আসসালামু আলাইকুম । আশা করি, আল্লহর রহমতে আপনারা সবাই ভালো আছেন । আজ আমি আপনাদের, একজন মহত্ ব্যক্তি সম্পর্কে বলব । আপনারা সবাই নিশ্চয়ই Apple বা iPhone এর সম্পর্কে কম~বেশি জানেন । কিন্তু জানেন কি এগুলোর জনক কে ? Apple ও iPhone এর জনক, ষ্টিভ যবর্স । তার মত মহত্ ব্যক্তি সম্পর্কে, এই ছোট টিউনের মাধ্যমে বলা সম্ভব না । কম্পিউটার ও স্মার্ট ফোন আজ এই অবস্থায় আসার কারন হিসাবে আইফোনের জনক, ষ্টিভ যবর্স এর অবদান যে কত তা বলে শেষ করতে পারব না । আইফোন হল তার সৃষ্টি এক অসাধারন স্মার্ট ফোন । আর বর্তমানে অনেক স্মার্ট ফোনে কম্পানী তার ধারনা ব্যবহার করছে স্মার্ট ফোন-এ । কিছুক্ষন আগে একটি টিউনে দেখলাম লেখা আছে, ভুলে যান আইফোন ..... তাই পড়ে এই টিউনটি করা । আর এ্যানড্রয়েড, যা বলতে গেলে মাএ কয়েক বছর আগে এসেছে, কিন্তু আইফোন অনেক আগেই । আর ষ্টিভ যবর্স এর কাজকে ছোট করার অর্থ হল, ষ্টিভ যবর্স এর অবদানকে অস্বিকার করার সামিল । তাই আসুন আমরা ষ্টিভ যবর্স-কে, অন্তত ধন্যবাদ জানাই ।
আমি আমি হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ষ্টিভ যবর্স ইজ মহত্ ব্যক্তি