iPhone 3GS এ 6.1.2 Upgrade করে নিন সব চেয়ে সহজ আর নিরাপাদ উপায়ে মাত্র 8 ধাপে

iPhone 3GS

Iphone 3gs এ 6.1.2 upgrade করে নিন সব চেয়ে সহজ আর নিরাপাদ উপায়ে মাত্র 8 ধাপে

  • Custom iOS 6.1.2  IPSW create,
  • IPSW restore,
  • Jailbrak,
  • Fix NoService Problem

Software যা যা লাগবে

  • iTune (updated)
  • iPhone2_1_6.1.2_10B146_Restore.ipsw
  • Snowbreeze 2.9.14 zip
  • EvasiOn V5
  • Wifi  (only for 5 minites)

কাজটি সম্পন্ন  করতে  ১-২ ঘণ্টা সময় লাগতে পারে তাই হাতে সময়ই নিয়ে তারপর বসবেন  ।

iOS 6.2.1 IPSW Create:

➡ ১।   itune দিয়ে খুব ভাল ভাবে  iphone এর backup নিয়ে নিন।

➡ ২।  iPhone2_1_6.1.2_10B146_Restore.ipsw এবং snOwbreeze software দুটি desktop এ রেখে নিতে পারেন তাতে সময় বাঁচবে ।  snOwbreeze টি Desktop e রেখে আনজিপ করুন ।

➡ ৩।  snOwbreeze ফোলডার অপেন করে sn0wbreeze-v2.9.13.exe এর উপর right mouse ক্লিক করে Administrator এ run করান ।

➡ ৪। নিচের চিত্রে মার্ক করা চিহ্নে ক্লিক করুন  ।

➡ ৫। এখানে    brows for an IPSW   দেখতে পাবেন। এটাতে ক্লিক করে ডেস্কটপ থেকে iPhone2_1_6.1.2_10B146_Restore.ipsw সিলেক্ট করুন।

➡ ৬। তারপর নিচের চিত্রের মত দেখতে পাবেন। যদি আপনার iphone 3gs bootrom চিহ্নিত করুন। এখানে আমি old bootrom টা দেখাচ্ছি অন্য গুলো একই রকম ভাবে করতে হবে।

➡ ৭। এর পর expert mode সিলেক্ট করবেন সাবধানতার সাথে  ।  Generel mark করে Aero তে ক্লিক করলে Enable Battery percentage, Active the Iphone [HAKTIVE], Install SSH পাবেন, এ গুলু  mark করে আবার ৩ বার  Aero ক্লিক করুন।

➡ ৮। এবার Build IPSW তে মার্ক করে Aero  ক্লিক করলে নিচের চিত্রর মত দেখতে পাবেন। ৫- ১০ মিনিট অপেক্ষা করলে দেখবেন এটা complite হবে। এতক্ষণ খুব ধৈর্য ধরে অপেক্ষা করুন। এ সময় PC তে কোন কাজ না করাতাই ভাল।

➡ ৯। snOwbreeze এর instruction টি follow করে আপনার iphone টিকে DFU mode এ নিতে হবে। DFU mode হলেই দেখবেন iREB    run করবে  এবং কিছুক্ষন পর complite দেখাবে।

এভাবে যদি DFU mode এ জেতে না পারেন তবে অন্য একটি pocess follow করুন।

[Device টি সম্পূর্ণ বন্ধ করে নিন। power বাটন ৩ সেকেন্ড চেপে ধরুন,৩ সেকেন্ড পর power বাটন না ছেড়ে একি সাথে home বাটন টি ধরুন আরও  ১০ সেকেন্ড। ১০ সেকেন্ড পর power বাটন ছেড়ে দিন কিন্তু  home বাটন টি  আরও ১৪ সেকেন্ড ধরে রাখুন.]

