iPhone স্লো গেছে? চার্জ কম থাকে? এই সমসসার সমাধান করে নিন মুহূর্তেই

আসসালামুয়ালাইকুম ।আইফোন user দের জন্য খুব দরকারি  কিছু  Tips Share করছি । ফোন যত fast থাকবে ব্যাবহার করতে তত ভাল লাগে। চার্জ এর কথা তো বলারই দরকার নেই । এবার আসল কথাতে আশা যাক । ফোন এ একি সময়ে অনেক গুলো প্রোগ্রাম রান করলে  স্লো হওয়ার কথাই। কিন্তু আপনার মনে হচ্ছে  আমিতো একটা প্রোগ্রাম ই  চালাচ্ছি তারপর ও স্লো হচ্ছে । আসলে ইফনের আপস গুলো আমরা হোমে বাটন চেপে   ক্লোজ করে থাকি। এভাবে কোন  অ্যাপ ক্লোজ হয়না শুধু minimize হয় । তাই ফোন স্লো হয় একি সাথে ব্যাটারি চার্জ কমে খুব তারাতারি । মনে হয় এত দামি ফোন এ এমন অবস্থা । এটা আসলে আমাদেরই না জানার জন্য হয় । যে কোন অ্যাপ চালানুর পরপরই এ গুলু close করলে এর সঠিক উপায়ে চার্জ করলে iPhone টি use করে অন্য রকম মজা পাবেন ।

Runnig Apps ক্লোজ করার নিয়ম

১। home বাটন এ একি সময়ে ২ বার চাপুন । দেখবেন screen এর একটা layer সামান্য উপরে উঠে গেছে । নীচের দিকে কত গুলো app icon দেখা যাচ্ছে । আসলে এগুলুই আপনার minimize করা running apps.

  • ২. এবার icon এর ওপর click করে ৩-৪ সেকেন্ড ধরে রাখুন । দেখবেন apps  icon গুলো ড্যান্স করছে  এর  icon এর  উপর লাল চিহ্ন দেখা যাচ্ছে ।

  • ৩. লাল চিহ্নের  উপর ক্লিক  করলেই  ওই  apps টি  ক্লোজ হয়ে যাবে ।
  • ৪। দেখবেন ফোন আগের চেয়ে  অনেক স্পিডি  হয়ে  গেছে ।  apps  use করার পরে প্রতি  বার ই এভাবে  apps গুলো বন্ধ করুন।

যে ভাবে ব্যাটারির লাইফ টাইম বাড়াবেন :

  • ১। সব সময়ই অরিজিনাল ক্যাবল ব্যাবহার করুন । যেটা আপনার ফোনের প্যাকেট এ দেওয়া /অরিজিনাল ।
  • ২। যখন চার্জ ২০% এর নিচে আসবে তখনই চার্জ দেওয়ার চেষ্টা করুন। এটা আপনার ব্যাটারির লাইফ বাড়াতে একমাত্র ও অধিক কার্যকর উপায় ।
  • ৩। সপ্তাহে কমপক্ষে একদিন fullcycle charge দেওয়ার চেষ্টা করুন ।
  • ফোন একদম ডিসকানেক্ট না করে  ২০% এর নিচে থেকে ১০০% পর্যন্ত চার্জ দিতে হবে। ১০০% হওয়ার পরও আরও ৫ মিনিট চার্জ এ রেখে দিন।
  • এই সময়ই  phone  ব্যাবহার করা যাবেনা। এটাই fullcycle charge।ব্যাবহার করলে fullcycle charge হবেনা।
  • ৪. ফোন চার্জ অবস্থায় কথা বা অন্য কোন use না করাই ভাল।
  • ৫। যতটুকু সম্ভব iPhone কে কম তাপমাত্রায় রাখতে হবে আর সূর্যালোক থেকে দুরে রাখাটা ভাল।
  • ৬। কমপক্ষে ২-৩ দিন পর পর iPhone টাকে restart দেয়া ভাল ।
  • ৭। প্রতি দিন একি সময়ে চার্জ করার  অভ্যাস করুন ।
  • ৮। কখনই ফোন এর চার্জ সম্পূর্ণ শেষ করবেন না। ৫% হলে iphone use সম্পূর্ণ বন্ধ করেদিন।
  • ৯। চার্জ শেষ হয়ে iphone বন্ধ হলে যত তারাতারি সম্ভব চার্জ দিন । চার্জ ছাড়া বন্ধ অবস্তাতে যদি ফোন কয়েক দিন ফেলে রাখেন তবে iphone এর ব্যাটারি সম্পূর্ণ Drain/Damage হতে পারে।

iPhone এর যে কোন সমস্যা সমাধানের জন্য  যোগাযোগ করতে পারেন। [email protected] / 01777-909000 ধন্যবাদ।

Level 0

আমি rabiulhasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Oi Ata Amar tune 2ui cori korchot killai

    @Joy Nag: টিউনার আইডি : Joy Nag
    টিউনার নাম : Joy Nag
    টিউনার হয়েছেন : 15 September, 2013
    টিউনারশীপ : 1 সপ্তাহ 5 দিন
    মোট টিউন : 0।

Level 3

thanks

আমার দেখা এই রকম অনেক ব্যাবহারকারী আছে যারা ফোন কেনার পর থেকে আর অ্যাপ আর ক্লোজ করেন নি। হোম বাটনে চেপে মনে করেছেন, অ্যাপস ক্লোজ! ধন্যবাদ টিউনের জন্য। অনেকের উপকারে লাগবে।

    @সুমির: ধন্যবাদ আপনাকে ও।