আসসালামু আলাইকুম টেক লাভার বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আপনাদের দোয়াই। আজকে আপনাদের সাথে আলোচনা করব নতুন আরেকটি IOT Based Smart Device নিয়ে। এই আইওটি ডিভাইসটি হল একটি স্মার্ট সুইচ। স্মার্ট সুইচ গুলো সাধারণত অটোমেটিক অন/অফ হয়ে থাকে। যদি এমন একটি সুইচ আপনাদের বাসা বাড়িতে লাগানো থাকে তাহলে আপনার লাইট ফ্যান বা অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে চিন্তা করতে হবে না। স্মার্ট সুইচ সব কিছু একা একাই অবস্থা বুঝে ডিভাইস গুলোকে অন বা অফ করে দিতে পারে। আপনাকে সময় ধরে হিসাব করে বা নির্দিষ্ট সময়ের মধ্যেই অন অথবা অফ করা লাগবে না। এই ধরনের সুইচ গুলো সাধারণত এই কাজ গুলো স্বয়ংক্রিয় ভাবে করে থাকে।
আজকের টিউনে ঠিক এর থেকেও স্মার্ট একটি সুইচ নিয়ে আলোচনা করব। আশাকরি স্মার্ট সুইচটি সম্পর্কে বিস্তারিত জানলে আপনাদের কাজেও লাগবে এবং ভালও লাগবে। Belkin এর তৈরি WeMo WiFi Light Switch একটি IOT Based Smart Device। সুইচটিকে আপনি ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন যে কোন জায়গা থেকে। আপনার বাসার লাইটের ফুল কন্ট্রোল করার সুবিধা দেবে এটি। এই স্মার্ট সুইচটি আপনার বাসাকে স্মার্ট হোমের ফ্লেভার দিবে। না শুধু ফ্লেভার দিবে না বাস্তবেই আপনার বাসাকে স্মার্ট হোমে রূপান্তরের জন্য এক ধাপ এগিয়ে রাখবে। কারণ বিশ্বের সেরা সেরা টেক জায়ান্ট কোম্পানির তৈরি স্মার্ট ডিভাইস গুলোর সাথে সহজে কানেক্ট হতে পারে এটি। এই সুইচটির সব গুলো ফিচার এবং অ্যাডভান্টেজ্ড গুলো নিচে ধারাবাহিক ভাবে আলোচনা করব।
Wemo Smart Light Switch ব্যবহারকারীকে তার বাসার লাইট গুলোর উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণের সুবিধা দিয়ে থাকে। আপনি বাসায় থাকেন বা না থাকেন কোন সমস্যা না আপনি ইন্টারনেটের মাধ্যমে এটিকে পরিচালনা করতে পারবেন। আপনার ওয়াইফাই লাইনের সাথে Wemo Smart Switch টি কানেক্ট হতে পারে যাতে আপনি একে যে কোন জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারেন এজন্য কোন সাবস্ক্রিপশন ফি এবং হাব এর প্রয়োজন হবে না। আপনি এই সুইচটিকে দেয়ালে সেট করে রাখতে পারেন, আপনার মোবাইলের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি আপনি ভয়েস কমান্ডের মাধ্যমেও Wemo Smart সুইচটি কন্ট্রোল করতে পারবেন। Wemo Smart Switch টি অনায়াসে Apple Home Kit, Google Assistance, Amazon Alexa এর সাথে কানেক্ট হতে পারে যাতে এই স্মার্ট হোম ডিভাইস গুলোর মাধ্যমে এটিকে খুব সহজেই কন্ট্রোল করতে পারেন।
Wemo Smart Switch এর কিছু স্পেশাল ফিচার স্পেসিফিক-ভাবে জানার চেষ্টা করব। নিচে সেগুলো ধারাবাহিক ভাবে বর্ণনা করা হল।
আপনার বাসার যে কোন প্রকার লাইট বা ফ্যান এটির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকেই আপনার বাসার লাইট গুলো নিয়ন্ত্রণ করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। দূর থেকে নিয়ন্ত্রণের সুবিধা দিতে Wemo Smart Switch টি আপনার বাসার ওয়াইফাই নেটওয়ার্কের সাথে অটোমেটিক কানেক্ট হতে পারে এবং তার এই দূরবর্তী স্থান থেকে নিয়ন্ত্রণের সুবিধা দেওয়ার জন্য আপনাকে কোন প্রকার সাবস্ক্রিপশন ফি দিতে হবে না এবং কোন প্রকার হাব ইউজ করা লাগবে না। আপনি বাইরে ঘুরতে গেছেন, শপিং মলে শপিং করছেন, কপি শপে আড্ডা দিচ্ছেন, অফিসে কাজ করছেন অথবা অন্য কোন দেশে ছুটি কাটাতে গেছেন কোন সমস্যা নেই। আপনি সেখান থেকে বা যে কোন জায়গা থেকে অনায়াসে আপনার বাসার আলো নিয়ন্ত্রণ করতে পারবেন।
