আইফোন দিয়ে কন্ট্রোল করুন আপনার ল্যাপটপ !!! আইফোনকে বানিয়ে ফেলুন Wairless Touchpad !!!

ফিরে এলাম আমার প্রিয় টেকটিউনস এ।আজ অনেকদিন পর টিউন করতে বসলাম।  আগেই বলে নেই যে আমার এই লেখাটি আজই একটু আগে http://tech.priyo.com/ তে দিয়েছি। তাই ভাবলাম যে আমার প্রিয় টেকটিউনস এ লেখাটা দিলে হয়ত ভালোই হবে তাই লেখাটি দেয়া।যাই হোক শুরু করা যাক। আমরা অনেকেই আইফোন ব্যাবহার করি শুধুমাত্র কথা বলা আর সামান্য কিছু ডিফল্ট apps ব্যবহার করে। কিন্তু আইফোনের জন্য অনেক সুন্দর কিছু apps আছে।যা দিয়ে আপনার আইফোনকে আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন।কখনো কখনো হয়ত আপনার ইচ্ছা হয় যে ইস এমন যদি হত যে আমার আইফোনটা দিয়ে পিসি কন্ট্রোল করা যেত তাহলে দারুন হত। হয়ত এতে wirless keyboard & mouse কেনার টাকাটাও বেচে যেত। যাই হোক আজ আমি দেখাবো যে কিভাবে আইফোন দিয়ে ল্যাপটপ কন্ট্রোল করা যায়।এটা আসলে করা হয় wifi দিয়ে।সফটওয়্যার টির নাম Remote mouse.সফটওয়্যারটি free পাবেন http://www.remotemouse.net/ এই ঠিকানায়।

যা যা লাগবে-

১.Iphone 3gs,4s,5 .

২. Any wifi enable Laptop.

এখন আমি ধাপে ধাপে সমস্ত প্রক্রিয়াটি সম্পর্কে বলবো-

১.প্রথমে আপনার পিসিতে Software টি Download করে নিন এখান থেকে।

২.software টি install করুন।

৩.software টি পিসিতে  Run  করুন।তাহলে computer এর task manager এ green colour এর (বামে কোনায়)একটি আইকোন দেখতে পাবেন।

৪.এবার আইকনটির উপর mouse এর right button এ click করে show ip address এ click করে ip address টি show করে রাখুন। এটি একটু পরেই কাজে লাগবে।

৫.এরপর আপনার আইফোন এর apple store থেকে Remote mouse  নামক Software টি free তে Download করে Install করে নিন।

৬.আপনার সেটের wifi enable করে নিন।

৭.Iphone এ software টি run করুন।

৮.ip নামক button এ click করুন এবং পিসি তে প্রদর্শিত ip address টি দেখে এথানেও অনুরুপ ip address টি সেট করুণ।এবার ip টিতে click করুন।ব্রাস হয়ে গেল আপনার wirless touchpad device.(এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যে যদি প্রথম Ip টি কাজ না করে তবে পিসি এর show ip address এ ok করুন তাহলে আরেকটি Ip পাবেন এখন ঐটা দিয়ে চেষ্টা করুন। আশা করি হয়ে যাবে।)

 

 

just enjoy....!!!! যদি কোন সমস্যা হয়। তবে কমেন্ট করে জানাবেন আমি যতদুর পারি সাহায্য করবো। আমি সফল ভাবে এটা এখন পর্যন্ত use করতেছি। ও আর একটি কথা  non jailbroke iphone এ  25pp সফটটি আমি use করে any iphone paid apps এর  full version বিনামূল্যে use করতেছি। tanvir ভাইয়ের টিউনটি দেখুন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/180283

Level 2

আমি বেনজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ , আমি এতদিন ধরে এটাই খুচ্ছিলাম,এখন আমি পেরেছি, অনেক সুন্দর করে লিখেছেন। অসাধারণ, যাক এখন আইফন টাকে কাজের মনে হচ্ছে , সত্যি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, ভাইয়া আমার আইফন নিয়ে কিছু শিখতে এচ্ছে করে কিন্তু হয়ে উঠে না, প্লিস আপনার skype আইডি টা একটু দিবেন? হয়তো কখনো কিছু মনে আসলে আপনার কাছথেকে শিখতে পারব। আসলে এত দামদিয়ে আইফন কিনে তেমন কিছু না করতে পারলে ভাল লাগে না। ধনবাদ । ভাল থাকবেন

কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।ব্যাপার হচ্ছে ভাইয়া আমি আইফোন সম্পর্কে খুব একটা ভালো জানি না।তবে আমি শিখতে চেষ্টা করছি মাত্র।যাই হোক আমি আপনাকে যতদুর পারি সাহায্য করার চেষ্টা করবো। আমার skype id- benjurahman.

চরম…….

Symbian মোবাইলের জন্য রিমোট কন্ট্রল সফট কোনটা ভাল হবে

it’s working superb on my iPhone 5 But ব্লুটুথ মাউস হলে ভালো হতো.. wifi তো নেট ছাড়া কাজ করবে না.. anyway, good tune.. Keep it up..

Wifi অথবা net use করলে তো team viewer টা ই best.. ওটাতে বরং pc screen সহ আরো অনেক সুবিধা আছে..

Level 0

চমৎকার শেয়ারের জন্য ধন্যবাদ । এখনই ট্রাই করবো ।