► প্রথম জেনে নেই Cydia কি?
বেশি কঠিন ভাবে বলবো না, সহজ ভাবে বলতে গেলে এটি আইফোনের এমন একটি আপস যার সাহায্যে আপনি আইফোনে যেমন আরো অনেক আপস ফ্রী নামাতে পারবেন তেমনি আপনার আইফোনে থিম চেঞ্জ করতে পারবেন, ফন্ট পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আরো অনেক কিছু, এগুলো আমি ধারাবাহিক ভাবে বলবো।
আপনার আইফোন টি যদি জেলব্রেক হয় তবে এতে Cydia থাকবে।
না থাকলে এখান থেকে জেল ব্রেক করার পদ্ধতি জেনে নিন। https://www.techtunes.io/mobileo/tune-id/57367
► Source যোগ করা কেন প্রয়োজন।
আপনার আইফোনের Cydia তে যদি Source যোগ করা না থাকে তবে আপনি আপনার পছন্দের আপস টি খুজে নাও পেতে পারেন। কিংবা পেলেও ফ্রীতে পাবেন না।
একটি আপস যদি এক Source এ কিনতে বলে তবে এটাই আবার অন্য Source এ ফ্রীতে পাবেন। তাই Source যোগ করা প্রয়োজন।
► Source যোগ করার পদ্ধতি
১. Cydia তে যান।
২. Home এ যান
৩. More Package Sources এ যান
৪. এখানে অনেক গুলো Source দেখতে পারবেন।
৫. আপনার পছন্দের যে কোনটিতে ঢুকুন।
৬. এবার Install এ ট্যাপ করুন
৭. Confirm এ ট্যাপ করুন।
৮. এবার ডাউনলোড হবে। ডাউনলোড শেষ হলে Return to Cydia দিয়ে বেড় হয়ে আসুন।
ব্যাস Source Add হয়ে গেল।
► Manually Source Add করার পদ্ধতি।
১. Cydia ওপেন করে Manage এ ঢূকুন
২. এবার Source এ ঢূকুন
৩. এবার Edit ট্যাপ করুন
৪। এবার Add এ ট্যাপ করুন।
৫. এবার পপ আপ বারে আপনার পছন্দের Source এর নাম লিখুন ও Add Source এ ট্যাপ করুন।
৬. এবার ডাউনলোড হবে। ডাউনলোড শেষ হলে Return to Cydia দিয়ে বেড় হয়ে আসুন।
এবার আপনার পছন্দের Source Add হয়ে গেল।
ধন্যবাদ।
আমি আজব আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks…..for nice tune and agia jan boss 🙂