শুধুই আইফোন [পর্ব-০৩] :: Cydia তে Source যোগ করার পদ্ধতি।

► প্রথম জেনে নেই Cydia কি?
বেশি কঠিন ভাবে বলবো না, সহজ ভাবে বলতে গেলে এটি আইফোনের এমন একটি আপস যার সাহায্যে আপনি আইফোনে যেমন আরো অনেক আপস ফ্রী নামাতে পারবেন তেমনি আপনার আইফোনে থিম চেঞ্জ করতে পারবেন, ফন্ট পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আরো অনেক কিছু, এগুলো আমি ধারাবাহিক ভাবে বলবো।
আপনার আইফোন টি যদি জেলব্রেক হয় তবে এতে Cydia থাকবে।
না থাকলে এখান থেকে জেল ব্রেক করার পদ্ধতি জেনে নিন। https://www.techtunes.io/mobileo/tune-id/57367

► Source যোগ করা কেন প্রয়োজন।
আপনার আইফোনের Cydia তে যদি Source যোগ করা না থাকে তবে আপনি আপনার পছন্দের আপস টি খুজে নাও পেতে পারেন। কিংবা পেলেও ফ্রীতে পাবেন না।
একটি আপস যদি এক Source এ কিনতে বলে তবে এটাই আবার অন্য Source এ ফ্রীতে পাবেন। তাই  Source যোগ করা প্রয়োজন।

► Source যোগ করার পদ্ধতি

১. Cydia তে যান।

২. Home এ যান

৩. More Package Sources এ যান

৪. এখানে অনেক গুলো Source দেখতে পারবেন।

৫. আপনার পছন্দের যে কোনটিতে ঢুকুন।

৬. এবার Install এ ট্যাপ করুন

৭. Confirm এ ট্যাপ করুন।

৮. এবার ডাউনলোড হবে। ডাউনলোড শেষ হলে Return to Cydia  দিয়ে বেড় হয়ে আসুন।

ব্যাস Source Add হয়ে গেল।

► Manually Source Add করার পদ্ধতি।

১. Cydia ওপেন করে Manage এ ঢূকুন

২. এবার Source এ ঢূকুন

৩. এবার Edit ট্যাপ করুন

৪। এবার Add এ ট্যাপ করুন।

৫. এবার পপ আপ বারে আপনার পছন্দের Source এর নাম লিখুন ও Add Source এ ট্যাপ করুন।

৬. এবার ডাউনলোড হবে। ডাউনলোড শেষ হলে Return to Cydia  দিয়ে বেড় হয়ে আসুন।

এবার আপনার পছন্দের Source Add হয়ে গেল।

ধন্যবাদ।

Level 0

আমি আজব আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks…..for nice tune and agia jan boss 🙂

Level 0

ipad mini jailbreak korte pari nai… apa to to aita amar kaje asbe na….. tobe samne lagte pare… thanks for the tune for apple product…. Admin der request apple nam e akta section khola uchit

ভাইয়া আমি আইফোন 4 use করি। আমার এখন 6.0.1 ভার্শন। এখনো এটার jailbreak বের হয়নাই তাই খুব কষ্টে আছি। জাইহক ভাইয়া যখন jailbreak বের হবে তখন আপনি আমাকে একটু help করবেন Tweaks এর ব্যবহার এর ব্যাপারে? আমি অনেক উপকৃত হতাম।

    @saad rahman: 6.0.1 এর জেলব্রেক এখনো আসে নি। তবে চলে আসবে শুনেছি। আর Tweaks নিয়ে আমি শীঘ্রই টিউন করবো, ধন্যবাদ

Level 3

ভাই আমার আইফোনে Cydia আপডেট করবো কি ভাবে??? Viber install করতে পারছিনা। Viber install করতে গেলে update চায়! আমার version iOS 4.1 3GS!!

    @sujon44:
    এখানে একটা উপায় আছে।
    ১. Cydia ওপেন করুন।
    ২. Changes এ যান।
    ৩. উপরে দেখবেন একটা কালো বার এ Downloading Packages লেখা। এটা ডাঊনলোড হতে দিন।
    ৪. Downloading Packages শেষ হলে Essential Upgrade নামে একটা পপ আপ আসবে।
    ৫. Upgrade Essential এ ট্যাপ করুন।
    ৬. Confirm এ ট্যাপ করুন।
    ৭. আপেক্ষা করুন। এবার Close cydia দিয়ে বের হয়ে আসুন আপনার আইফোন একবার Respring করে নিতে পারেন।

    ধন্যবাদ।

Deatils vabe bollar jonno apnake onek dhonnobad..iphone er r o tune er jonno oppekkhai thakbo….

thanks