Iphone 2G,3G এবং Ipod 1G,2G-তে নতুন ios whited00r setup দেওয়ার পদ্ধতি

আসালামু আলাইকুম  । আসাকরি সবাই ভালো আছেন । whited00r নিয়ে প্রথম টিউনে অনেকের রেসপন্স পাওয়ার পর লিখতে বসলাম।

যারা জানেন না তারা দেখে নিতে পরেন

আইফোন 2G,3G এবং আইপড 1G,2G ব্যাবহার কারিদের জন্য সুখবর

Install করার আগে যা Download করতে হবে :-

1. iTunes - Download-    32 Bit   &     64 Bit

2. whited00r 6.0 Unlocked- Mainly আপনাকে যা করতে হবে আপনি যে আইফোন ইউস করেন তা whited00r -এর website-এ গিয়ে সেই আইফোন সিলেক্ট করে Unlocked Version Download করে নিন।Example হিসাবে নিচের ছবিটি দেখুন----

3. IOS--- Mainly আপনি যে আইফোন/আইপড ইউস করেন তার সর্ব শেষ IOS Version-টি নামিয়ে নিন - Download Link

4. Redsnow- Jailbreak এর জন্য- Download

Install করার পর Jailbreak-এর জন্য যা Download করতে হবে :-

1.আপনাকে প্রথমে আইফোনের Settings-এ যেতে হবে সেখান থেকে General -এ গিয়ে About -এ যেতে হবে েসেখানে গিয়ে আপনার আইফোনের Version দেখতে পারবেন। তা Download করে নিন।

2. সাধারনত Iphone 3g-তে আমি দেখেছি Version 3.1.3 থাকে।সে জন্য  আপনি Redsnow-এ Version টি Download করতে হবে। যদি IOS- এর Version অন্য থাকে তাহলে আপনারা কষ্ট করে ঐ Version Support করে এমন Redsnow Version Download করে নিন।

Setup দেওয়ার পদ্ধতি :-

1. প্রথমে iTunes setup করে আইফোন-টি Connect করে নিন । প্রয়োজন হলে Backup File রাখুন।এবার iTunes Close করে দিন।

2. Redshow প্রথমটা Open করুন এবং Browse থেকে IOS Select করে Next চাপুন।

3. Just Enter Pwned DFU Mode Right Now পয়েনটিতে টিক দিয়ে Next চাপুন।

4. তারপর আবার Next Press করুন ।

5. এখন আপনাকে আইফোনটি Boot করতে হবে।Boot করতে হলে আইফোনের উপরের Power Button চেপে ধরুন 3 Second Power Button না ছেরে Home Button 10 Second চেপে ধরুন ।10 Second পর শুধু Power Button ছেরে দিয়ে Home Button চেপে ধরুন 15 Second। আপনি ঠিক মতো পারলে দেখাবে ফাইল গুলো যাচ্ছে।না হলে Failed Massage দেখাবে তাহলে প্রকৃয়াটি আবার করতে হবে।লাগলে Video-টি দেখতে পারেন--


6.কাজ হলে iTunes Open করে Shift Button চেপে ধরে Restore iPhone Button-এ Click করুন।

7.এবার whited00r-এর Unlocked Version Select করুন।Next চাপুন।

8.iPhone/iPod Auto কাজ শুরু করে দেবে। আপনার কাজ হলো অপেক্ষা করা।

9.কাজ শেষ হলে আপনি আর আপনার পুরাতন iPnone/iPod-টিকে থুঁজে পাবেন না।

কিছু কথা :-

Jailbreak ছারা আপনি এটা চালাতে পারবেন । যে কোন সিম support করবে

Jailbreak :-

1.Jailbreak করার জন্য নিশ্চই সবকিছু Download করেছেন ।Redsnow দ্বিতীয় বার যেটা Download করতে বলেছিলাম সেটা Open করে Browse থেকে দ্বিতীয় IOS Select (3.1.3) করে Next চাপুন

2.Install Cydia-এ Click করে Next চাপুন ।

3.আগের মতো Boot করুন।

হয়ে গেল নতুন iPhone/iPod...............

