আইফোনের নামডাক শুনে অনেক শখ করে একটা আইফোন কিনেছেন। হয়তো এর কিছুদিন পর এক বন্ধু এসে তার এন্ড্রোয়েট এ হরেক রকম থিম দেখাচ্ছে, ইন্টারনাল ডেকোরেশন দেখাচ্ছে। তা দেখে হয়তো আপনি মন খারাপ করে ফেললেন, যে আইফোন কিনে ভুল্ করলাম না তো? শুধু ডিফল্ট জিনিষ ই ব্যবহার করে যাচ্ছি। নিজের পছন্দ মত কিছুই করতে পারছি না।
তাদের উদ্দেশ্যে বলছি, না, আপনিও আপনার আইফোন সাজিয়ে নিতে পারবেন আপনার মনের মত করে। সে সবই বলবো এ ধারাবাহিক টিউন এ।
আজ বলবো Barrel নিয়ে।
► সাধারন ভাবে আপনার আইফোনের এক পেজ থেকে অন্য পেজ এ যেতে যেভাবে স্লাইড করে যেতে হয়, Barrel এর সাহায্যে আপনি তা পরিবর্তন করতে পারবেন।
এখানে Barrel এর কিছু স্ক্রিনশট দেয়া হল:
► যেভাবে Barrel ইন্সটল করবেনঃ
১. Cydia তে যান।
২. Search এ Barrel Cracked লিখে সার্চ দিন।
৩. Install করে Confirm করুন।
৪. আপনার আইফোন Respring করুন, বা অফ করে অন করুন।
৫. এবার settings > Barrel এ যান।
৬. নিজের পছন্দ মত Barrel সিলেক্ট করুন।
►উপরের পদ্ধতি তে Barrel Cracked খুজে না পেলে বুঝতে হবে আপনার Sources এড করা নেই, সেক্ষেত্রে Sources এড করতে হবে। Sources যোগ করা শিখে নিন এখান থেকেঃ
Cydia তে Source যোগ করার পদ্ধতি
এক্ষেত্রে আপনাকে http://cydia.xsellize.com বা http://sinfuliphonerepo.com সোর্চটি যোগ করতে হবে।
এবার আগের মত করে
১. Cydia তে যান।
২. Search এ Barrel (যদি পেমেন্ট চায় তবে Barrel Cracked) লিখে সার্চ দিন।
৩. Install করে Confirm করুন।
৪. আপনার আইফোন Respring করুন, বা অফ করে অন করুন।
৫. এবার settings > Barrel এ যান।
৬. নিজের পছন্দ মত Barrel সিলেক্ট করুন।
ধন্যবাদ
আমি আজব আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks iphone niya tune korar jonno…amer v6.0.1 jailbreak ber hoinai ber hoile try korbo…… ar erjonno valo lagse iphone niya akon niomito tune paber jonno