখন ব্যাবহার করবেন না অফ করে রাখুন।
আমি লোকমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নিজের বানানো একটা ফেসবুক পেজ আছে যেখানে আইফোন সম্পর্কে সব ধরনের তথ্য পাবেন। পেজটি দেখতে www.facebook.com/banglaiphone ভিসিট করতে পারেন।
How can I set up personal hotspot on my iPhone 4. Recently I was updating my iPhone with iOS 7.0.3. Help me pls!