ভুল হলে ক্ষমা করবেন

কমেন্ট করতে ভুলবেন না এবং প্রশ্ন থাকলে করতে পারেন......... 😆

Level 0

আমি Salman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কি আপনার সাইটে ফ্রীতে হাজার হাজার ভিজিটর চান http://free-blogspot-traffic.blogspot.com/

Vaiya apnake thank. Vaiya ami akta iphone kinte chai. Must old. Iphoner ki ki dekhe bujbo j ota valo iphone. Iphone 3gs nibo. Pls vaiya janan.

ভাইয়া দয়া করে জানাবেন প্লিজ। আমি খুব উপকৃত হবো। আইফোন ৩জি এবং ৩জিএস এর মধ্যে কোন তফাত আছে নাকি। কোনটা কিনলে ভাল হবে। তাছাড়া পুরাতন মোবাইল কেনার পক্ষে আপনার মতামত কি জানাবেন প্লিজ। খোদা হাফেজ আসসালামু আলাইকুম।

    Level 0

    @মোঃ আজাদ আলী:
    জি ভাই তফাত আছে।Main তফাত হলো IOS ।যেমন iPhone 3gs-এ আপনি সরাসরি 6.1.3 পর্যন্ত Up-great করতে পারবেন কিন্তু 3g-এ আপনি IOS 4.2.1 পর্যন্ত দিতে পারবেন।
    আপনি যদি Feature নিয়ে তুলনা করতে চান তাহলে এই লিঙ্ক দুটো দেখতে পারেন
    iPhone 3G- http://www.gsmarena.com/apple_iphone_3g-2424.php
    iPhone 3GS- http://www.gsmarena.com/apple_iphone_3gs-2826.php
    সর্বশেষ কথা পুরাতন মোবাইল ভাল কিন্তু তা অবশ্যই দেখে কিনবেন।
    যেমন:ক্যামেরা ভালো কিনা,Jailbreak করা কিনা ইত্যাদি আরও অন্যান্য প্রসঙ্গিক জিনিস এবং যদি মোবাইল কিনতে যান তাহলে iPhone 3GS কিনবেন তা আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাই।কিন্তু আমার আইফোন 3g তে ios 4.2.1 আর modem firmware 05.15.04 আছে। jailbreak করা নাই। এটাতে কি whited00r সেটআপ হবে?

    Level 0

    @Nashin Hassan:
    জি ভাই হবে।

ভাই অনেক ধন্যবাদ, আমার একটি আইপড টাচ (2জি. 4.2.1 এম.বি মডেল) আছে। আপনার টিউনটি দেখে কাজটি করার সাহস হচ্ছে। তবে কিছু প্রশ্ন?
নতুন ওএস টি কি একই ধরনের নাকি ভিন্ন রকমের,
আর আমি যদি এর ওরিজিনাল ওএস এ ফিরে যেতে চাই তবে কি সম্ভব,
আর জেইলব্রেক করার পর কি সব ধরনের এপস্‌ ইনষ্টল করা যাবে।
আমার আই পড টি তে শুধু ওয়াই-ফাই নেটওয়ার্ক আছে কিন্তু কাজ করছে না (কোন নেটওয়াক পাচ্ছিনা) কিভাবে ইউজ করবো তা জানাবেন।

আবারো ধন্যবাদ।

    Level 0

    @রাশেদ:
    নতুন IOS-এর কিছু ভিন্নতা রয়েছে
    আপনি যদি আগের Original IOS ফিরে পেতে চান তা ফিরে পেতে পারেন
    Jailbreak করার পর সব Apps Install করা যাবে কিনা তা নিয়ে কিছু সীমাবদ্ধতা আছে
    প্রধানত আপনি যখন নতুন আইওএস দেওয়ার পর সব Apps-ই নামাতে পারবেন না।
    whited00r নিজেরা Apps Devolve করে দেয়।
    আপনাকে কিছু উধাহরন দেই- Temple Run কি আপনি আপনার Iphone-এ আগে খেলতে পারতেন
    পারতেন না কিন্তু এটা দেওয়ার পর পারবেন।

