আইফোনের Passcode Lock থেকে camera option গোপন করে রাখুন খুব সহজেই।

সবাই আমার সালম নিবেন। আশা করি সবাই ভাল আছেন । টেকটিউন্সে আইফোন বিভাগে এটি আমার ৪র্থ নাম্বার টিউন।
আপনারা যারা আইফোন ইউজ করচ্ছেন বা আগে করেছেন কম বেশী সবাই আইফোনটি কে কেউ যাতে টিপতে না পারে তার জন্য আইফোনটিকে Passcode লক করে রাখেন বা রাখতেন । কেননা কেউ যদি আইফোনটিকে উল্টা পাল্টা টিপে নষ্ট করে ফেলে এই ভয়ে। আবার কেউ কেউ আছে বাচ্চাদের ভয়েও Passcode লক করে রাখে । দামি জিনিসের প্রতি সবারই মায়া থাকে । পরে দেখা যায় আইফোন Passcode লক করেও শান্তি পাওয়া যায় না । কেননা যারা আইফোন ইউজ করেন তারা সবাই জানেন যে আইফোন Passcode লক এর সাথে Camera option থাকে । আইফোন Passcode লক থাকা অবস্থায় Photo তোলা যায় । দেখা যায় অনেকেই Passcode লক খুলতে না পেরে শুধু শুধু Camera নিয়ে ঘাটা ঘাটি করে আর শুধু Photo তোলতে থাকে । এতে করে দেখা যায় আইফোনটির প্রচুর Battary Charge খরচ হয় এবং খুব তাড়াতাড়ি Camerar লেঞ্চের ও ক্ষতি হওয়ার ও সম্ভবনা থাকে । আর যদি এই কারনে কোন রকমে আইফোনের Camera নষ্ট হয়ে যায় পরে ওই আইফোনটির কোন মূল্যই থাকে না । তাই আমাদেরকে একটু সচেতন হলেই হয়। আর এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় চলুন দেখি ।

আপনাকে প্রথমে Setting option সিলেক্ট করতে হবে । Settings option থেকে General option সিলেক্ট করে নিচের দিকে গিয়ে Restrictions option সিলেক্ট করতে হবে Restrictions option তে গিয়ে দুই বার Password দিন, আপনার ইচ্ছা মতো ৪ ডিজিটের যে কোন Password দিয়ে Restrictions option এ ঢুকুন। তবে Password যে দুই বার দিবেন দুই বারই যাতে Password একই রকমের হয়। তারপর Allow নামের একটা মেন্যু তে Camera নামের একটা option আছে এটা সাধারনত On mode এ দেওয়া থাকে এটা Off করে দিলেই আপনার কাজ শেষ । ও আর একটু কাজ বাকী তা হচ্ছে Restrictions option টা Enable করে দিবেন যদি তা Disable করা থাকে। আপনার আইফোনে Camera নামক কোন option আর Show করবেনা । এমন কি Passcode লকেও Camera নামক কোন option Show করবেনা ।
আমি Screenshot দিতে পারছি না । তাই Screenshot দিতে পারলাম না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ।

আমার পোষ্ট টিতে যদি কোন ভূল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
আইফোনপ্রেমিদের জন্য আমি http://www.facebook.com/iPhone1873 পেইজটি তৈরী করেছি ইচ্ছা হলে লাইক মারতে পারেন।

Level 0

আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I study in Daffodil International University. Programme BBA..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস