খুব ফাস্ট একটি অ্যাপস শুধুই আইফোনের জন্য ।

টেকটিউন্সে এটি আমার দ্বিতীয় টিউন । কোন রকম ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
আমারা সকলে জানি এক এক সফটও্যারের কার্যপ্রণালী এক এক রকম । আমি কয়েক দিন আগে আপনাদের কে zeusmos নামের একটি সফটওয়ারের কথা বলেছিলাম । সেই সফটওয়ার টি অনেক স্লো কাজ করে এবং সকল সফটওয়ারের লিঙ্ক পাওয়া যায়না । তাই আমি আপনাদের মাঝে আই ফোনে কিভাবে ফ্রি paid apps খুব তাড়াতাড়ি ডাউনলোড এবং সকল সফটওয়ার ডাউনলোড এর লিঙ্ক পাওয়া যায় তেমন একটি সফটওয়ার শেয়ার করব ।
সফটওয়ারটির নাম app cake 5+ ।
সফটওয়ারটি পেতে প্রথমে আপনাকে cydia তে যেতে হবে । cydia তে যাওয়ার পর manage option select করতে হবে । manage option select করার পর sources option select করে উপরের ডান পাশে edit এ ক্লিক করে বাম পাশে add এ ক্লিক করতে হবে । তারপর http://ihacksrepo.com লিখে add source এ ক্লিক করে লিঙ্ক টি source option এ add করে নিতে হবে । পরে search option এ গিয়ে app cake 5+ লিখে সফটওয়ারটি install করুন । সবশেষে enjoy করুন ফ্রি paid apps । সবাইকে অসংখ্য ধন্যবাদ । সবাই ভালো থাকবেন ।

Level 0

আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I study in Daffodil International University. Programme BBA..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

iphone enai app diye ki korbo.

    আজ নাই কাল যে হবে না তার কি কোন গ্যারান্টি আছে ।

vai ios koto supported ??? please jansaben

    app cake এর verson আছে verson অনুযায়ী সকল আইওএস এ সাপোর্ট করে ।

Level 2

iphone 4s to software install dite parsi na…….please help

    ভাই আপনার setting এ প্রব্লেম থাকতে পারে তাই আপনাকে setting+general+Restrictions গিয়ে দেখতে হবে Restriction option টি on নাকি off যদি on থাকে তাহলে আপনাকে password দিয়ে প্রবেশ করতে হবে । প্রবেশ করার পর apps install নামের একটি option আছে এই option টি যদি on থাকে তা off করে দিলে আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে ।

Level 0

ভাই আমি iphone 4 নিয়েছি সপ্তাহ আগে,তাই তেমন কিছু জানিনা । যখন আমি িপসি থেকে itunes এর মাধ্যমে কোন ছবি ফোনে কপি করি তখন একই ছবি দুটি ফোলডারে দুইবার দেখা যায়।এর সামাধান কি?

ভাই আপনি itunes দিয়ে যদি ছবি কপি করে আইফোনে ঢুকান তাহলে দুইটা ফোলডার আসবে। তাই আপনাকে apps store থেকে photo vault নামের software টি নামিয়ে তাতে photo কপি করুন itunes দিয়ে।তারপর iphone থেকে photo vault টি open করে সব photo select করে export করে দিন । পরে দেখবেন আপনার phone এর camera roll এ সব photo জমা হয়ে গেছে । এবং photo vault থেকে সব photo delete করে দিন না হয় সব photo camera roll & photo vault এ রয়ে যাবে এতে করে আপনার phone এর MB খরচ হবে। ও ভুলে গেছি এই software দিয়ে আপনি আপনার camera roll এর সকল photo লক করে রাখতে পারবেন…।