Wemo Smart Switch এর সাথে দেওয়া অ্যাপের মাধ্যমে আপনি সহজেই নির্দিষ্ট সময় অনুযায়ী শিডিউল তৈরি করে রাখতে পারবেন যাতে সেই সময় গুলোতে লাইট গুলো স্বয়ংক্রিয় ভাবে অন অথবা অফ হতে পারে। দেখা গেল আপনি বাড়িতে নেই কিন্তু আপনার সেট করা টাইম অনুযায়ী লাইট গুলো অটোমেটিক নিয়ন্ত্রণ হচ্ছে কখন কোন লাইটটি জ্বলবে কোনটি বন্ধ হবে এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আবার আপনি টাইম সেট করে দিলেন যে অমুক জায়গার লাইটগুলো সন্ধ্যার সময় অটোমেটিক জ্বলে উঠবে এবং সকালবেলা সূর্য উঠার সময় বন্ধ হয়ে যাবে। আপনার সেট করে দেওয়া সময়সূচী অনুযায়ী সমস্ত লাইটগুলো অটোমেটিক নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে যা নিয়ে আপনার কোন টেনশন করতে হচ্ছে না।
আপনার যদি কয়েকটি Wemo Device থাকে তাহলে আপনি সব গুলো ডিভাইসকে এক সাথে গ্রুপিং করে রাখতে পারবেন যাতে সব গুলোকে একসাথে নিয়ন্ত্রণ করতে পারেন। Wemo App এর মাধ্যমে সব গুলো ডিভাইসকে মাত্র ২ সেকেন্ড Press করে এক সাথে গ্রুপ করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। আবার সব গুলোকে একসাথে নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজেই। গ্রুপ করা ডিভাইস গুলোকে মাত্র ২ সেকেন্ড Press করে একই ভাবে অন অফ করা যায়।
বাড়িতে যদি মানুষ থাকে তাহলে র্যান্ডমলি আলো জ্বালানো হয়ে যায় মনের অজান্তেই। আপনি বাড়িতে থাকলে প্রয়োজনে অপ্রয়োজনে আপনার রুমের লাইট অন অফ করেন, বাথরুমের লাইট, ড্রয়িং রুম, লিভিং রুম, মেইন গেটের লাইট ইত্যাদি র্যান্ডমলি বা এলোমেলো ভাবে অন অফ করা হয়ে যায় যা আমরা খেয়াল করি না। কিন্তু বাইরে থেকে কেউ যদি বিষয়টা ফলো করে তবে সে বুঝতে পারে যে বাড়িতে অলরেডি কেউ না কেউ আছে। ঠিক আপনি অথবা কেউ যদি বাড়িতে না থাকে তবে আপনার Wemo Smart Switch টি একই স্টাইলে র্যান্ডমলি আলো জ্বলা নেভা করাতে থাকবে যাতে মনে হয় বাড়িতে লোক জন আছে। এই অবস্থায় বাইরে থেকে কেউ বিষয়টা ফলো করলে মনে করবে বাড়িতে লোক জন আছে। তাই তার মনে যদি দুষ্টু চিন্তা থাকে তবে সাহস করবে না আপনার বাড়িতে অনুপ্রবেশ করতে। এতে আপনার বাড়ি সুরক্ষিত থাকল যদিও আপনি বাড়িতে না থাকেন তবুও!
Amazon Alexa একটি ভয়েস কন্ট্রোলিং স্মার্ট ডিভাইস। এটার সাহায্যে ভয়েস কমান্ড দিয়ে দারুণ দারুণ সব স্মার্ট কাজ কর্ম করিয়ে নেওয়া যায়। এটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। এখন বলব Wemo Smart Switch টি দিয়ে AMAZON ALEXA এর সাথে কি কি করা যায়। যেহেতু অ্যামাজন এলেক্সা ভয়েস কমান্ডে চলে তাই Wemo Smart Switch টিকে এলেক্সার সাথে সহজে কানেক্ট করা যায়। এলেক্সার সাথে কানেক্ট হয়ে গেলে তখন আপনি শুধুমাত্র Alexa কে কমান্ড করে Wemo Smart Switch টিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি আপনি Alexa কে ভয়েস কমান্ড দিয়ে আপনার লাইট অন অফ করতে পারবেন অতি সহজে।
যেহেতু এটি গুগল এসিস্ট্যান্ট কে সমর্থন করে তাই যে সব ডিভাইস গুগল এসিস্ট্যান্ট সাপোর্ট করে সেই সব ডিভাইস দিয়ে আপনি আপনার বাসার আলো নিয়ন্ত্রণ করতে পারবেন। Google Assistant কে দিয়ে শুধুমাত্র ভয়েস কমান্ডের মাধ্যমেই আপনি আপনার বাসার আলো, ফ্যান ইত্যাদি ডিভাইসগুলোকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।
এটি Apple Home Kit এর সাথেও কানেক্ট হতে পারে। আই-ফোন, আইপড, অ্যাপল ওয়াচ, ম্যাক বা হোমপড থেকে অ্যাপল হোম অ্যাপ এবং Siri কে দিয়ে আপনার বাসার লাইট নিয়ন্ত্রণের সুবিধা পেয়ে যাবেন খুব সহজেই। আপনি শুধুমাত্র আপনার ভয়েস ব্যবহার করেই একেবারে খালি হাতে আপনার বাসার লাইট, ফ্যানসহ পুরো বাড়ির ডিভাইস কন্ট্রোল করতে পারবেন অনায়াসে। আপনার বাড়িটা একটি স্মার্ট হোম হয়ে যাবে!
