অ্যাপেল এখন বিশ্বের অন্যতম টেক জায়ান্ট। অ্যাপেল আইফোন থেকে শুরু করে আই প্যাড, আইপড, ল্যাপটপ, হোমপড, পিসি, অ্যাপেল ওয়াচ সহ আরো বিভিন্ন এক্সেসরিস নিত্য নতুন আধুনিক সব গেজেট। এসব এক্সেসরিজের মধ্যে হেডফোন, এডাপ্টর, এয়ারপড, আই সেল্ড, কভার, কিবোর্ডসহ আরো অনেক পণ্য। বিশ্বের বিভিন্ন দেশে অ্যাপেলের স্টোর রয়েছে এছাড়াও রয়েছে অ্যাপেলের রিসেলার Apple Store স্টোর যেখানে অ্যাপেলের অথেনটিক পন্য পাওয়া যায়। রিটেইলার শপের বাইরেও রয়েছে নানান শপ, যেখানে আনঅফিশিয়াল বা নকল নাম ব্যবহার করে অথোরাইজ স্টোর দাবি করে। এ ধরনের পণ্য কেনা আর টাকা পানিতে ফেলানো সমান কথা
কীভাবে চিনবো কোনটা অথেনটিক অ্যাপেল স্টোর এবং তারা কী সুবিধা দেয় এই সব নিয়ে আপনার অজানা জিনিস সহজেই জানা হয়ে যাবে আজকের পর।
আপনি যে প্রোডাক্ট কেনেন না কেন, পণ্য অথেনটিক হবার গুরুত্ব অস্বীকার করতে পারবেন না। নকল পণ্য কিনে সমস্যায় পড়তে পারেন, এমনকি সেকেন্ড হ্যান্ড কিনেও নানা বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, যদি পণ্য কোন খারাপ কাজে ব্যবহার হয় বা চুরি করা হয় কিংবা যে কোন ক্রাইম এর সাথে জড়িত হয়ে থাকে তবে অনেক ভোগান্তি হতে পারে এই পন্যর জন্য। তাই সব পণ্য কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখবেন। যে পণ্য কিনছেন আর যেখান থেকে কিনছেন অথনটিক কিনা।
পণ্যে অথেনটিক কিনা চেক করার অনেকগুলো মেথোড রয়েছে তবে উল্লেখযোগ্য হলো: পণ্য কেনার আগে পণ্যের সিরিয়াল নামবার অ্যাপেলের ওয়েব সাইটে গিয়ে ইনপুট দিয়ে চেক করা। সেখানে যদি পণ্যটি রেজিস্টার্ড করা থাকে, কোন ধরনের কাটা ছেড়া প্যাকের গায়ে না থাকে তাহলে নিশ্চিন্ত হতে পারেন।
এছাড়াও খেয়াল রাখবেন, পন্যটি লক করা কিনা, যদি পণ্যে কোন ধরনের লক থাকে, তাহলে বুঝবেন পণ্য বা শপ অথেনটিক না। কারণ অথেনটিক পণ্যে কোন লক থাকে না।
বিশ্বের বিভিন্ন দেশে অ্যাপেলের অনেক স্টোর আছে। বাংলাদেশে সরাসরি কোন অ্যাপেল স্টোর নেই। তবে বাংলাদেশেও অথেনটিক পন্য প্রোভাইড করে এরকম কিছু রিসেলার শপ আছে। এর মধ্যে আই সেন্টার, এমসিএস সল্যুশন বিডি, স্টারটেকসহ, আইস্টোক, অ্যাপেল গেজেট বেশ কিছু শপ। এরা সকলেই অথেনটিক পন্য প্রোভাইড করে থাকে। তবে এদের থেকে কিছুটা ভিন্ন এবং ভালো ডিল এম সি সলিউশন বিডি দিয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে কেন এম সি সলিউশন ব্যাতিক্রমি কিংবা ভালো ডিল হতে পারে? তবে প্রধান দুইটি কারনের মধ্যে একটি হচ্ছে সাশ্রয়ী মূল্য এবং অ্যাপেলের ইন্টারন্যশনাল ওয়ারেন্টি সাভির্স।
