শুধুই আইফোন [পর্ব-০২] :: আইফোন টিপস এন্ড ট্রিকস

যারা নতুন আইফোন কিনেছেন বা কিনবেন তার জেনে নিন আইফোনের কিছূ প্রয়োজনীয় টিপস এন্ড ট্রিকস।

১. আইফোনের অটো রোটেশন বন্ধ করুন।

হোম বাটনে ডাবল ক্লিক করুন।  স্লাইড করে বামে যান। বামের রোটেট বাটন এ ক্লিক করে রোটট লক করুন ।

২. নির্দিষ্ট সময়  পর আইটিউন এর গান বাজানো বন্ধ করুন।

আইটিউন এ একটি গান বাজান এবার বেড় হয়ে যান। এবার Clock > Timer এ যান এবং  Timer সেট  করুন এবার  "When Timer Ends" এ ক্লিক করুন। সবার নিচে Stop playing এ টিক অন করুন। এখন টাইমারের সময় পর আইটিউন এর গান বাজানো বন্ধ হবে।

৩.  নোট এপস এর ফন্ট পরিবর্তন করুন।

Note নামে একটি এপস আছে যাতে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য লিখে রাখতে পারেন আপনি চাইলে এর ফন্ট পরিবর্তন করতে পারবেন।

এজন্য  Settings > Notes এ যান এবং ফন্ট পরিবর্তন করে নিন।

৪. ডোমেন নেম এন্ডিং পরিবর্তন করুন।

সাধারনত ডোমেন নেম এন্ডিং .com আকারে হয় তাই, সাফারীতে বা অন্যন্য ব্রাউজারে .com আকারে পাবেন। আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন।

এজন্য .com বাটন এর উপর ট্যাপ করে অপেক্ষা করুন। উপরে কয়েকটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনার পছন্দেরটি বেছে নিন।

৫. সাইন্টিফিক ক্যাল্কুলেটত ব্যবহার করুন।

calculator আপস এ যান। আইফোন কে বাকা করে ধরুন মানে ল্যান্ডস্কেপ এ ধরুন।

আপনাদের কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন সমাধান দেয়ার চেষ্টা করবো।

Level 0

আমি আজব আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks….aro kiso iphone niya tune chai 🙂

ধন্যবাদ, আসবে

Level 0

ধন্যবাদ আপনার টিউনের জন্য। কি ভাবে flash player download করব? আমি cydia-তে অনেক খুজলাম কিন্তু পেলাম না। একটু জানাবেন কোথায় এবং কি ভাবে ডাউনলোড করব? কারণ আমি অনলাইনে টিভি দেখতে চাই। কিন্তু এর জন্য ফ্লাশ প্লেয়ার প্রয়োজন ।

    Level 0

    @nejacinize: Flash player er dorkar nai to… Safari dia e to video chole quicktime player dia…..

Jazak’Allah khair.

Level 0

হয়ত আমি আপনাকে বোঝাতে পারি নাই কিংবা আপনি বুঝতে পারেন নাই। আমি আপনাকে বলেছি অনলাইন টিভি। সব সাইট কুইক প্লেয়ার সাপোর্ট করে না। আমার কথা আপনার যদি বিশ্বাস না হয় তবে আপনি নিজে দেখতে পারেন। একুশে টিভি ওয়েব সাইটে বা অন্য যে কোন বাংলা টিভি চ্যানেল আপনি দেখতে পারেন।

Thank you amon ekti sundor tune korar jonno .. iphone er jonno r o tune chai…..karon amader deshe akhon onek a iphone use korche tara sobai onek upokritohobe …..