আমরা আশা করতে শুরু করেছিলাম এবার বুঝি সত্যিই অ্যাপল তার স্বল্প মূল্যের মোবাইল ফোন বাজারে নিয়ে আসবে। এবার সে খবরের পালে আরও জোরে বাতাস লাগা শুরু হয়েছে।
সম্প্রতি স্বল্প মূল্যের আইফোনের আরও ছবি পাওয়া গিয়েছে। বর্তমানের ছবি গুলোতে স্বল্প মূল্যের আইফোনের সাথে বর্তমানের আইফোন ৫ এর ভেতরকার পার্থক্য এবং মিল এই দুটি বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা সেইসব ছবিগুলো নিচে তুলে ধরলামঃ-
এই ছবি গুলোতে ফোনের নিচের ও উপরের অংশের দিক দেখুন, এখানে পার্থক্য খুব একটা বেশি নেই শুধু মাত্র সাউন্ড স্পিকারের অংশে কিছুটা ভিন্ন।
এখানে পাশাপাশি দিক থেকে পার্থক্য দেখা যাচ্ছে, বাটন গুলো পরিবর্তন হয়েছে সাথে সাথে ফোনের কর্নারের দিকটা স্মুথ করা হয়েছে।
এখানে উপরের আর নিচের ছবিতে কমদামী ভার্সনের ভিতরকার ছবি দেখা যাচ্ছে। উপরের ছবিটিতে দূরের থেকে আর নিচের ছবিতে কাছের থেকে দেখান হয়েছে।
স্বল্প মূল্যের আইফোন গুলো বিভিন্ন রঙের মধ্যে পাওয়া যাবে যেমন- লাল, হলুদ, সবুজ রঙ ইত্যাদি। আর ফোনের বডি হবে প্লাস্টিকের তৈরী।
শোনা যাচ্ছে স্বল্প মূল্যের আইফোনের আবার দুটি ভার্সন থাকবে, একটি কমদামী হবে আরেকটি হবে মিড রেঞ্জের।
কমদামী ভার্সনে থাকবে dual-core H5P processor, 1GB র্যা ম, BT 4.0 এবং 4G সুবিধা। অন্যটিতেও একই রকম থাকছে তবে পার্থক্য রয়েছে প্রসেসরে, সেটি হবে dual-core H6P processor.
তবে এখানে নতুন করে একটি কৌতুহল জাগছে যে, অ্যাপলের Apple AX প্রসেসরের কি হল? কেননা অ্যাপল তাদের আইফোন ৫ থেকে নিজেদের তৈরী প্রসেসর ব্যবহার শুরু করেছে। সেগুলো কেন তবে ব্যবহার করা হচ্ছে নাহ?
এখন তাহলে অপেক্ষার পালা কখন তারা স্বল্প মূল্যের আইফোন বাজারে ছাড়বে।
আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I study in Daffodil International University. Programme BBA..