২০১৯ সালের প্রথমার্ধে বাজারে আসবে আইপেড মিনি ৫। সম্প্রতি তাইওয়ানে এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে শেষ আইপেড মিনি বাজারে এসেছিল। এর পরে কম দামের আইপেড সিরিজে কোন আপডেট আসেনি। তবে গত বছর নতুন আইপেড প্রো লঞ্চ করেছিল কুপার্টিনোর কোম্পানিটি।
তাইওয়ানে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ২০১৯ সালের প্রথমার্ধে বাজারে আসবে দুটি নতুন আইপেড। একটি সাধারন আইপেড অন্যটি আইপেড মিনি। ইতিমধ্যেই এই দুই মডেলের টাচস্ক্রিন তৈরীর কাজ শুরু হয়েছে।
টাচস্ক্রিন তৈরী শুরু হলেও নতুন দুটি আইপেড এর স্পেসিফিকেশান জানা যায়নি। তবে আগে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল আইপেড মিনি ৫ তে থাকবে হেডফোন জ্যাক আর ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ।
প্রসঙ্গত ২০১৫ সালের সেপ্টেম্বরে বাজারে এসেছিল আইপেড মিনি ৪। এর পর অ্যাপল এর বাজেট আইপেড লাইন আপে কোন আপডেট আসেনি। আইপেড মিনি ৪ এ ছিল ৭.৯ ইঞ্চি ২০৪৮×১৫৩৬ পিক্সেলস ডিসপ্লে আর এ৮ প্রসেসার।
আমি ওয়েব মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি রাকিব। ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।