আমার প্রথম টিউন, তাই ছোট একটা টিউন দিয়ে শুরু অরছি।
► আইফোন রিস্টার্ট করুন
আপনার আইফোনটি চালাতে চালাতে হটাৎ-ই হ্যাং হয়ে গেল কি করবেন তখন? আইফোন এ তো ব্যাটারী খুলার ব্যাবস্থা নেই যে তা করবেন। এর সমাধান আইফোন দিয়েছে। এখন আপনাদের তা বলবো।
আইফোনে সবার উপরে যে বাটন থাকে তাকে স্লিপ বা ওয়েক বাটন বলে, আর সামনের যে গোল বাটন থাকে তাকে হোম বাটন বলে।
আইফোন এর রিস্টার্ট করতে স্লিপ বাটন ও হোম বাটন একসাথে ৬-১০ সেকেন্ড ধরে থাকুন। ফোন বন্ধ হয়ে স্ক্রীনে আইফোনের লোগো আসা পযর্ন্ত অপেক্ষা করুন। স্ক্রীনে আইফোনের লোগো আসলে বাটন দুটি ছেড়ে দিন। এবার ফোন অন হতে সময় দিন। হয়ে গেল আপনার আইফোন রিস্টার্ট।
► আপিফোনে স্ক্রীনশট নিন।
নেট ব্রাউজ করছেন কিংবা কোন গেম খেলছেন, সেই মুহুর্তে ভাবছেন স্ক্রীনশট নিতে পারলে ভাল হত। চিন্তা কি আপনাদের দিচ্ছি এর সমাধান।
আইফোন এর স্লিপ বাটন ও হোম বাটন একসাথে শুধু একবার প্রেস করে ছেড়ে দিন। একটি ছবি ক্যাপচারের শব্দ হবে। এবং স্ক্রীনশট উঠবে। এই স্ক্রীনশট টি ফোনের ক্যামেরা রোলে সেভ হবে।
ধন্যবাদ
আমি আজব আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