শুধুই আইফোন [পর্ব-০৪] :: সাজিয়ে নিন আপনার আইফোন: Barrel

আইফোনের নামডাক শুনে অনেক শখ করে একটা আইফোন কিনেছেন। হয়তো এর কিছুদিন পর এক বন্ধু এসে তার এন্ড্রোয়েট এ হরেক রকম থিম দেখাচ্ছে, ইন্টারনাল ডেকোরেশন দেখাচ্ছে। তা দেখে হয়তো আপনি মন খারাপ করে ফেললেন, যে আইফোন কিনে ভুল্ করলাম না তো? শুধু ডিফল্ট জিনিষ ই ব্যবহার করে যাচ্ছি। নিজের পছন্দ মত কিছুই করতে পারছি না।
তাদের উদ্দেশ্যে বলছি, না, আপনিও আপনার আইফোন সাজিয়ে নিতে পারবেন আপনার মনের মত করে। সে সবই বলবো  এ ধারাবাহিক টিউন এ।
আজ বলবো Barrel নিয়ে।
► সাধারন ভাবে আপনার আইফোনের এক পেজ থেকে অন্য পেজ এ যেতে যেভাবে স্লাইড করে যেতে হয়, Barrel এর সাহায্যে আপনি তা পরিবর্তন করতে পারবেন।

এখানে Barrel এর কিছু স্ক্রিনশট দেয়া হল:

► যেভাবে Barrel ইন্সটল করবেনঃ
১. Cydia তে যান।
২.  Search এ  Barrel Cracked লিখে সার্চ দিন।
৩.  Install করে  Confirm করুন।
৪. আপনার আইফোন Respring করুন, বা অফ করে অন করুন।
৫. এবার  settings > Barrel এ যান।
৬. নিজের পছন্দ মত Barrel সিলেক্ট করুন।
►উপরের পদ্ধতি তে Barrel Cracked খুজে না পেলে বুঝতে হবে আপনার Sources এড করা নেই, সেক্ষেত্রে Sources এড করতে হবে। Sources যোগ করা শিখে নিন এখান থেকেঃ
Cydia তে Source যোগ করার পদ্ধতি
এক্ষেত্রে আপনাকে http://cydia.xsellize.com বা http://sinfuliphonerepo.com সোর্চটি যোগ করতে হবে।
এবার আগের মত করে
১. Cydia তে যান।
২.  Search এ  Barrel (যদি পেমেন্ট চায় তবে Barrel Cracked) লিখে সার্চ দিন।
৩.  Install করে  Confirm করুন।
৪. আপনার আইফোন Respring করুন, বা অফ করে অন করুন।
৫. এবার  settings > Barrel এ যান।
৬. নিজের পছন্দ মত Barrel সিলেক্ট করুন।

ধন্যবাদ

Level 0

আমি আজব আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks iphone niya tune korar jonno…amer v6.0.1 jailbreak ber hoinai ber hoile try korbo…… ar erjonno valo lagse iphone niya akon niomito tune paber jonno

ধন্যবাদ । এইটা আমি ব্যবহার করেছি । ভাইয়া আরও ভালো ভালো tweaks চাই।

Level 0

আপনার কথা মতো সব করলাম এরপর setting-Barrel গিয়ে দেখি blank (white screen).কিছুই নাই বুঝতে পারলাম না কোথায় ভুল হল?

    @nejacinize: Dawnload কি হয়েছে। Download না হলে আবার করে দেখতে পারেন। আর যদি Download হয় কিন্তু Setting এ খুজে না পান তবে হোম এ পাবেন

ভাই আইপড ৫থ জেনারেশন কিনেছি এখন জেলব্র্যাক করতেছিনা, কথাও আইপড ৫ এর জেলব্র্যাক দেখিনা

    @searching_boy: আইপড ব্যবহার করি নি বলে এর সম্পর্কে বলতে পারলাম না বলে দুক্ষিত। জানলে আপনাকে জানাবো।

Level 0

Arafat vai, shudhu apnii parben amake help korte…..Vai brand new iphone4s kinechi but ios6.0 er jonno jailbreak korte parchi na kothao theke…..vai, please, please..ekta solution den othoba kono reliable source er kotha bolen jekhan theke cydia setup korate parbo…..

    @rezvee: আপাতত কোথাও পাবেন না, কারন আপল ই ৬.০ এর জন্য কোন জেল ব্রেক ছাড়ে নাই। তাই কোথাও পাওয়ার কথা না। তবে শুনেছি খুব শিঘ্রই চলে আসবে।

Level 0

Arafat bhai, ami iPhone 3gs bebohar kori, amar phonee cydia chilo, kintu kisu source add korar por amar set safe mode eshechilo, amar add kora source guli delete korar por theke cydia nai, ekhon ami ki vabe cydia pabo, jodi ektu help koren, tahole onek upokrito hobo.

    @Fealue: Cydia থেকে আইফোন Safe mode এ যেতে পারে, এতে ভয়ের কিছু নাই। সেট অফ করে অন করলেই ঠিক হয়ে যায়। আর আপনার হয়তো কোন করনে জেল ব্রেক নষ্ট হয়ে গেছে। তাই Cydia পাচ্ছেন । জেল ব্রেক বিভিন্ন কারনেই নষ্ট হতে পারে। এতে ভয়ের কিছু নেই। আবার জেল ব্রেক করলে সব ঠিক হয়ে যাবে আশা করি।

Many many thanks for regular tune about iphone……

ভাইয়া এই লিঙ্ক এ কিছু Tweaks আছে। http://www.facebook.com/groups/iPhoneUserForumBangladesh/doc/412871462077644/ আমি এই গুল মোটা মটি সব ব্যবহার করেছি অনেক অনেক মজা। ভাইয়া আপনার কাছে এ ছাড়া কি Tweaks আরও জানা আছে ? যদি এরকম কোন লিঙ্ক দিতে পারেন বা আপনার যদি জানা থাকে তাহলে প্লিস আমাকে একটু দিবেন। আমার মেইল আইডি । [email protected] skype: saadrahmanbd

Level 0

ধন্যবাদ 🙂
মজার