➡ ১০।এখন Desktop এ নতুন IPSW sn0wbreeze_iPhone_3GS-6.1.2-10B146_oldbootrom.ipsw নামে আরেকটি custom IPSW দেখতে পাবেন।

IPSW Restore:

➡ ১১।   snOwbreeze বন্ধ করে itune open করুন।

➡ ১২।   itune open করলে update এবং restore iphone দেখি।  shift বাটন press করে restore iPhone এ ক্লিক করে snOwbreeze এ বানাোন Custom IPSW  ' sn0wbreeze_iPhone_3GS-6.1.2-10B146_oldbootrom.ipsw'  সিলেক্ট করবেন। তারপর restoreএ ক্লিক করবেন ।  iTune তখন ২০-৩০ মিনিট সময় নিয়ে iSO 6.1.2 iphone এ restore করবে। restart নিয়ে এটা সম্পন্ন হলে আপনার ডিভাইস টি 6.1.2 তে আপডেট হয়ে যাবে। iphoner যাবতীয় terms & conditions গুলো accept করে setup করুন।

তারপর ......

➡ ১৩। এবার iphopne টি unpluge করে itune বন্ধ করুন।

No Sim card / no service দেখে ঘাবড়াবেন না। ওটাও সমাধান হবে .......

Jailbreaking

➡ ১৪। সে জন্যে jailbrake করতে হবে।এখন evasiOn V5  টা রান করন ।আপনার iphone এবার DFU mode এ নিয়ে connect করে jailbrake এ ক্লিক করুন । মাত্র ১/২ মিনিটেই আপনার iphone 3gs 6.1.2 untethared jailbroken হয়ে যাবে।

NoService Fixing:

ফোন restart হওয়ার  পর WIFI connection লাগবে ৪/৫ মিনিতের জন্য।

➡ ১৫। wifi connect করে CYDIA তে ক্লিক করুন। তারপর Search এ ক্লিক করে UltrasnOw install করুন। একি ভাবে    openSSH    install করুন। openSSH intall হলে ফোন Restart চাইবে । restart নেয়ার পর ১/২ মিনিট searching করে network পাবে।

CYDIA    -----> SEARCH --------> OpenSSH   -------> Download and install --------> Reboot   .

Download

সতর্কতা

সম্পূর্ণ টিউন ভালকরে পড়ে বুঝে তার পর কাজ করুন ।

আশা করি অনেকেরই  উপকার হবে ।

মনে সাহস নিয়ে ঝাঁপিয়া পরুন তারপর আমিতো আছিই ...

আমার টিউন টি আপনার উপকারে লাগলেই আমার পরিশ্রম সার্থক । আপনাদের উৎসাহ পেলে পরবরতিতে iphone নিয়ে আরও টিউন উৎসাহিত হব।

আমার ভুলত্রুটি গুলো ধরিয়া দিবেন তাতে আমার ও উপকার হবে।  আর খুব বেশি help  এর দরকার  হলে   [email protected].

01777-909000  ফোন দেওয়ার আগে এসএমএস দিয়া জানাবেন ।

ধন্যবাদ ।

Level 0

আমি rabiulhasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ami iphone shomporke kisu janina. ques: eta ki unlock hobe r kivabe?♥♥♥♪♪

    @MIXER_BD: কষ্ট করে টিউন টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । হ্যাঁ ,৭ নাম্বার পধতি টি আনলক করবে। আমি এভাবে ৬.১.২ আপডেট করেছি ।কোন সমস্যা ছাড়াই ব্যাবহার করছি ।

Vai apnar tuneti sompurno porlam. Kub valo laglo. But amar iphone nai, akti iphone kener kub essa. No new, old. New kenar moto taka nai. Old iphone kinte kinte kiki deke nite hobe jodi janan kub valo hoto. Pls pls pls.