      @Salman: উত্তর দেয়ার জন্য আপনাকে আবারো অনেক ধন্যবাদ,

Thanks vaiya Apnar suporamorsher jonno. Many many thanks for u.

salman vai,ami ki Unlocked Version download korbo na normal Version download korbo jailbreak korte hobe ki?

    Level 0

    @Nashin Hassan:
    জি ভাই Unlock Version Download করতে হবে। দরকার হলে Jailbreak করবেন কিন্তু Jailbreak করলে ভালো হবে।

amar iphone 3g er frimware 3.1.3…. ami “iPhone1_2_3.1.3_7E18_Restore.ipsw” download kore Redshow dia select korle “UNABLE TO RECGNIZE SPECIFIC IPSW” likha show kortce…plz help

    Level 0

    @dark_shadow:
    ভাই আপনি IOS 3.1.3 Version দিয়ে ট্রাই করবেন iPhone1_2_3.1.3_7E18_Restore.ipsw দিয়ে নয়।
    পুরো পোষ্টটি আবার পরুন।
    আপনার সুবিধার জন্য আবার নিচে দিচ্ছি-
    Install করার পর Jailbreak-এর জন্য যা Download করতে হবে :-

    1.আপনাকে প্রথমে আইফোনের Settings-এ যেতে হবে সেখান থেকে General -এ গিয়ে About -এ যেতে হবে েসেখানে গিয়ে আপনার আইফোনের Version দেখতে পারবেন। তা Download করে নিন।- http://www.ipswdownloader.com/download-iphone-ipsw-files.php

    2. সাধারনত Iphone 3g-তে আমি দেখেছি Version 3.1.3 থাকে।সে জন্য আপনি Redsnow-এ Version টি Download করতে হবে।- http://www.mediafire.com/download/q8yi6ioslmc7icf/redsn0w-win_0.9.4.zip

    যদি IOS- এর Version অন্য থাকে তাহলে আপনারা কষ্ট করে ঐ Version Support করে এমন Redsnow Version Download করে নিন।- http://www.sinfuliphone.com/showthread.php?t=10001882

    Jailbreak :-

    1.Jailbreak করার জন্য নিশ্চই সবকিছু Download করেছেন ।Redsnow দ্বিতীয় বার যেটা Download করতে বলেছিলাম সেটা Open করে Browse থেকে দ্বিতীয় IOS Select (3.1.3) করে Next চাপুন

    2.Install Cydia-এ Click করে Next চাপুন ।

    3.আগের মতো Boot করুন।

    Level 0

    @dark_shadow:
    দেরি হওয়ার জন্য দুঃখিত।
    আর কেমন পারফরমেন্স তা জানাতে ভুলবেন না।

আপনাকে উত্তরের জন্য ধন্যবাদ…আমি একটি ipod 2g কিনতেছি 2nd hand…ভাবতেছি ওইটাতে ও ইন্সটল দিব এটা 🙂 আর সমস্যা হলে আবার জালাব আপনাকে :p

ভাই আমার আইপড ২ তে ইন্সত্রাল দিতে চাই কিন্তু আমার পাউয়ার বাটন কাজ করছে না তাহলে আমি কি করে ইন্সট্রল দিব? আমি কিসুদিন আগে আপডেট করে আইওস ৪,২ করি কিন্তু এখন জাইল্ব্রেক ও করতে পারছি না…।। একটা উপায় বের করে দেন প্লীজ…………………।। ধন্যবাদ

    Level 0

    ভাই আপনি Power Button ছাড়া Jailbreak করতে পারবেন না। তাই আপনি Estern Plaga/Basundhora-এ গিয়ে আপনার iPhone সারান।