সংক্ষেপে বলি IFTTT.com হল একটি অনলাইন ভিত্তিক অটোমেটেড সার্ভিস প্লাটফর্ম। আপনার অনলাইন ভিত্তিক যে কোন অ্যাপ অথবা একাউন্ট এখানে কানেক্ট করতে পারবেন যাতে আপনি এখান থেকে সবকিছু অটোমেটিক নিয়ন্ত্রণ করতে পারেন। সেই রকম Wemo Device গুলোর জন্যও তাদের কোম্পানি Wemo App তৈরি করেছে যে গুলো IFTTT তে সহজে কানেক্ট করা যায়। আপনি IFTTT থেকে খুব সহজেই আপনার Wemo Smart Switch নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার বাসার লাইট গুলো অন আছে না অফ আছে তার নোটিফিকেশন পেয়ে যাবেন খুব সহজেই।
আপনি স্মার্ট ফোন অথবা ট্যাব যেটাই ব্যবহার করেন না কেন Wemo App আপনাকে সব খান থেকেই আপনার বাসার আলো এবং অন্যান্য ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধা দিবে এতে আপনার মনে প্রশান্তি বয়ে আনবে কারণ কোন ঝামেলা ছাড়াই প্রায় সব প্লাটফর্ম থেকেই আপনি কন্ট্রোলিং এর সুবিধা পেয়ে যাচ্ছেন খুব সহজেই!
অফিসিয়াল ওয়েবসাইট @ Wemo Smart Switch
Wemo Smart Switch একটি দারুণ IOT device যা আপনার বাসার Wifi Network এর সাথে কানেক্ট হতে পারে যাতে আপনি যে কোন জায়গা থেকে আপনার বাসার লাইট, ফ্যানসহ অন্যান্য ডিভাইস খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন। তাছাড়া বিশ্বের নামি দামি টেক জায়ান্টদের তৈরি করা স্মার্ট হোম ডিভাইসের সাথে এটি খুব সহজেই ইন্টারফেস করতে পারে। আপনি ওইসব স্মার্ট হোম ডিভাইসের সাথে Wemo Smart Switch কে সহজেই কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। আপনার আলাদা ডিভাইস হলেও এক প্লাটফর্ম থেকেই সবগুলো নিয়ন্ত্রণের সুবিধা পেয়ে যাচ্ছেন। আমাদের দেশে এমন স্মার্ট প্রযুক্তি এখনও পর্যন্ত সহজলভ্য না। আমাদের দেশের প্রযুক্তিগত পরিবেশের সাথে ওইসব ডিভাইস খুব সহজেই খাপ খাওয়ানো সম্ভব না। আমরা শুধু প্রযুক্তি নিয়ে মুখরোচক গল্প শুনতে পছন্দ করি কিন্তু কখনও উদ্যোগ নিই না সেই রকম বিশ্ব সেরা প্রযুক্তি নিয়ে গবেষণা করার। যদিও অল্প সংখ্যক কেউ খোলস ভেঙ্গে মাথা তুলে দাড়াতে যায় সবাই মিলে তার মন ভাঙতে উঠে পরে লেগে যায়। সেই দিনের স্বপ্ন দেখি যেদিন আমাদের দেশেও হবে বিশ্বসেরা গবেষণা, উদ্ভাবন হবে অত্যাধুনিক সব প্রযুক্তির। সেই দিনের আশায় থেকে আজকের মতো এখানেই শেষ করছি।
সবাই ভাল থাকবেন সেই দিনের আশায়!
আল্লাহ হাফেজ।
আমি মো সাদ্দাম হোসাইন। Student, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি), ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।