আমার টিউনের প্রথমে সবাইকে জানাই সালাম ও অভিনন্দন ।আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি পুরোনা ব্যাপার কিন্তু Flaver টা টেকটিউনস এর জন্য একদম নতুন । আমার জানার যদি ভুল না হয় তাহলে এখানে Apple ID বানানো নিয়ে প্রথমে আমাদের সাইফুল ভাই টিউন করেছেন ।তারপর অনেক টিউনারই Apple ID বানানো নিয়ে টিউন করেছেন । তবে যারা টিউন করেছেন, তাহারা সবাই-ই কম্পিউটারে কিভাবে Apple ID Create করা যায় সেটি নিয়ে টিউন করেছিলেন ।যদি ও নিয়মটা একই , কিন্তু এখানে কিছু কিছু দিক থেকে একটু সাশ্রয় পাওয়া যাবে ।যেমন:- (১)কম্পিউটার যারা চালাতে পারেননা তাদের জন্য (২)য়দি কেউ কম্পিউটার জেনেও থাকেন কিন্তু কম্পিউটার নেই ,তাই তাদের জন্য কম্পিউটারের প্রয়োজন হবে না (৩)কম্পিউটার থাকলেও itunes install করতে হবে না । আমার অনেক বন্ধুই দেখেছি Apple ID বানানোর জন্য বেশ দৌর ঝাপ দিতে হয় বা হয়েছে । কারন কারো কম্পিউটার নাই, কেউ কম্পিউটার চালাতে পারেনা , আবার দেখাগেছে কম্পিউটার থাকলেও internet চালানোর জন্য মডেম নাই । আবার মডেম থাকলেও , কিভাবে Apple ID তৈরি করবেন তার নিয়ম জানেন না । আর আমি তাদের বলছি এতোই যখন ঝামেলা মনে হয় , তো আপনী আপনার হাতের iphone/ipad/ipod touch দিয়েই Apple ID Create করে নিন । তবে আপনার মোবাইল দিয়ে Apple ID Create করতে যা প্রয়োজন হবে : (১) মোবাইলে Internet চালু থাকতে হবে ।(২)একটি E-Mail ID র প্রয়োজন হবে । তো চলুন আর কথা না বাড়িয়ে আসাযাক কাজের কথায় ।
প্রথমে আপনী আপনার মোবাইলের App store –এ যান এবং top chart থেকে একটি ফ্রি Apps নির্বাচন করুন ।ফ্রি লেখায় Click করুন এবং Inastall লেখায় Click করুন এখন দেখুন নিচের ছবিটির মত আসবে , এখানে Create New Apple ID লেখায় Click করুন । ➡ এখানে আপনী যে দেশে আছেন সে দেশের নাম সিলেক্ট করুন ।এবং Next –এ Click করুন । :arrow:এখানে Agree-তে Click করুন । :arrow:আপনী যে E-mail ID টি দিয়ে Apple ID তৈরি করতে চান , সেটি লিখুন । এবং Password এর ঘরে Password দিবেন, তবে Password নির্বাচনের সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রথম অক্ষরটি বড় হাতের অর্থাৎ Capital Later হতে হবে ।এবং আট অক্ষরের হতে হবে এর মধ্যে নাম্বার ব্যাবহার করতে হবে ও একই ধরনের অক্ষর যেন তিনটি না হয় ।যেমন : Younus70
➡ নিচে আপনাকে কিছু প্রশ্ন করবে আপনী তার উওর দিন । :arrow:এখানে মনে রাখবেন আপনী যে E-Mail টি Apple ID র জন্য ব্যাবহার করেছেন এখানে সেটি লিখলে হবে না, এখানে আপনার যদি অন্য কোন E-Mail থাকে তহলে সেটি লিখুন, না হয় আপনার কোন বন্ধুর E-Mail Addrass জানা থাকলে সেটি লিখুন । ।এবং পরবর্তী Stape গুলো সঠিকভাবে পূরন করুন ।তার পর Next এ Click করুন । ➡ এখানে Billing Information এ None এ Click করুন ।তার পর বাকি যে তথ্যগুলো লিখুন আপনার নিযের তবে এখানে itunes Gift Cards and itunes Gifts এর খালি ঘরে কিছু লিখতে হবে না ।তার পর Next এ Click করুন । ➡ Verify Your Account এখানে Done এ click করুন ।
➡ এখন দেখুন আপনী Apple ID তৈরির জন্য যে E-Mail টি ব্যাবহার করেছেন সেটি open করে দেখুন Verification এর জন্য এমন একটি E-Mail আসছে Apple থেকে । সেখানে Verify Now এ Click করুন । ➡ আপনী Apple ID র জন্য যে E-mail টি ব্যাবহার করেছিলেন সেটি এখানে লিখুন এবং সেখানে যে Password টি দিয়েছিলেন (Younus70) এখানে সে password দিন ।তারপর Verify Address এ Click করুন ।তবে আবারো বলি Password এর প্রথম অক্ষরটি কিন্তু বড় হাতের হতে হবে । এখন হয়ে গেল আপনার Apple ID তৈরি করার কাজ শেষ । এখানে ছবি আরো কম দিয়েও টিউন করতে পারতাম ।তার পরও দিয়েছি একদম নতুনদের যেন কোন সমস্যা না হয় ।আর কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন ।
মো: ইউনুছ মিয়া (শ্রাবন)
আমি Md.Younus Miah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রবাসে (Saudi arabia) থাকি । একটি কোম্পানীতে Manager এর দায়ীত্বে আছি, তাই আমি অন্য টিউনারদের মতো টেকটিউনস এ সময় দিতে পারিনা । তবে আমি টেকটিউনসকে অনেক ভালোবাসি তাই টিউন না করার মতো সময় না থাকলেও প্রতিদিন একবার হলেও ভিজিট করি । সবাইর উৎসাহ পেলে আমি ভবিশ্যতে আশাকরি আপনাদের ভালো...
Kevabe pc hote ipod e music nibo??itools,syncios software use korechi…kinto kono kaj hoy na…ipod e music nibo kivabe??plz help koren vai