ধানমন্ডি, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা ৬০ ফিট, আইডিবি ইত্যাদি সহ ঢাকার বাহিরেও দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে অ্যাপেল শপগুলো। রিসেলার Apple Store মধ্যে অন্যতম বিশ্বস্ত হল আই স্টোর, স্টারটেক, এম সি এস সলিউশন এবং আরো কয়েকটি। বাংলদেশে সরাসরি বা ফিজিক্যাল কোনো অ্যাপেল স্টোর নেই, বেশ কিছু অথেনটিক এবং ভেরিফাইড রিসেলার স্টোর রয়েছে যারা অথেনটিক পন্য সরবরাহ করে থাকে। দীর্ঘদিন ধরে এই শপগুলো অ্যাপলপ্রেমীদের নানা ধরনের সার্ভিস দিয়ে আসছে। পণ্য কেনা থেকে সার্ভিস, সব পাবেন এক ছাতার নিচে।
অথেনটিক রিটেইলার বা অথেনটিক অ্যাপেল শপে প্রথমেই যেটা আসে তা হলো অথেনটিক পণ্য নিশ্চিত। সিল্ড পণ্য এবং আফটার সেলস সার্ভিস। এছাড়াও পাবেন, অথেনটিক পার্টস রিপ্লেসিমেন্ট এর সুবিধা সহ ওয়ারেন্টিও। কিছু ক্ষেত্রে পার্টস পরিবর্তন অথবা অন্য কোন হার্ডওয়্যারের সমস্যা সমাধানে দেশের বাইরে পাঠায় এই রিসেলার স্টোরগুলো।
রিটেইলার শপ থেকে পণ্য কেনার সময় সিরিয়াল নাম্বার, আনলক কিনা, সেকেন্ড হ্যান্ড কিনা, চুরির পণ্য কিনা সব কিছু নিশ্চিত করতে পারবেন দক্ষ কর্মীদের সাহায্যে।
এছাড়া, আই ক্লাউডে একাউন্ট করা, একাউন্ট লক খোলা, অ্যাপেল পণ্যের জন্য প্রটেক্টর সব টুকটাক বাকী সব কাজে সব ধরনের কাজে অথেনটিক রিটেইলার শপ আপনাকে সাহায্য করবে।
সাধারনত ১ বা ২ বছরের জন্য ওয়ারেন্টি দিয়ে থাকে ভেরিফাইড শপ কিংবা রিটেইলার স্টোরগুলো। যেগুলো আনঅফিশিয়াল শপ কিংবা যে কোন র্যান্ডম শপে পাওয়া যাবে না।
যেহেতু বেশ কিছু অর্থ খরচ করে আপেলের মত হাইটেক এর পণ্য কিনবেন, তখন অবশ্যই আপনার শতভাগ নিশ্চিত হয়ে নিতে হবে, পণ্য কিনবেন যাতে করে পরবর্তীতে কোন সমস্যায় না পড়তে হয়।
বর্তমান বিশ্ব অ্যাপেলের উন্মাদনায় চলছে। অধিকাংশ মানুষের কাছে অ্যাপল ওয়াচ, আই ফোন, আই পড, এয়ার বাড, আই প্যাড, ম্যাক বুক কিংবা আই ম্যাক ব্যবহার করেন। যদিও বাংলাদেশে কোন সরাসরি অ্যাপেল শপ নাই যার কারনে ক্রেতারা ক্রয়ের সময় একটু বিভ্রান্তিতে থাকে যে ক্রয়কৃত পন্যটা কি অথেনটিক? সেক্ষেত্রে কিছু অথেনটিক পণ্যের রিসেলার শপ রয়েছে যারা শতভাগ অথেনটিক পন্য নিশ্চিত করে ক্রেতাদের জন্য তবে এর পাশাপাশি কিছু আনফিশিয়াল এবং নকল শপ ও আছে। তাই চেক না করে পণ্য ক্রয় করলে মহা বিপদেও পড়তে হতে পারে, টাকা-সময় নষ্ট সহ অনেক কিছুই ঘটতে পারে।
অবশ্যই যাচাই বাছায় করে নিতে হবে যে কোনো অ্যাপল ডিভাইস ক্রয়ের পূর্বে। পণ্য ক্রয়ের আগে চেক করুন শপ এবং পণ্য অথেনটিক কিনা। সব খোঁজ নেয়া হয়ে গেলেই কিনে ফেলুন আপনার পছন্দের পণ্য। শপের আফটার সেলস সার্ভিস সম্পর্কে নিশ্চিত হয়ে নিবেন। আশাকরি পছন্দের পণ্য কেনার ক্ষেত্রে কোন অসুবিধা হবে না আর আপনাদের। আপনাদের মতামত গুলো নিচের টিউমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য।
আমি রাকিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।