আপনার সফলতার পথের কিছু বড় বাধা How To Become Successful Motivational Talk in Bangla

টিউন বিভাগ আইওএস
প্রকাশিত

আপনার সফলতার পথের ৪টি বড় বাধা | How To Become Successful | Motivational Talk in Bangla

 

 

আপনাকে সফল হওয়া থেকে কে বা কি আটকাচ্ছে এক মুহূর্তের জন্য একটু ভাবুন এবার আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটা দিতে চলেছি যেটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে যে মানুষটা সত্যি বলতে আপনাকে সফল হওয়া থেকে বাধা দিচ্ছে সেটা হলেন আপনি নিজে এছাড়া আপনার কাছে যদি আরো অন্য কোন উত্তর থেকেও থাকে | তাহলে সেটা অজুহাত ছাড়া আর কিছু না তো আজই ভিডিওতে আমি আপনাকে চারটি জিনিসের বাস্তবতার সঙ্গে পরিচয় করাব যেগুলো আপনাকে সফল হওয়া থেকে বাধা দিচ্ছে সবথেকে নাম্বার ওয়ান প্রক্রাস্টিনেশন কোন কাজ আজ থাক কাল করব করাকেই বলা হয় প্রক্রাস্টিনেশন করা এবং এর জন্য 100 ভাগ দায়ী হলেন শুধুমাত্র আপনি আমরা অনেক সময় ভুল করি আসলেই এটা একটা অজুহাত আরও একটা দিন নষ্ট করা কারণ সেই দিন তা কখনোই আসবেনা যখন আপনি কাজটা করার জন্য উৎসাহিত এনার্জিতে ভরপুর অনুভব করবেন আপনাকে এটা বুঝতে আপনি কেন প্রক্রাস্টিনেশন করেন তবেই আপনি এটা সঙ্গে লড়াই করতে পারবেন উদাহরণস্বরূপ ধরুন যদি আপনি বুঝতে পারেন যে আপনিএকটা কাজ না করে তাল বাহানা করছে, এই কারনে যে সেই কাজটা আপনার ভীষণ ইভিনিং অথবা অসহ্যকর লাগে তাহলে আপনি নিজেকে এটা বোঝাতে পারবেন যে আমি যদি এই অসহ্যকর দরকারি কাজটা তাড়াতাড়ি শেষ করে নি তাহলে আমি নিশ্চিন্তে অন্য অদরকারি মজাদার কাজগুলো করতে পারব যে দিয়ে থাকে যে কেন তারা  সফল হতে পারছে না সেটা হল তাদের বন্ধু-বান্ধব বা পরিবার তার উপর বিশ্বাস করে না তাকে সাপোর্ট করে না আসলে সত্যিটা জানি কেউ আপনাকে বিশ্বাস করার ঠিকানা রাখিনি তাদেরকে আপনি পুরস্কৃত করবেন না যদি তারা আপনাকে সফল হতে সাহায্য করে প্রত্যেকের নিজস্ব জীবন রয়েছে এবং তারা তাদের জীবনে যথেষ্ট ব্যস্ত তাই

