কোন প্রকার ক্রেডিট কার্ডের ইনফো ছাড়াই তৈরি করুন Apple ID

এন্ড্রয়েড অপারেটিং সমর্থিত ডিভাইস সমূহে Google Play Store একসেস করার জন্য যেমন Gmail ID প্রয়োজন হয়, ঠিক তেমনি এ্যপল ডিভাইস সমূহের ক্ষেত্রে এ্যপেলের iTunes / App Store একসেসের জন্য এই Apple ID প্রয়োজন। তবে এই Apple ID তৈরি করতে হলে ক্রেডিট কার্ডের [Visa, American Express] কিছু Info দেয়া লাগে। অর্থাৎ আপনি iTunes / App Store থেকে কোন গান/সফটওয়্যার/গেমস ইত্যাদি কিনলে সাথে সাথে সেটি আপনার ক্রেডিট কার্ড থেকে স্বয়ংক্রিয় ভাবে টাকা কেটে নিবে। কিন্তু অনেকেই আছেন যাদের এসকল ক্রেডিট কার্ড নেই। তাই এই বিকল্প ব্যবস্থা। আর এই বিকল্প ব্যবস্থা স্বরূপ আপনি কোন প্রকার ক্রেডিট কার্ডের Info ছাড়াই আপনার আইফোন/আইপ্যাডের জন্য এবার তৈরি করে ফেলুন Apple ID

তাহলে আসুন দেখে নেই পিসি থেকে কিভাবে এই Apple ID আইডি তৈরি করবেন।

যা যা লাগবেঃ
১. iTunes সফটওয়্যার
২. ইন্টারনেট কানেকশন

পিসি থেকে Apple ID তৈরি করতে প্রথমেই আপনার পিসিতে iTunes সফটওয়্যারটি ইন্সটল থাকা লাগবে। নিচে iTunes সফটওয়্যারটির ডাউনলোড লিংক দেয়া হল।

১. iTunes 11.0.4 (32-bit) - ৮৪.৯৮ মেগাবাইট
২. iTunes 11.0.4 (64-bit) - ৮৬.৭১ মেগাবাইট

ডাউনলোড করে সেটআপের পর iTunes সফটওয়্যার টি ওপেন করলে এরকম UI দেখাবে।

এখন iTunes সফটওয়্যার থেকে App Store এ ক্লিক করুন।ক্লিক করার পর যেকোন ফ্রি সফটওয়্যারে ক্লিক করুন। যেই ফ্রি সফটওয়্যারে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পর নিচে Free নামক অপশন আসবে। ঐটায় ক্লিক করলে Apple ID আইডি তৈরি করার একটি বক্স আসবে। ঐখান থেকে Create Apple ID তে ক্লিক করুন।

ক্লিক করার পর Welcome To The iTunes Store নামক একটি পেইজ আসবে।ঐখান থেকে Continue সিলেক্ট করুন।

সিলেক্ট করার পর টার্মস & কন্ডিশন পেইজ আসবে। ঐখান থেকে যদি দেশের নাম পরিবর্তন করতে চান তাহলে Click here অপশনে ক্লিক করে পছন্দ অনুযায়ী দেশ সিলেক্ট করুন [এখানে বাংলাদেশের নাম নেই]। এরপর I have read & agree to these trarms & conditions এর বাম দিকে ঠিক চিহ্ন দিয়ে Agree তে ক্লিক করুন।

অতপর Apple ID ডিটেইলসের পেইজ আসবে। এখানে আপনার ই-মেইল আইডি, Apple ID এর জন্য পাসওয়ার্ড [একটি বড় হাতের অক্ষর সহ ছোট হাতের অক্ষর ও সংখ্যা দ্বারা সম্বনিত হতে হবে Ex: Apple12345], ৩ টি সিকিউরিটি কোয়েশ্চেন, রেসকিউ ই-মেইল আইডি এবং জন্ম তারিখ প্রদান করতে হবে। এরপর Continue তে ক্লিক করুন।

ক্লিক করার পর Payment Method পেইজ আসবে।এখান থেকে Payment Type None সিলেক্ট করুন। এরপরের বক্স টি খালি রাখুন। Billing Address ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রীট, এপার্টমেন্ট, সিটি, স্টেট, জিপ কোড, এরিয়া কোড, ফোন নম্বর ইত্যাদি দিয়ে Creat Apple ID তে ক্লিক করুন।

বিঃদ্রঃ আপনি যেই দেশেই সিলেক্ট করুন না কেন গুগল থেকে ঐ দেশের জিপ কোড, স্টেট ইত্যাদি আগেই সংগ্রহ করে নিয়েন। কারণ Payment Method পেইজটিতে আপনি বেশী সময় পাবেন না। ফলে টাইমআউট হয়ে গেলে আপনাকে পুণরায় শুরু করতে হবে।

আপনার Apple ID টি ক্রিয়েট হয়ে গেলে আপনাকে এই পেইজ টি শো করবে। ই-মেইল ভেরিফিকেশন কমপ্লিট না পর্যন্ত iTunes সফটওয়্যারটি ক্লোজ করিয়েন না এবং OK তে ক্লিক করিয়েন না। যদি করেন তাহলে কোন সমস্যা নেই। শুধু দেখাবে যে আপনার ই-মেইল ভেরিফিকেশন হয় নি।

এখন আপনি আপনার মেইল আইডিতে প্রবেশ করুন এবং ভেরিফিকেশন ই-মেইলটি চেক করুন। ভেরিফিকেশন ই-মেইলটি ওপেন করে Verify Now তে ক্লিক করুন। অতপর আপনার ই-মেইল আইডি ভেরিফিকেশনের জন্য একটি পেইজে নিয়ে যাবে যেখানে আপনার ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড প্রদান করতে হবে। ই-মেইল আইডি ও পাসওয়ার্ড দেয়ার পর Verify Address এ ক্লিক করুন। ই-মেইল Address Verify হলে এই বার্তা গুলো প্রদর্শন করবে।

E-mail Address Verified এ বার্তাটি প্রদর্শনের পর আপনি iTunes সফটওয়্যার থেকে OK ক্লিক করবেন। এরপর আপনাকে iTunes সফটওয়্যারটি থেকে এই বার্তাটি শো প্রদর্শন করবে। এখন Start Shopping এ ক্লিক করে iTunes / App Store একসেস করতে পারবেন।

এই ভাবেই কোন প্রকার ক্রেডিট কার্ডের ইনফো ছাড়াই তৈরি হয়ে গেল আপনার কাঙ্খিত Apple ID। আশা করি আপনাদের কাজে লাগবে।

😆  ধন্যবাদ 😆

Level 0

আমি মিজভী বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks Bro. Hope it will be useful and I will try & if I get any problem, I will acknowledge you.

Level 0

ai rokom Apple Id create kora khub shoja. Tobe paid apps use na korle apple er asol moja pawa jay na.

    @rony000777: আমি আপনার কথায় একমত।কিন্তু আমাদের দেশে যারা এ্যপেল ব্যবহার করে তাদের অনেকের ক্রেডিট কার্ড তো দূরে থাক ব্যাংক একাউন্টটা পর্যন্ত নেই।আর ফ্রি কি চালানো যায় তাতেই অনেক।কারণ আপনি ক্রান্ট্রি রিজিওন ভেদে যদি আমেরিকার আইডি হয় তাহলে ঐখানে কারেন্সি অনুযায়ী তো $১-২ ডলার।কিন্তু আমাদের দেশের কারেন্সি অনুযায়ী তো সেটা ৭৮-১৫৫ টাকার মত তাই না।

Level 0

There is no ”none” option in payment method. so I can’t creat Apple ID.
I am using I tunes softwere version is 11.0.2.25
How can i creat apple ID? plz infrom me….

    @mukul: আমি মনে হয় পোস্টে ঠিক ভাবে ব্যক্ত করতে পারি নি এর জন্য আমি দুঃখিত।একারণে আপনি None অপশন টি পান নি।

    আপনি এপ স্টোর থেকে যে কোন ফ্রি এপসে ক্লিক করুন।এরপর ঐ ফ্রি এপস টি ডাউনলোড করার জন্য Free তে ক্লিক করুন।তাহলে আপনার কাছে সাইন ইন করার জন্য একটি ডায়ালগ বক্স আসবে।ঐখান থেকে Create Apple ID তে ক্লিক করুন।তখন পেমেন্ট মেথড পেইজে None অপশন টি পাবেন।নিচের ছবি গুলো দেখার অনুরোধ রইল।

    1. http://postimg.org/image/tcyampz9f/
    2. http://postimg.org/image/7d03qx4yv/

Level 0

Hmmm. Tobe ai ta thik. Free id hole o motamoti valo e chole. Je kono ID chara apple orthohin. Apnar tune ta valo hoise.

valo

Level 0

অনেক অনেক ধন্যবাদ… 🙂
i have a question…amr i phone jailbreak kora… boro bhai er a/c diye eto din chalacillam… aj apnar technique follow kore 1kta Free apple id banalam 😉
ques hochhe amr mob eo ki 1kon new apple Id ta diye lig-in korbo…? r i-cloud ki ei apple id diye a/c khulte hbe naki? ( new iphone user temon valo bujhi naa 🙁 )

    @Djoy: আমি যতদূর জানি এই আইডি দিয়েই সব কিছুই করা সম্ভব।সেটিং এ গিয়ে কাজ টা করতে পারবেন।যেহেতু জেইলব্রেক করা সেক্ষেত্রে রিস্কের ব্যাপারটা মাথায় রাখিয়েন।আইডি পরিবর্তন করা সম্ভবপর হবে কিনা সেটা বলতে পারছি না তবে আপনি তো Cydia দিয়েই কাজ চালাতে পারেন।

mizvi bappa vai…. karor ip dea tar details jana jai kivabe,,,,jevabe apni ber kore dekhaichen >bangladeshe chalu holo ppc add site a< mone poreche?

Level 0

ভাই আমি none লেখা কথাও পাইনা কি করব একাতু বলবেন please