    @মোঃ আজাদ আলী: ধন্যবাদ ভাই । আপনার আইফোন নিয়া আগ্রহ আছে । একটি আইফোন কমপক্ষে ৫ বসর বাঁচে । হার্ডওয়্যারে কোন সমস্যা না থাকলে ফোন চলবেই ইনশাল্লাহ । তবে খুব বেশি দিন ব্যাবহার করা ফোন না কেনাই ভাল । আইফোন ঝকজককে না হলে এইডা অইলে।

Level 0

thanks for ur valiable tunes

Level 0

ভাইজান এটাতো শুধু iPhone 3GS যাদের Old Bootrom আছে তাদের জন্য। সকলের জন্য নয়।

    @lokmanmlh: iPhone 3gs এর old bootrom/ new bootrom দুই টাতেই হবে।

      Level 0

      @rabiulhasan: আপনার সাথে আমি একমত হতে পারলাম না। আমি ৫০-১০০টা iPhone 3GS জেইলব্রেক করে আনলক করেছি। কখনো এরকম সম্ভব হয় নি। আপনার নিজের কি New Bootrom এর আইফোন আছে।

Level 0

hasan vai apnr set ki factory unlock? apni j process ta dilen oita factory locked phn e kaj korbe…. plz akto taratari janale khusi hobo…

    @murad:ধন্যবাদ , আমারটা unlock। আমি 5.1.1 থেকে 6.1.2 তে এভাবেই আপডেট করে চালাচ্ছি কোন সমস্যা ছাড়া। ভরসা রাখেন ভাই।

Level 0

vai apni mn hoi bujen nai. amr 3gs unlock na. so ami ki ai process ta apply korte parbo….

    @murad: হ্যাঁ ভাই। করতেপাবেন।

Level 0

network paina avabe update korle network asbe?

    Level 0

    @Sami69: same problem

    @murad: @Sami69: ভাই পুরো process টা ভালভাবে follow করেন । এভাবেই হবে। নেটওয়ার্ক আসবে এভাবে করলেই। করে আমাকে জানান হই কিনা।

      Level 0

      @rabiulhasan: thank u Vai. khub upokrito hoilam. onek din por jamelar somadhan holo. Rabiulhasan vai apnake onek onek thanks . ai typer tune aro asha korteci.

        @Sami69: আপনাকেও ধন্যবাদ।

Level 0

same problem here @rabiul vai

    @murad: ভাই পুরো process টা ভালভাবে follow করেন । এভাবেই হবে । করে আমাকে জানান হয় কিনা।

      Level 0

      @rabiulhasan: vai kore hoini bole apnk janacche…amr phn unlock na ai jonne mn hoi ai process kaj korche na

        @murad: ভাই ধন্যবাদ আপনাকে ।আমারটাও locked ছিল । কষ্ট করে আপনি—- settings —general–about এ গিয়ে দুইটা screenshot নিয়ে screenshot দুটি আমাকে [email protected] তে মেইল করুন । ভয়ের কিছু নাই। problem er চেয়ে solution ই বেশী।

          Level 0

          @rabiulhasan: amr kache akhn set ti nai ami apnk imei and model number mail korche

Level 0

ধন্যবাদ ভাই আপনাকে এতো ভালো এটা টিউন করার জন্য। কিছু মনে করবেননা আমি কিছু মতামত দিচ্ছি…. ১৩ নাম্বার থেকে পরের ধাপ গুলো লাগে না। কারন যখন IPSW বানানো হয়, সেটা রিস্টোর করলে জেলব্রেক এমনিতে হয়ে যায়। আর ultrasn0w এর installation process Clare না। CYDIA তে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করলে সব প্যাকেজ install হবে। তারপর changes এ ক্লিক করে All update এ ক্লিক করে আপডেট করে নিতে হবে। এসময় openSSH Auto Install হবে। তারপর manage এ ক্লিক করে sources ক্লিক করে Dev Team (sttp://repo666.ultrasn0w.com/) Install করলেই আপনার ফোন আনলক হয়ে যাবে।

Sorry Vai অনেক কথা বলেফেল্লাম…