যদি আপনি সব সময় উৎসাহ এবং মোটিভেশন এর জন্য অন্যের ওপর নির্ভর করেন তাহলে সবার আগে আপনাকে আপনার আত্মবিশ্বাস এর উপর কাজ করতে হবে আপনাকে কিভাবে নিজে থেকেই মোটিভেশন এবং উৎসাহ জোগাড় করতে হয় আপনার প্রিয়জনের আপনার উপর বিশ্বাস রাখে না সবসময় এই কারণে না যে তারা মনে করে আপনার ক্ষমতা নেই বরং হয়তো তাদের কাছে আপনার ভীষণ ভীষণ ইহাই বলে মনে হয় যে কারণে তারা ভয় পায় যে হয়তো আপনি ব্যর্থ হলে আপনার মন ভেঙে যেতে পারে সেই কারণে হয়তো তারা আপনাকে সাবধান করে কিন্তু যে মানুষটার আপনার উপর বিশ্বাস থাকা অবশ্যই দরকার সেটা কি জানেন সেটা হলেন আপনি যদি আপনি নিজের উপর বিশ্বাস না করেন তাহলে এটা আপনি কি করে আশা করতে পারেন যারা আপনার উপর বিশ্বাস করবে ভালোবাসা কখনোই শর্তসাপেক্ষ হয় না যদি আপনি আপনার প্রিয়জনদের ভালোবাসেন তাহলে তারা আপনার উপর বিশ্বাস করলো কি না করলো সেই অনুযায়ী আপনার তাদেরকে বিচার করা উচিত না অফিসের নাম্বার তিন এর পরে যে কথা বলতে চলেছি যদি আপনি বারবার মোটিভেশন হারিয়ে ফেলেন এরপর আপনি কখনো আসলে মোটিভেট হয়নি আপনি যেটা পেয়েছিলেন সেটা হল একটা ডোপামিন স্পাইক ডকুমেন্টস বাইক হলেও একটা ক্ষণস্থায়ী বস্ট অফ ইনস্পিরেশন এবং এনার্জি যেটাকে লোকেরা মোটিভেশন বলে ভুল করে যখন আমরা অন্যদের সফলতার কথা শুনি বা কাউকে ইন্টারনেট টিভিতে দেখি এবং তাদের দেখে আমাদের মনে হয় যেন আমরা গুলো পেতে পারেন অন্যদিকে মোটিভেশন আপনাকে নিজের মধ্যে তৈরি করতে হয় এটা ডিসিপ্লিন অর্থাৎ শৃংখলার উপর নির্ভরশীল এবং দীর্ঘস্থায়ী এটা কোন খনস্থাই স্পাইক না এটা একটা কন্সিস্তেন্ট লাইন হয়তো আপনি কোনদিন একটু কম কাজ করতে পারেন বা কোন দিন একটু বেশি কাজ করতে পারলেন কিন্তু যদি আপনার শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন সঠিক থাকে তাহলে মোটিভেশন সবসময়ই আপনার মধ্যে থাকবে ডিসিপ্লিন এর সাহায্য নিয়ে আপনাকে নিজের মধ্যে কোন সিস্টেম মোটিভেশন ক্রিয়েট করতে থাকতে হবে লোকেরা বলে যে তাদের সাথে অনেক কিছু অপ্রত্যাশিত ঘটে যেগুলো তাদের মোটিভেশন ধরে রাখতে পারার পথে বাধা হয়ে দাঁড়ায় সত্যিটা হল জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই থাকবে কিন্তু আপনাকে সেগুলোর জন্য আগে থেকেই পরিকল্পনা করে রাখতে হবে যখন আপনি কোন একটা লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করছেন তখন আপনাকে এটা আগে থেকেই স্থির করে রাখতে হবে যে যখন পরিস্থিতি প্রতিকুল হয়ে দাঁড়াবে তখন আপনি কি করবেন পরিস্থিতি কতটা প্রতিকূল হলে আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করা স্থগিত রাখবেন এবং কত সময়ের জন্য স্থগিত রাখবেন আপনার লক্ষ্য পূরণের জন্য একটা পরিকল্পনা থাকা সবার আগে দরকার কারন একটা লক্ষ্য যেটা পূরণ করার জন্য কোন পরিকল্পনা নেই সেটা শুধুমাত্র একটা স্বপ্ন বা ইচ্ছা অফ থেকে নাম্বার কোড এক্সকিউজ এরপরে বাধা তাহলে অজুহাত যেটা আমরা আমাদের ডান হাত বাম হাতে ব্যবহারের তুলনায় অনেক বেশি ব্যবহার করে থাকি এটা একটা অজুহাত যে আমাদের পরিস্থিতি বা আশেপাশের পরিবেশ আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় আমি হয়তো বলতে পারেন কিন্তু সব সময় তো স্বপ্ন পূরণ করতে পারার জন্য প্রয়োজনীয় অর্থ বা রিসোর্সেস বা সঠিক একটা লোকও পাওয়া যায় না যে সাহায্য করতে পারে অনেকে আছে এমন সংসার থেকে আসে যেখানে বিধবা মা সংসারের খরচ চালায় খাবারের জন্য প্রতিদিন লড়াই করতে হয় অনেককে টাকার অভাবে স্কুল ছাড়তে হয় তাহলে সেই রকম খেতে কি পরিস্থিতি তাদের অসফলতার জন্য দায়ী নয় এখান থেকে তারা বেরোবে কি করে আসলে সত্যিটা হল বহু মানুষ একই পরিস্থিতি থেকে বেরিয়েছে বহু কোটিপতি যাদের ব্যাপারে আপনি জানেন কিংবা জানেন না যাদের বড় গাড়িতে চড়তে দেখে আপনি হয়তো ভাবেন যে তারা নিশ্চয়ই সোনার চামচ মুখে করে জন্মেছিল কিন্তু তাদের মধ্যেও অনেকে এরকম একটি পরিস্থিতি থেকে উঠে এসেছে বড় কোম্পানির সিইও কে দেখে আপনার হয়তো মনে হতে পারে নিশ্চয়ই এমবিএ করে এসেছে কিন্তু হতে পারে টাকার অভাবে তাকেই 16 বছর বয়সে স্কুল থেকে বিদায় নিয়ে কাজ করতে শুরু করতে হয়েছে এরকম অসংখ্য মানুষ রয়েছে এবং তারা চুরি করতে পারি তাহলে আপনিও করতে পারেন শুধু আপনাকে লক্ষ্য স্থির রেখে এবং নাম্বার ফোর আপনাকে অন্যেরা কখন আপনার উপর বিশ্বাস করবে সেই অপেক্ষায় বসে থাকা বন্ধ করতে হবে এটা সত্যিই খুবই কঠিন হয়ে দাঁড়ায় যখন আপনি একদম নিচ থেকে সফলতা পাওয়ার যাত্রা শুরু করেন প্রতিটা পদে আপনাকে আপনার মানসিক শক্তির পরীক্ষা দিতে হয় কিন্তু যদি আপনি দাঁতে দাঁত চেপে লেগে থাকতে পারেন তাহলে একদিন আপনি সফলতা নিশ্চয়ই পাবেন মনে রাখবেন পরিশ্রমী হল সফলতা পাওয়ার একমাত্র শর্টকাট আপু আপনাকে ঠিক খুঁজে নেবে শুধু আপনাকে পরিশ্রম চালিয়ে যেতে হবে আর সেটা করতে পারার জন্য আপনাকে সবার আগে নিজেকে নিজে সফলতার পথে বাধা হওয়া থেকে সরে দাঁড়াতে হবে যারা সফল এবং অসফল তাদের দুজনেরই একি লক্ষ্য থাকে তফাতটা হল যারা সফল তারা নিজেদের ব্যর্থতার দায়িত্ব নিজেরা নেয় এবং পরিশ্রম চালিয়ে যাওয়ার গুরুত্ব টা বুঝি অন্যদিকে যারা তারা শুধু অন্যকে দোষ দিয়ে তাদের ব্যর্থতাকে ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করে তো আপনি এদের মধ্যে কোন দলে নাম লেখাতে চান নিচে টিউমেন্ট করে সেটা আমাকে জানান এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মোরসালিন বেটার লাইফ

Level 0

আমি ইসমাইল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস