যারা নতুন আইফোন কিনেছেন বা কিনবেন তার জেনে নিন আইফোনের কিছূ প্রয়োজনীয় টিপস এন্ড ট্রিকস।
১. আইফোনের অটো রোটেশন বন্ধ করুন।
হোম বাটনে ডাবল ক্লিক করুন। স্লাইড করে বামে যান। বামের রোটেট বাটন এ ক্লিক করে রোটট লক করুন ।
২. নির্দিষ্ট সময় পর আইটিউন এর গান বাজানো বন্ধ করুন।
আইটিউন এ একটি গান বাজান এবার বেড় হয়ে যান। এবার Clock > Timer এ যান এবং Timer সেট করুন এবার "When Timer Ends" এ ক্লিক করুন। সবার নিচে Stop playing এ টিক অন করুন। এখন টাইমারের সময় পর আইটিউন এর গান বাজানো বন্ধ হবে।
।
৩. নোট এপস এর ফন্ট পরিবর্তন করুন।
Note নামে একটি এপস আছে যাতে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য লিখে রাখতে পারেন আপনি চাইলে এর ফন্ট পরিবর্তন করতে পারবেন।
এজন্য Settings > Notes এ যান এবং ফন্ট পরিবর্তন করে নিন।
৪. ডোমেন নেম এন্ডিং পরিবর্তন করুন।
সাধারনত ডোমেন নেম এন্ডিং .com আকারে হয় তাই, সাফারীতে বা অন্যন্য ব্রাউজারে .com আকারে পাবেন। আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন।
এজন্য .com বাটন এর উপর ট্যাপ করে অপেক্ষা করুন। উপরে কয়েকটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনার পছন্দেরটি বেছে নিন।
৫. সাইন্টিফিক ক্যাল্কুলেটত ব্যবহার করুন।
calculator আপস এ যান। আইফোন কে বাকা করে ধরুন মানে ল্যান্ডস্কেপ এ ধরুন।
আপনাদের কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন সমাধান দেয়ার চেষ্টা করবো।
আমি আজব আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks….aro kiso iphone niya tune chai 🙂